উত্তরবঙ্গের হিমুলের দেনা মেটাতে আগাম টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিল রাজ্য প্রাণি সম্পদ বিকাশ দফতর। একই সঙ্গে সমবায় ভিত্তিতে চলা সংস্থার বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানের জন্য রাজ্য শিল্প পুনর্গঠন দফতরেরও আশ্বাস মিলেছে। হিমূল-কে বাঁচাতে মঙ্গলবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী গৌতম দেব প্রাণি সম্পদ বিকাশ মন্ত্রী নূরে আলম চৌধুরীর সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করেন। বৈঠক শেষে গৌতমবাবু জানান, বাজারে দুগ্ধ উৎপাদন সংস্থার দেনা রয়েছে ৬ কোটি টাকারও বেশি। তার বেশির ভাগই প্রাপ্য দুগ্ধ সরবরাহকারীদের।
এ ছাড়া শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির টাকাও বাকি রয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর সূত্রে খবর, ১৯৭৪ সালে চালু হয় হিমূল। দেনার দায়ে সংস্থাটি যে কোনও দিন বন্ধ হতে পারে। সংস্থাকে বাঁচাতে চলতি বছরের শুরুতে বামফ্রন্ট সরকারের অর্থ দফতর গত আর্থিক বছরে ২ কোটি ৯৬ লক্ষ টাকা অনুমোদন করে। কিন্তু সংস্থা হাতে পায় ১ কোটি ৫ লক্ষ টাকা। রাজ্য বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যায়। প্রাপ্ত টাকায় দেনা মেটানো যাবে কি না তা নিয়ে প্রশ্ন করা হয় নির্বাচন কমিশনকে। কমিশন জানিয়ে দেয়, ওই টাকা দেনা মেটাতে খরচ করা যাবে না। ৩১ মার্চ আর্থিক বছর শেষ হওয়ায় ১ কোটি ৫ লক্ষ টাকাও আর খরচ করা যায়নি। মন্ত্রী বলেন, “নয়া সরকারের বাজেট পেশ হবে জুনে। হিমুল বাঁচাতে ততদিন অপেক্ষা করা যাবে না। তাই প্রাণি সম্পদ বিকাশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করতে হয়।” গৌতমবাবু জানান, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁকে আশ্বাস দিয়েছেন, হিমূল-য়ের সমস্যার স্থায়ী সমাধানের জন্য তিনি চিন্তাভাবনা করছেন। |