মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইক বাজিয়ে বিতর্কে জড়াল প্রতিযোগিতার উদ্যোক্তা পুরুলিয়া জগন্নাথ কিশোর কলেজ কর্তৃপক্ষ। বুধবার থেকেই ওই কলেজ মাঠে শুরু হয়েছে তিন দিনের আন্তঃজেলা কলেজ ক্রীড়া প্রতিযোগিতা।
প্রতিযোগীদের প্রস্তত হওয়ার জন্য আহ্বান জানিয়ে বা বিভিন্ন ঘোষণার কাজে মাঠে এ দিন প্রায় দিনভর মাইক বাজানো হয়। এ নিয়ে শহরের বাসিন্দাদের একাংশের অভিযোগ, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক বাজানো নিয়ে নিষেধাজ্ঞা জারি থাকলেও কী ভাবে একটি কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার দিনেও মাইক বাজালেন কী ভাবে? জগন্নাথ কিশোর কলেজের অধ্যক্ষ শান্তনু চট্টোপাধ্যায় বলেন, “কলেজের দু’কিলোমিটারের মধ্যে মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র নেই। তাই মাইক বাজানোর জন্য পরীক্ষার্থীদের অসুবিধা হওয়ার কথা নয়। খুব অল্প সময়ের জন্য কমজোরে তা বাজানো হয়েছে।” |
পুরুলিয়ার মহকুমাশাসক (সদর) সৌম্যজিৎ দেবনাথ বলেন, “মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনও ভাবেই প্রকাশ্যে মাইক ব্যবহার করা যায় না।” মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের পুরুলিয়া জেলার আহ্বায়ক কল্যাণপ্রসাদ মাহাতো বলেন, “পরীক্ষা শুরুর আগে থেকে পরীক্ষার শেষ দিন পর্যন্ত মাইক বাজানোর নিষেধাজ্ঞা রয়েছে।” জেলাশাসক তন্ময় চক্রবর্তী বলেন, “এ সময় মাইক বাজানো যায় না। যদি এমন ঘটনা ঘটে, তাহলে কেন এমন হল জানতে চাইব।” এই ঘটনা নিয়ে শহরে আলোচনা শুরু হওয়ার পরে ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি কে পি সিংহ দেও বলেন, “আমি কলেজের অধ্যক্ষকে অনুষ্ঠানের বাকি দু’টি দিনে মাইক বাজাতে বারণ করব।” তিনি এ দিন অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন। কলেজের অধ্যক্ষ জানান, আজ বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠান যথারীতি চলবে। তবে এ বার আর মাইক বাজানো হবে না। তার পরিবর্তে খুবই কমজোরে সাউন্ডবক্স বাজানো হবে প্রয়োজনের ভিত্তিতে। |