গার্ডেনরিচের সঙ্গে কলকাতার যোগাযোগ সুগম করতে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ উড়ালপুল তৈরি করছে রাজ্য সরকার। এত দিন গার্ডেনরিচ যেতে বন্দর এলাকা দিয়ে গাড়ি যেত। সেই পথে জাহাজ ঢুকলে রক্ষা নেই। ভাসমান সেতু তোলা হলে ঘণ্টার পর ঘণ্টা ভুগতে হত যাত্রী ও পণ্যবাহী গাড়িকে। এ বার সেই সমস্যা মিটতে চলেছে বলে বুধবার জানান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রী জানান, ওই উড়ালপুলের জন্য জেএনএনইউআরএমের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে প্রকল্প-রিপোর্ট (ডিপিআর) পাঠানো হয়েছিল। গার্ডেনরিচের রামনগর থেকে কাঁটাপুকুর মর্গের কাছে রিমাউন্ট রোড পর্যন্ত ওই উড়ালপুলে চার লেনের রাস্তা হবে। খরচ হবে ৩১৩ কোটি ২৭ লক্ষ টাকা। ৬৫ শতাংশ দেবে রাজ্য। বাকিটা জেএনএনইউআরএম-এর আর্থিক সাহায্য থেকে মিলবে। পুর দফতর সূত্রের খবর, দীর্ঘ দিন গার্ডেনরিচের বাসিন্দাদের দাবি ছিল উড়ালপুল বানানোর। বন্দর এলাকার বিধায়ক তথা পুরমন্ত্রী ফিরহাদ জানান, অধিকাংশ সময়ে ওই এলাকায় যানজট থাকে। অ্যাম্বুল্যান্স যাওয়ার সময়ে যানজটে ফেঁসে অনেক ক্ষেত্রে রোগীর মৃত্যুও হয়েছে। ফিরহাদ বলেন, “এ দিনই টেন্ডারের প্রক্রিয়া শুরু হয়েছে। ১৮ মাসে কাজ শেষ হবে।”
|
ললিতকলা অ্যাকাডেমির পরিচালন সমিতি থেকে তাঁকে অন্যায় ভাবে ১০ বছরের জন্য সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন চিত্রশিল্পী সমীর আইচ। বুধবার সমীরবাবুর আবেদনে বলা হয়েছে, অ্যাকাডেমি তাঁকে জানিয়েছে, আগামী ১০ বছর তিনি ওই প্রতিষ্ঠানের সঙ্গে সংস্রব রাখতে পারবেন না। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, চলতি বছরের গোড়ায় তিনি অ্যাকাডেমির টাকায় শিমলা গিয়েছেন। নিয়মবিধি অনুযায়ী তিনি সেটা করতেই পারেন না। সমীরবাবুর আইনজীবী অরুণাভ ঘোষ এ দিন আদালতে বলেন, রাজনৈতিক কারণেই তাঁর মক্কেলকে অ্যাকাডেমির পরিচালন সমিতি থেকে সরানো হয়েছে। বিচারপতি দীপঙ্কর দত্ত সাত দিনের মধ্যে হলফনামা দিয়ে শিল্পীর বক্তব্য জানাতে বলেন। বক্তব্য জানাতে হবে অ্যাকাডেমিকেও। ফের শুনানি হবে ৩ মার্চ।
|
বৈষ্ণবঘাটা-পাটুলিতে মেট্রো সম্প্রসারণের জন্য যে খাল বোজানো হয়েছে, তা আগের অবস্থায় ফেরাতে হবে। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। আইনজীবী বাসবী রায়চৌধুরী জনস্বার্থ মামলায় বলেছিলেন, মেট্রোর জন্য এলাকার একমাত্র খাল প্রায় বুজিয়ে ফেলা হয়েছে। আবেদনকারীর আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় বলেন, হাইকোর্ট বিষয়টি দেখার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গড়ে। কমিটি জানায়, জলাশয় রেখে, নতুন প্রযুক্তি ব্যবহার করে মেট্রো সম্প্রসারণ করতে হবে। তবুও রেল কর্তৃপক্ষ ওই খালে পিলার তুলে জল চলাচল বন্ধ করে দেন। সুব্রতবাবু বলেন, পিলার রেখে দু’পাশের মাটি কেটে ও ড্রেজিং করলে খাল পূর্বাবস্থায় ফিরবে। আদালত জানায়, খালের জলের মানও আগের মতো বজায় রাখতে হবে।
|
মাঠপুকুর-কাণ্ডে বাজেয়াপ্ত গাড়ি দু’টি কার, জানতে পুলিশি রিপোর্ট চাইল আলিপুর আদালত। মাঠপুকুরে গত মার্চে জমি দখল ঘিরে সংঘর্ষে মৃত্যু হয় অধীর মাইতি নামে এক তৃণমূলকর্মীর। ঘটনায় পুলিশ একটি গাড়ি ও মোটরবাইক বাজেয়াপ্ত করে। সেই দু’টি ফেরত পেতে অভিযুক্তদের তরফে বুধবার আদালতে আবেদন জানানো হয়। সেগুলি কার, জানতে পুলিশকে রিপোর্ট পেশের নির্দেশ দেন এক নম্বর ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক মনোজ রাই। এ দিন শম্ভুনাথ-সহ ছয় অভিযুক্তকে জেল হাজত থেকে আদালতে তোলা হয়।
|
ফের অটোর দৌরাত্ম্য এবং ঘটনাস্থল সেই গাঙ্গুলিবাগান, গত এক মাসে যে এলাকায় অটোর ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার গাঙ্গুলিবাগানের কাছে একটি অটো এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। লাল্টু কর্মকার নামে ওই সাইকেল আরোহী জখম হন। পুলিশ রাতেই ওই অটোচালক রাজু সাউকে গ্রেফতার করে। |