লা লিগায় শীর্ষে উঠে আসার পর চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের চ্যালেঞ্জ এ বার শালকের বিরুদ্ধে। শেষ ষোলোয় বুধবার লড়াই জার্মান দলের ঘরের মাঠে হলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তিন ম্যাচ নির্বাসনের শাস্তি কাটিয়ে মাঠে ফেরাটা তাতাচ্ছে রিয়ালকে। সঙ্গে গ্যারেথ বেলের আগুনে ফর্ম তো আছেই।
ওয়েলস উইজার্ডও শালকে বধের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। বেল বলে দেন, “চ্যাম্পিয়ন্স লিগ বড় টুর্নামেন্ট। সেরা টিমগুলোই লড়াই করার সুযোগ পায়। তাই ম্যাচটা যে কঠিন হবে সেটা আমরা জানি। তবে আমরাও প্রস্তুত। প্রত্যেকটা ম্যাচ জিততে পারি এই বিশ্বাসটা আমাদের রয়েছে। আশা করছি জিতেই ফিরব আমরা।”
টিম যে রকম ফর্মে আছে তাতে বেল জেতার আশা করতেই পারেন। ওসাসুনা ৩-০ আটলেটিকো মাদ্রিদকে হারিয়ে দেওয়ায় প্রায় দু’বছর পর স্প্যানিশ লিগের এক নম্বরে এখন রোনাল্ডোরা। তা ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ে ২০ গোলের দাপট আর সব টুর্নামেন্ট মিলিয়ে এ মরসুমে টানা ২৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও রয়েছে রিয়ালের। |
তবে কার্লো আন্সেলোত্তির টিমকে ভাবাচ্ছে জার্মানিতে অ্যাওয়ে ম্যাচের জঘন্য রেকর্ড। শালকের বিরুদ্ধে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হলেও অ্যাওয়ে ম্যাচে জার্মান টিমের বিরুদ্ধে মোট ২৪ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে ১৭ বার হেরেছে রিয়াল। জিতেছে মাত্র এক বার। এর মধ্যে গতবার বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম পর্যায়ে ১-৪ হারও রয়েছে।
রেকর্ড বুক উন্নত করতে স্প্যানিশ সুপার ক্লাবের ভরসা রোনাল্ডো-বেল জুটি ছাড়াও লুকা মডরিচ ও সের্জিও র্যামোসের মতো তারকারা। মডরিচ নির্বাসিত ছিলেন। র্যামোসকে এলচের বিরুদ্ধে ম্যাচে বিশ্রাম দিয়েছিলেন আন্সেলোত্তি। দু’জনেই শালকে ম্যাচে ফিরছেন। তবে লেফট ব্যাক মার্সেলো আর ফাবিও কোয়েন্ত্রাওকে নাও পেতে পারে রিয়াল। দু’জনেই চোটের জন্য এর আগের ম্যাচে খেলেননি। অনিশ্চিত জার্মান টিমের বিরুদ্ধেও।
শুক্রবার লিগ ম্যাচে মেইনজের বিরুদ্ধে গোলশূন্য ড্র করা শালকের জন্য আবার ভাল খবর পায়ের চোট সারিয়ে দু’মাস পর টিমে ফিরছেন জুলিয়ান ড্রাক্সলার। যিনি আবার আর্সেনালের নজরে আছেন। পর্তুগালের ২০ বছরের অ্যাটাকিং মিডফিল্ডার রোনাল্ডোর স্বদেশীয়। তাঁর ভক্তও। তিনি বলছেন, “রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলাটা স্বপ্ন ছিল। রোনাল্ডোকে কে না ভালবাসে। ওই এখন বিশ্বের সেরা ফুটবলার। রিয়াল এই ম্যাচে ফেভারিট। তবে আশা করছি রিয়ালের পার্টিটা নষ্ট করতে পারব। তিন বছর আগে ইন্টারকে হারিয়ে আমরা পথটা দেখিয়েছিলাম। গত বছর দেখিয়েছে বরুসিয়া।”
শালকে যতই ‘আন্ডারডগ’ তকমা নিয়ে নামার সুবিধার কথা বলুক সিআর সেভেনের সমর্থকরা কিন্তু জার্মানিতে পতুর্গিজ মহাতারকার বিস্ফোরণ দেখার অপেক্ষায়। তিন ম্যাচ মাঠে না নামার খিদে নিয়ে নামবেন যে রোনাল্ডো!
|
• শেষ ৫ ম্যাচে ১৫ গোল রিয়ালের
• এ মরসুমে রোনাল্ডোরা অপরাজিত টানা ২৬ ম্যাচ (সব টুর্নামেন্ট মিলিয়ে)
• শেষ আট ম্যাচে অপরাজিত শালকে (জয় ৬, ড্র ২)
• এই ম্যাচে ২ গোল দিলেই সর্বোচ্চ গোলদাতা ইব্রাহিমোভিচকে (১০ গোল) টপকে যাবেন রোনাল্ডো (৯ গোল)
• জার্মানিতে ২৪ অ্যাওয়ে ম্যাচে ১৭ বার হেরেছে রিয়াল। জয় ১। |
|