বৃদ্ধার মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি বাঁশদ্রোণীর বাড়িতে
থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে দিনেদুপুরে একটি বাড়িতে ৭০ বছরের এক বৃদ্ধার মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতির অভিযোগ উঠল। বুধবার দুপুর ১২টা ৪০ নাগাদ ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণী থানা এলাকার ব্রহ্মপুর নর্দার্ন পার্কে।
পুলিশ জানিয়েছে, এ দিন দুপুরে নর্দার্ন পার্কের বি ৩/২ নম্বর বাড়িতে তিন জন ২৫-৩০ বছরের অপরিচিত যুবক আসেন। সে সময়ে বাড়িতে ছিলেন বৃদ্ধা পদ্মা ভট্টাচার্য। তিনি ও তাঁর স্বামী তরুণ ভট্টাচার্য ওই বাড়িতে থাকেন। পেশায় প্রোমোটার তরুণবাবু তখন বেরিয়েছিলেন। পদ্মাদেবী জানিয়েছেন, কলিং বেল শুনে দরজা খুলে তিনি দেখেন তিন যুবক দাঁড়িয়ে রয়েছে। পদ্মাদেবীকে তারা জানায়, তরুণবাবু দুপুর ১টা নাগাদ বাড়িতে আসতে বলেছিলেন তাদের।
এ কথায় জেনে বারান্দায় পাতা সোফায় তাদের বসতে বলেন পদ্মাদেবী। পুলিশকে ওই বৃদ্ধা জানিয়েছেন, এর পরেই এক যুবক জল চায়। তিনি ঘর থেকে জলের বোতল এনে তাকে দেন। পদ্মাদেবীর অভিযোগ, এর পরে তিনি স্বামীকে ফোন করতে ভিতরে গেলেই যুবকেরা ঘরে ঢুকে পড়ে। টেবিলের উপরে থাকা দু’টি ফোনেরই তার খুলে দেয় তারা। এক জন তাঁর মাথায় বন্দুক ধরে এবং অন্য জন পিছন থেকে তাঁর গলায় একটি ছোরা ঠেকিয়ে ঘরের ভিতরে যেতে বলে। পদ্মাদেবী পুলিশকে জানিয়েছেন, ওই সময়ে যুবকেরা তাঁকে বারবার বলছিল, ‘চিৎকার করবেন না। চিৎকার করলে প্রাণে মেরে দেব।’
ঘটনার বিবরণ দিচ্ছেন বৃদ্ধ দম্পতি। বুধবার। —নিজস্ব চিত্র।
ওই বৃদ্ধা বলেন, “ছেলেগুলিকে দেখে আমার মনে হয়েছিল, ওরা বাড়ি মেরামতের মিস্ত্রি। কিন্তু হামলা চালানোর পরে বুঝতে পারি, ওরা পরিকল্পনা করেই ডাকাতি করতে এসেছে।”
পদ্মাদেবী জানান, এর পরেই তাঁকে রান্না ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই যুবকদের কাছেই সাহায্য চাইলে এক জন তাঁর মাথায় জল দেন বলেও জানিয়েছেন বৃদ্ধা। এর পরে যুবকেরা তাঁকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে আলমারির চাবি চায়। প্রায় ৩০ মিনিট ধরে ওই তিন যুবক ঘর তছনছ করে কিছু খুঁজতে থাকে। পদ্মাদেবী জানান, ঘরে নগদ পাঁচ হাজার টাকা ছিল। এ ছাড়াও তারা পদ্মাদেবীর গলার হার, হাতের শাঁখা বাঁধানো ও কানের দুল নিয়ে নেয় বলে অভিযোগ।
বৃদ্ধা পুলিশকে জানিয়েছেন, এর পরেই ওই যুবকেরা জিজ্ঞাসা করে, ‘পাঁচ লক্ষ টাকা কোথায়?’ কিন্তু সে টাকার কথা তিনি জানেন না বলে যুবকদের বলেন বৃদ্ধা। তার পরেও অবশ্য বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি চালায় যুবকেরা। পদ্মাদেবী বলেন, “যাওয়ার সময়ে ওরা বলছিল, কিছুই তো পেলাম না। পুলিশকে এ সব কথা জানাবেন না।” তারা চলে যাওয়ার পরে পদ্মাদেবী খুলে ফেলা ফোনের তার জুড়ে নিয়ে তরুণবাবুকে ফোন করেন। তরুণবাবু ঘটনাটি জানান তাঁদের এক প্রতিবেশীকে। এর পরে খবর দেওয়া হয় বাঁশদ্রোণী থানায়। বাঁশদ্রোণী থানা থেকে পদ্মাদেবীর বাড়ি পায়ে হেঁটে মিনিট তিনেকের পথ। পুলিশ ঘটনাস্থলে আসার পরে লিখিত অভিযোগ জানানো হয়। দুপুরে ঘটনাস্থলে যান ডিসি (সাউথ সাবার্বান) সন্তোষ পাণ্ডে। সন্ধ্যায় ওই বাড়িতে যান গোয়েন্দা পুলিশের অফিসারেরা। পদ্মাদেবীর বিবরণ শুনে তিন যুবকেরা স্কেচও আাঁকা হয়। ডিসি বলেন, “ওই পাঁচ লক্ষ টাকার কথা ওরা কী করে জানতে পারল, সেটাই আগে তদন্ত করে দেখা হচ্ছে।”
তদন্তকারীরা জানান, তরুণবাবু সম্প্রতি ব্যবসা সূত্রে পাঁচ লক্ষ টাকা পেয়েছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই টাকার কথাই কোনও ভাবে জানতে পেরেছিল ওই দুষ্কৃতীরা। ওই টাকা লুঠ করতেই তারা রীতিমতো ছক কষে হানা দিয়েছিল বলে ধারণা পুলিশের।
এই ঘটনার পরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়েরা। তাঁদের অভিযোগ, এর আগেও এই এলাকার কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। প্রায় এক বছর আগে এই বাড়ির কাছেই প্রাক্তন পুলিশকর্তার বাড়ি থেকেও চুরি হয়েছিল বলে জানিয়েছেন বাসিন্দারা। দিন তিনেক আগেই ওই এলাকারই এক জনের নির্মীয়মাণ বাড়ি থেকে বেশ কিছু জিনিস চুরি যাওয়ার অভিযোগও উঠেছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.