নিরাপত্তার দাবিতে বুধবারও কর্মবিরতি পালন করলেন মানকর পঞ্চায়েতের কর্মীরা। যদিও এ দিন গেটের তালা খোলা হয়েছিল। কিন্তু কোনও কর্মীই কাজে যোগ দেননি বলে পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে। তবে এ দিনও কারও বিরুদ্ধে নির্দিষ্ট কোনও লিখিত অভিযোগ তাদের কাছে করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। দুর্গাপুর মহকুমাশাসকের কাছে নিরাপত্তার দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। এক নির্মাণ সহায়কের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে কার্যালয়ের গেটের তালা না খুলে ওই পঞ্চায়েতের কর্মীরা বাইরে বসে বিক্ষোভ-অবস্থান শুরু করেন। তাঁরা দাবি করেন, নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তা না হলে তাঁরা কাজে যোগ দেবেন না। সে দিন গেটের তালা না খোলা হলেও এ দিন অফিস খুলেছিল। তবে কোনও কর্মী কাজ করেননি। এ বিষয়ে পঞ্চায়েতের প্রধান শুক্লা ভট্টাচার্যের দাবি, প্রশাসনের উচিত সোমবারের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সে দিকে নজর দেওয়া। তিনি বলেন, “আমরা সুস্থ পরিবেশে মানুষকে পরিষেবা দিতে চাই।” দুর্গাপুরের মহকুমাশাসক কস্তুরী সেনগুপ্ত জানান, বিষয়টি সংশ্লিষ্ট বিডিও-কে দেখাতে বলা হয়েছে।
|
সহজে রাস্তা পেরোনোর জন্য জাতীয় সড়কের ডিভাইডার কাটা হয়েছিল বেআইনি ভাবে। সেখান দিয়ে পারাপার করতে গিয়ে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। বুধবার ঘটনাটি ঘটেছে অন্ডালের ভাদুড় মোড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কীর্তন হাজরা (২৮)। তিনি সাইকেল নিয়ে ডিভাইডারের ওই কাটা অংশ দিয়ে রাস্তা পেরোনোর সময়ে একটি ট্রাক্টর ধাক্কা মারে। সেটির চাকায় তিনি বেশ খানিকটা টানা হয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দুপুরে সেখানেই তাঁর মৃত্যু হয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক আধিকারিক জানান, এলাকার কিছু লোকজন বেআইনি ভাবে ডিভাইডার কেটে দিয়েছেন। সতর্ক করা সত্ত্বেও ফল হয়নি।
|
ইটভাটায় অবৈধ কয়লা ব্যবহার করার অভিযোগে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। হিরাপুর থানা এলাকার একাধিক ইটভাটায় বিশেষ অভিযান চালায় পুলিশ। পুলিশ জানিয়েছে, অনেক দিন ধরেই তাদের কাছে খবর ছিল, এলাকার নানা ইটভাটায় এই ধরনের কয়লা ব্যবহার করে ইট তৈরির কাজ চলছে। সে কারণেই অভিযানে নামা হয়।
|
প্রায় ১০৬ লিটার কেরোসিন বাজেয়াপ্ত করেছে পুলিশ। কুলটি থানার চলবলপুর এলাকা থেকে বুধবার তা বাজেয়াপ্ত করা হয়। অবৈধ উপায়ে এই তেল মজুত করার অভিযোগে এক জনকে গ্রেফতারও করা হয়েছে। কোথা থেকে কী ভাবে এই তেল মজুত করা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
|
রেলের যন্ত্রাংশ চুরি করার অভিযোগে এক ব্যক্তিকে ধরেছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার নিরাপত্তা বাহিনী। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ধৃত ওই ব্যক্তির নাম মধু হাঁসদা। বুধবার তাকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন।
|
দুর্গাপুর
কিডস কার্নিভ্যাল। স্কুল প্রাঙ্গন। সকাল ৯টা।
উদ্যোগ: সেন্ট মাইকেলস স্কুল, বি-জোন ইউনিট। |