নেতা-আইপিএসের পাশে বিজেপি-র চমক পিসি সরকার
নিজস্ব সংবাদদাতা |
রাজ্যের প্রথম সারির নেতারা আছেন। সেই সঙ্গে আছে দলে সদ্য যোগ-দেওয়া কিছু প্রাক্তন আইপিএস এবং আইএএস অফিসারের নাম। তালিকায় গ্ল্যামার বাড়াতে উপস্থিত তারকারাও। রাজনৈতিক অঙ্কের সঙ্গে চমকের উপাদান রেখেই পশ্চিমবঙ্গের জন্য প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি।
প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দিল্লিতে দলের নির্বাচনী কমিটির বৈঠকের পরে বৃহস্পতিবার রাতে এ রাজ্যের ১৭টি আসনের জন্য যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, তাতে বারাসত আসনে জাদুকর পি সি সরকার এবং হাওড়ায় অভিনেতা জর্জ বেকারের নাম আছে। এঁরা দু’জনেই মোদীর ব্রিগেড সমাবেশে উপস্থিত ছিলেন। বিজেপি-র আর এক তারকা আকর্ষণ বাপ্পি লাহিড়ীর নাম অবশ্য এই তালিকায় নেই। তবে বিজেপি-র একটি সূত্রে বলা হচ্ছে, পরবর্তী পর্যায়ে মুম্বইয়ের ওই বাঙালি সুরকারের নাম বিবেচনায় আছে। রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। দলীয় সূত্রের ইঙ্গিত, পরের দফার তালিকা চূড়ান্ত হবে ৮ মার্চ।
পরিচিত বিজেপি নেতাদের মধ্যে উত্তর কলকাতায় রাহুল সিংহ, দক্ষিণ কলকাতায় তথাগত রায়, দমদমে তপন শিকদার এবং কৃষ্ণনগরে সত্যব্রত (জলু) মুখোপাধ্যায় প্রার্থী হচ্ছেন। প্রাক্তন পুলিশ ও প্রশাসনিক কর্তাদের মধ্যে মুর্শিদাবাদে সুজিতকুমার ঘোষ, উলুবেড়িয়ায় আর কে মহান্তি, জলপাইগুড়িতে সত্যলাল সরকারকে প্রার্থী করা হয়েছে। বিজেপি সূত্রের ব্যাখ্যা, প্রার্থী তালিকায় নানা ক্ষেত্রের যে বিন্যাস মোদী চেয়েছিলেন, তারই প্রতিফলন ঘটেছে। দলের রাজ্য সভাপতি রাহুলবাবুর কথায়, “আমাদের দলের কার্যকর্তা এবং সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্ট মানুষ মিলিয়ে ভারসাম্যের তালিকা হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস, সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদী কেন্দ্রে যে সরকার গড়তে যাচ্ছেন, একাধিক সাংসদকে প্রতিনিধি করে পাঠিয়ে এ রাজ্য তার পাশে দাঁড়াবে।” উত্তর কলকাতায় এ বারের প্রার্থী রাহুলবাবু আগে বাঁকুড়া, রায়গঞ্জের মতো আসন থেকে লোকসভায় লড়েছেন। রাজনৈতিক শিবিরের একাংশের মতে, এখনও পর্যন্ত যা পরিস্থিতি, বিজেপি রাহুলবাবুকে প্রার্থী করার পরে তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম মিলে উত্তর কলকাতায় জমজমাট চতুর্মুখী লড়াই হবে।
প্রথম দফার বাকি আসনগুলির মধ্যে কোচবিহারে হেমচন্দ্র বর্মণ, বালুরঘাটে বিষ্ণুপ্রিয় রায়চৌধুরী, মালদহ উত্তরে সুভাষকৃষ্ণ গোস্বামী, জঙ্গিপুরে সম্রাট ঘোষ, রানাঘাটে চিকিৎসক সুপ্রভাত বিশ্বাস, মথুরাপুরে তপন নস্কর, ডায়মন্ড হারবারে অভিজিৎ দাস এবং বাঁকুড়ায় আর এক চিকিৎসক সুভাষ সরকারের নাম প্রার্থী হিসাবে ঘোষণা হয়েছে। |