ফরাক্কায় ফের বোমাবাজি, স্কুলে আটকে পড়ুয়ারা
নিজস্ব সংবাদদাতা • ফরাক্কা |
ফের বোমাবাজি ও সংঘর্ষে উত্তাল হল ফরাক্কার টিনটিনা, বটতলা, মুস্কিনগর গ্রাম। পুলিশ পাহারা থাকা সত্ত্বেও মঙ্গলবার সকাল থেকেই কংগ্রেস, সিপিএম ও তৃণমূল সমর্থক দুষ্কৃতীদের তাণ্ডব চলল গ্রামে। এলোপাথাড়ি বোমার আঘাতে জখম হয়েছেন চার মহিলা-সহ ৯ জন গ্রামবাসী। আশঙ্কাজনক অবস্থায় ৩ মহিলা-সহ ৪ জনকে ভর্তি করা হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। আহত হয়েছেন মহেশপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রধান মোস্তারি খাতুনও। এ দিকে অবিরাম বোমাবাজির সময় ওই এলাকার একমাত্র স্কুল মুস্কিনগর প্রাথমিকের প্রায় দু’শো ছাত্র-ছাত্রী ভয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে। পরে প্রচুর পুলিশ গ্রামে এলে বোমাবাজি থামে। একে-একে পড়ুয়াদের বাড়ি পাঠানো হয়। বারবার এলাকায় সংঘর্ষ বাধায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন। জামা মসজিদের ইমাম রফিকুল ইসলাম বলেন, “এই অশান্তিতে মানুষ তিতিবিরক্ত। রবিবার গ্রামে জলসায় গিয়ে অশান্তি বন্ধের আবেদন জানিয়েছি বার বার। কাজ হচ্ছে কই।” পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ রাজনৈতিক নেতাদের প্রশ্রয় পেয়েই সমাজবিরোধীদের বাড়বাড়ন্ত।”
|
লালগোলা কলেজে সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্বেচ্ছাসেবকদের ব্যাচ থেকে টুপি এমনকী শংসাপত্রের রং-ও লাল রেখেছিল পরিচালনার দায়িত্বে থাকা এসএফআই। খেলা শেষে তার প্রতিবাদ করেছিল লালগোলা কলেজের ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। যা থেকে বাধল সংঘর্ষ। মঙ্গলবারের ওই ঘটনায় আহত ১০ জনের মধ্যে ৪ জনকে লালগোলার কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর মধ্যে দু’জন ছাত্রের হাত ও কাঁধের হাড়ে চিড় ধরেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ছাত্র সংসদের জিএস ছাত্র পরিষদের ইলিয়াস সুমন বলেন, “ক্রীড়া প্রতিযোগিতার উপকরণ লাল রঙের করে দলতন্ত্র কায়েম করেছিল এসএফআই। আমরা প্রতিবাদ করায় উইকেট, লোহার রড়, লাঠি নিয়ে হামলা চালায়। এসএফআই-এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক মুস্তাফিজুর রহমান বলেন, “ঘটনার কথা আমার জানা নেই। খোঁজ নেব।” কলেজের অধ্যক্ষ জগন্নাথ ভট্টাচার্য বলেন, “আপত্তির কারণে লাল রঙের শংসাপত্র বাতিল করে সাদা শংসাপত্র ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
|
রানাঘাটের সন্ন্যাসীবাগান এলাকায় মঙ্গলবার বোমা ফেটে আহত হয়েছে দুই বালক। আহত ছোট্টু বসাক ও মনোজ বর্মাকে প্রথমে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে বারো বছরের ছোট্টুকে কলকাতার নীলরতন সরকার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার বাড়ি ঘটনাস্থল থেকে খানিকটা দুরে কলাবাগান এলাকায়। ১৪ বছরের মনোজের বাড়ি বিহারে। সে আত্মীয় বাড়িতে এসেছিল। এদিন বিকালে খেলা করার সময় আবর্জনার মধ্যে তারা একটা কৌটো দেখতে পায়। সেটা নিয়ে খেলা করতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।
|
মাধ্যমিক পরীক্ষা চলার সময় সাউন্ড বক্স বাজিয়ে অনুষ্ঠান করার অভিযোগ উঠল নদিয়া জেলা পরিষদের বিরুদ্ধে। মঙ্গলবার হাঁসখালি ব্লকের বাদকুল্লা সুরভিস্থান রাসের মাঠে সজল ধারা প্রকল্পের উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল জেলা পরিষদ। সেখানেই বক্স বাজিয়ে অনুষ্ঠান করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাপতি বাণীকুমার রায় বলেন, “মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে খুব আস্তে ছোট বক্স বাজানো হয়েছে। এতে তো সমস্যা হওয়ার কথা নয়।” হাঁসখালির বিডিও প্রদ্যুৎকুমার হালদার বলেন, “আমিও দেখেছি বক্স বাজিয়ে অনুষ্ঠান হয়েছে। তবে বক্স খুব আস্তে চালানো হয়েছে। আমি গিয়ে তার শব্দ আরও কমিয়ে দিই। এতে কারও অসুবিধা হওয়ার কথা নয়।” কিন্তু মাধ্যমিক পরীক্ষার সময় যেখানে শব্দ রুখতে প্রশাসন এত তৎপর সেখানে প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে বক্স বাজল কী ভাবে? সদুত্তর মেলেনি।
|
বিদ্যুতের লাইনে শর্টসার্কিট থেকে আগুন ধরে গেল মাজদিয়া শিবমোহিনী কন্যা বিদ্যাপীঠে। স্কুলে হইচই পড়ে গেলে ছুটি ঘোষণা করতে বাধ্য হন কর্তৃপক্ষ। ছাত্রীদের চিৎকারে ছুটে আসেন স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা। তাঁদের চেষ্টাতেই আগুন নেভে। হতাহতের খবর নেই
|
সোমবার রাতে রেজিনগর থানার মরাদিঘি অঞ্চলে ৯ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বছর পঞ্চান্নর এক প্রৌঢ়ের বিরুদ্ধে। অভিযুক্ত মোজাম শেখ পলাতক। মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়েছে।
|
মোটর বাইক চুরির অভিযোগে মঙ্গলবার সকালে জলঙ্গির চকরামপ্রসাদ গ্রাম থেকে মিরাজুল শেখ ও হানিফ শেখ নামে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ডোমকলের এসডিপিও অরিজিৎ সিংহ বলেন, ‘‘ওই দুই যুবক বাইক চুরি চক্রের পাণ্ডা। বাইক চুরি করে বাংলাদেশে পাচার করত।”
|
নিম্ন মানের উপকরণ দিয়ে রাস্তা তৈরি হচ্ছে অভিযোগ তুলে ডোমকল বাজারে গুরুত্বপূর্ণ এলাকায় রাজ্য সড়কের কাজ বন্ধ করলেন স্থানীয় বেশ কয়েকজন যুবক। মঙ্গলবার দুপুরে ওই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় ডোমকলে। |