ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করতে গিয়ে অগ্নিদগ্ধ ৫

দুর্ঘটনায় উল্টে যাওয়া একটি ট্যাঙ্কার থেকে পেট্রোল সংগ্রহ করতে গিয়ে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু হল। জখম হয়েছেন ১৪ জন। ঘটনাটি ঘটেছে অসমের বোকাখাটে।
পুলিশ জানায়, আজ ভোর পৌনে পাঁচটা নাগাদ যোরহাট থেকে গুয়াহাটিগামী তৈলবাহী ট্যাঙ্কারটি বাদুলিপাড়া এলাকায়, ৩৭ নম্বর জাতীয় সড়কে উল্টে যায়। সম্ভবত বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনাটি ঘটে। উল্টে যাওয়া ট্যাঙ্কারের ঢাকনা খুলে বের হতে থাকে তেল। ঘটনাটি জানতে পেরে আশপাশের বাড়ি থেকে বাসিন্দারা পাত্র নিয়ে তেল সংগ্রহ করতে যায়। পুলিশের নিষেধের তোয়াক্কা তাঁরা করেনি বলে পুলিশের দাবি। দমকলও আসে। কিন্তু দমকল কর্মীদের অভিযোগ, তাঁদের ট্যঙ্কারের কাছে ঘেঁষতেই দেওয়া হয়নি।
ঘটনার সময় হাজির পুলিশ ও দমকলকর্মীরা জানান, ট্যাঙ্কারের ধাক্কায় সম্ভবত বিদ্যুৎস্তম্ভের তার ছিঁড়ে ঝুলছিল। সেই বিদ্যুৎবাহী তার মাটিতে গড়িয়ে পড়া পেট্রোলে স্পর্শ করার পরেই বিস্ফোরণ হয়। ট্যাঙ্কারের সামনে থাকা মিন্টু বরুয়া, গণেশ শর্মা, পবন বরুয়া, কুনু ভুইঞাঁ ও অন্য এক ব্যক্তি মারা যান। আগুনে পুড়ে ও পায়ের তলায় পিষ্ট হয়ে জখম হন ১৪ জন। তাঁদের যোরহাট সিভিল হাসপাতাল এবং ডিব্রুগড় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
যোরহাট, গোলাঘাট ও নুমালিগড় থেকে দমকল এসে ফোম ছিটিয়ে সকাল ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে দেরগাঁও ও কাজিরাঙার রাস্তা বহুক্ষণ বন্ধ রাখা হয়। স্থানীয় বিধায়ক বিস্মিতা গগৈ বলেন, “আমি সকাল সাতটা নাগাদ খবর পাই। দুঃখজনক ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অপরিণামদর্শিতার ফলেই এমনটা হল। মৃতদের নিকটাত্মীয়দের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে।”

Previous Story Desh Next Story




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.