গ্রেফতার স্বামী
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শ্রীজীব পুরী। বাড়ি মানবাজারের পোদ্দারপাড়ায়। মঙ্গলবার তাঁকে ধরা হয়। পুলিশ জানায়, তাঁর স্ত্রী সঙ্গীতা পুরী ২ ফেব্রুয়ারির আগুনে পুড়ে যান। জামসেদপুরের একটি হাসপাতালে ১০ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। তাঁর বাবা মানবাজারের বাসিন্দা সোমনাথ হাজরা রবিবার জামাই ও মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন।
|
কুয়োয় পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
সেচ কুয়োর মধ্যে পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃত নবকুমার মুখোপাধ্যায়ের (৩৮) বাড়ি রঘুনাথপুর থানার মৌতোড় গ্রামে। পেশায় বাসের এজেন্ট নবকুমার সোমবার বিকালে বাড়ির কাছেই সেচ কুয়োয় পড়ে যান। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ দেহ উদ্ধার করে।
|
কয়লা তোলার কাজ শুরু হয়েছে আগেই। এ বার এলাকার স্কুলগুলির উন্নয়নে হাত বাড়াল কয়লা তোলার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেড। মঙ্গলবার বড়জোড়া ব্লকের খনি এলাকা কৃষ্ণনগরে এক অনুষ্ঠানে চারটি স্কুল কর্তৃপক্ষের হাতে চেক তুলে দেন সংস্থার চেয়ারম্যান অম্লান বসু। তিনি বড়জোড়া হাইস্কুলকে ১৮ লক্ষ, বড়জোড়া গার্লস হাইস্কুলকে ১৪ লক্ষ, কৃষ্ণনগর হাইস্কুলকে ৯ লক্ষ এবং পাহাড়পুর হাইস্কুলকে ৬ লক্ষ টাকা দান করেন। অ্যাম্বুল্যান্স কেনার জন্য কৃষ্ণনগর সমাজ কল্যাণ সমিতি ক্লাবকে ৮ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। অম্লানবাবু বলেন, “আমরা এলাকার সার্বিক উন্নয়ন চাই। এলাকার স্কুলগুলি আমি আগেই পরিদর্শন করেছিলাম। বিভিন্ন বিভাগে তাঁদের উন্নয়নের জন্যই আমরা অর্থ সাহায্য করেছি।” আগামী দিনে এলাকার রাস্তাঘাট, পানীয় জল, হাসপাতাল, খেলার মাঠের উন্নয়নের জন্যও অর্থ সাহায্য করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায়, বড়জোড়ার পঞ্চায়েত প্রধান অর্চিতা বিদ, পঞ্চায়েত সদস্য অলক মুখোপাধ্যায় প্রমুখ।
|
এক তরুণীকে ধর্ষণের দায়ে বান্দোয়ানের কেশরা গ্রামের যুবক আদিত্য টুডুকে কারাদণ্ড দিল পুরুলিয়া আদালত। মঙ্গলবার পুরুলিয়ার ফাস্ট ট্র্যাক দ্বিতীয় আদালতের বিচারক সুতপা সাহা ধর্ষণের দায়ে আদিত্যকে ১০ বছর জেল ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দু’বছর কারাদণ্ডের সাজা শোনান। এই মামলার সরকারি আইনজীবী অজিত সিংহ জানান, আদিত্য লাগোয়া গ্রামের এক তরুণীকে ফাঁকা মাঠে ধর্ষণ করে। ২০০৬ সালের ১৬ মে বান্দোয়ান থানায় ওই তরুণী অভিযোগ দায়ের করেন। পরের বছর এপ্রিল মাসে আদালতে চার্জশিট জমা পড়ে। ২০১২ সালের এপ্রিল থেকে মামলার শুনানি শুরু হয়েছিল। পুলিশ সূত্রের খবর, ধর্ষণের পরে ওই তরুণী গর্ভবতীও হয়ে পড়েন। ২০০৭-এ তিনি পুত্রসন্তানের জন্ম দেন। সন্তানকে প্রতিপালন করার জন্য বিচারক আদিত্যকে ২০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে সরকারি আইনজীবী জানান।
|
নেশা করে বাড়ির বউদের মারধর করছে স্বামীরা। সংসারে রোজগারের টাকা না দিয়ে তারা উড়িয়ে দিচ্ছে চোলাই খেয়ে। তাই প্রশাসনের কর্তাদের সঙ্গে নিয়ে চায়ের দোকানে গোপনে চলা একটি চোলাই মদের ঠেক ভেঙে দিলেন স্বয়ম্ভর গোষ্ঠীর মেয়েরা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কোতুলপুর থানার শিরোমণিপুর গ্রামে। এলাকার সাতটি স্বয়ম্ভর গোষ্ঠীর প্রায় ৬০ জন মহিলার সঙ্গে অভিযানে ছিলেন মহকুমাশাসক (বিষ্ণুপুর)পলাশ সেনগুপ্ত, বিডিও (কোতুলপুর) অভিনন্দা মুখোপাধ্যায়। মহকুমাশাসক বলে, “চোলাইয়ের রমরমা কারবার চলছে কোতুলপুরে, এমন অভিযোগ বিডিও-র মাধ্যমে আমার কাছে আসছিল। একটি চায়ের দোকান থেকে প্রচুর চোলাই উদ্ধার করে নষ্ট করা হয়েছে।” ওই চায়ের দোকানিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান আবগারি দফতরের ওসি (কোতুলপুর) মৃত্যুঞ্জয় ঘটক। |