দু’মাসের মধ্যেই মেঘালয়ের খনি নীতি চূড়ান্ত হতে চলেছে। মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী তথা খনি মন্ত্রী বিন্দো এম লানোং বলেন, “খনি নীতির খসড়া প্রায় শেষ পর্যায়ে। শীঘ্রই মন্ত্রিসভার অনুমোদনের জন্য সেটি পেশ করা হবে।” খনি নীতির খসড়া তৈরি করতে এত দেরি হওয়ার জন্য বিরোধী বিধায়কদেরই দায়ী করেছেন লানোং। তিনি বলেন, “বিরোধীরা দাবি করেছিল খনি নীতি নিয়ে তাঁদের মতামতও শুনতে হবে। অথচ যখন মতামত জানতে চাওয়া হল, তখন কেউই তা পাঠাচ্ছে না।” তবে স্বেচ্ছাসেবী সংস্থা ও অন্যান্য সামাজিক সংগঠন, গ্রামসভা, পঞ্চায়েতের মতামত নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, প্রস্তাবিত নীতিতে অরণ্যরক্ষা, জমি ইজারা দেওয়ার প্রথায় স্বচ্ছতা ও পরিবেশ রক্ষায় সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। তবে স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় পরিষদগুলির আপত্তিতে বিদেশি বিনিয়োগে নিষেধাজ্ঞা জারি হতে পারে।
|