দু’টি ট্রাকের মুখোমুখি ধাক্কায় এক চালকের মৃত্যু হল। রানিগঞ্জ-মোরগ্রাম জাতীয় সড়কে, বীরভূম জেলার নলহাটি থানার কয়থা ও ভেলিয়ান গ্রামের মাঝে বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটে। তবে পুলিশ মৃতের পরিচয় জানাতে পারেনি। অন্য দিকে, মঙ্গলবার বিকেলে মুরারইয়ের কনকপুর রোডে ট্রাক্টর উল্টে মৃত্যু হয় নুর মহম্মদ শেখ (৩৯) নামে এক যুবকের। তাঁর বাড়ি মুরারই থানার ডুমুরগ্রামে।
|
রানিগঞ্জ-মোরগ্রাম জাতীয় সড়কে, নলহাটি থানার কয়থা ও ভেলিয়ান গ্রামের মাঝে বুধবার ভোরে দু’টি ট্রাকের মুখোমুখি ধাক্কায় এক চালকের মৃত্যু হয়। পরিচয় জানা যায়নি। অন্য দিকে, মঙ্গলবার বিকেলে মুরারইয়ের কনকপুর রোডে ট্রাক্টর উল্টে মৃত্যু হয় নুর মহম্মদ শেখ (৩৯) নামে এক যুবকের। বাড়ি ওই থানার ডুমুরগ্রামে।
|
নলহাটি বিধানসভা কেন্দ্রের কয়থা ১ পঞ্চায়েতের রামেশ্বরপুর, কয়থা ২ পঞ্চায়েতের গোঁসাইপুর, কলিঠা পঞ্চায়েতের বাগানপাড়া গ্রামে বুধবার সভা করেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সভা করার পাশাপাশি তিনি এ দিন বুজুং গ্রামে তাঁর সাংসদ এলাকা উন্নয়ন খাত থেকে দেওয়া সাড়ে তিন লক্ষ টাকায় নির্মিত স্থানীয় হাইস্কুলে অতিরিক্ত ক্লাস রুমের দ্বারোদঘাটন করেন। পরে কুরুমগ্রাম পঞ্চায়েতের তেজহাটি গ্রামে হাইস্কুলে সভা করেন। যে সব জায়গায় তিনি সভা করছেন, ওই সব জায়গায় মাধ্যমিকের সেন্টার না পড়লেও সর্বত্রই হ্যান্ড মাইক নিয়ে তিনি সভা করেছেন।
|
বোলপুর থানার বাহিরী-পাঁচশোয়া পঞ্চায়েতের বড় শিমুলিয়ায় সংঘর্ষ ও বোমাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃত চার জনকে বুধবার বোলপুর আদালতে হাজির করানো হয়েছিল। এক জনের দু’দিন পুলিশি হেফাজত হয়েছে। বাকিদের ১৪ দিন জেল হাজত হয়েছে। এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে মঙ্গলবার বড় শিমুলিয়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটেছিল। গুলিও চলে। ওই ঘটনায় তিন তৃণমূল কর্মী জখম হন। বোলপুর থানার আইসি দেবকুমার রায়ের নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার রাতেই দু’জনকে পুলিশ আটক করে। বুধবার সকালে আরও দু’জনকে ধরে পুলিশ।
|
নলহাটি ব্লক কাউন্সিল-এর পরিচালনায় ১৮ ফেব্রুয়ারি স্থানীয় হরিপ্রসাদ ক্রীড়াঙ্গনে হয়েছে স্কুল স্পোর্টস অ্যান্ড গেমস-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ৬১টি ইভেন্ট ছিল। সংশ্লিষ্ট এলাকায় ৩৬টি বিদ্যালয় থেকে ৩৫৫ জন প্রতিযোগী যোগ দিয়েছিল। মাঠে উপস্থিত ছিলেন নলহাটির উপ-পুরপ্রধান ইমাম হুসেন, নলহাটি পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রামেন্দুসুন্দর চট্টোপাধ্যায় প্রমুখ। প্রথম স্থানাধিকারীরা মহকুমা স্তরের প্রতিযোগিতায় যোগদানের সুযোগ পাবে বলে জানিয়েছেন, আয়োজক সংস্থার সম্পাদক বাবলু চক্রবর্তী।
|
সাগর ঘোষ হত্যাকাণ্ডে অন্যতম দুই অভিযুক্তকে পলাতক ঘোষণা করে পোস্টার দিল সিআইডি। ভগীরথ ঘোষ ও সুব্রত রায়ের সন্ধান দিতে পারলে সন্ধানদাতা পুরস্কৃত হবেন এবং তাঁর নাম-পরিচয় গোপন রাখা হবে এই মর্মে বুধবার বীরভূমের ডিএম অফিস-সহ সিউড়ির নানা জায়গায় পোস্টার সাঁটানো হয়েছে। ভগীরথ ও সাগর এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। ওই দু’জনই সাগরবাবুকে গুলি করেছিলেন বলে নিহতের পরিবারের অভিযোগ।
|
ময়ূরেশ্বরের পারুলিয়া তরুণ সঙ্ঘ পরিচালনায় আজ, বৃহস্পতিবার স্থানীয় স্কুল মাঠে শুরু হচ্ছে এক দিনের ‘জয়তী চট্টোপাধ্যায় স্মৃতি’ ভলিবল প্রতিযোগিতা। ৮টি দল যোগ দেবে। উইনার্স এবং রানার্স দলকে ট্রফি-সহ যথাক্রমে ৩০০০ এবং ২০০০ টাকা পুরস্কার দেওয়া হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
|
বুধবার সকালে দুবরাজপুরের হেতমপুর গ্রামের বাউড়ি পাড়ায় ভষ্মীভূত হয়ে গেল একটি মাটির বাড়ি। হেতমপুর পঞ্চায়েতের উপপ্রধান নীলোৎপল মুখোপাধ্যায়ের আশ্বাস, “পরিবারটিকে পঞ্চায়েতের তরফে সাহায্য করা হবে।”
|