টুকরো খবর
পুনর্বাসনের দাবি আইএনটিটিইউসির
বাসস্ট্যান্ডের সম্প্রসারিত অংশের সংস্কারের জন্য দোকানিদের উচ্ছেদ করলে রেলকে পুনর্বাসন দিতে হবে। এই দাবি জানাল আইএনটিটিইউসি। মঙ্গলবার খড়্গপুর বাসস্ট্যান্ডে এলাকার দোকানিদের একটি সংগঠন গড়ে তারা। নাম দেওয়া হয় ‘খড়্গপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতি’। ছিলেন জেলা সাধারণ সম্পাদক তথা সংগঠনের সম্পাদক শশাঙ্ক পাত্র, জেলা কোর কমিটির সদস্য তথা সংগঠনের সভাপতি জহরলাল পাল। বাসস্ট্যান্ডের একটি অংশ পুরসভার মাধ্যমে কংক্রিটের করে সংস্কার করা হলেও বাকি অংশের কাজ এত দিন রাজ্য ও রেলের টানাপোড়েনে থমকে ছিল। পরে ঠিক হয় রাজ্যের তরফে টাকা পেলে রেল ওই কাজ করবে। সম্প্রতি জেলাশাসকের মাধ্যমে সাংসদ তহবিলের ৫০ লক্ষ টাকা পায় রেল। বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির দাবি, সংস্কারের ১০৫টি ঝুপড়ি দোকান উচ্ছেদ করলে পুনর্বাসন দিতে হবে। খড়্গপুরের ডিআরএম গৌতম বন্দ্যোপাধ্যায় বলেন, “পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

ব্লক নেতাদের ডেকে বৈঠকে জেলা তৃণমূল
দল এখনও গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার। বিশেষত, কেশপুর, গড়বেতা, ডেবরা, চন্দ্রকোনা-সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক ব্লকে হামেশাই গোষ্ঠী সংঘর্ষ হচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিটি ব্লক নেতৃত্বকে জেলায় ডেকে বৈঠকের সিদ্ধান্ত নিল জেলা তৃণমূল। মঙ্গলবার কেশপুর ও জামবনি ব্লকের নেতাদের নিয়ে বৈঠক হয়। ব্লক কমিটির সদস্যদের সঙ্গে অঞ্চল সভাপতিদেরও ডাকা হয়েছিল। আমন্ত্রণ জানানো হয়েছিল স্থানীয় বিধায়ক, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিকে। দলীয় সূত্রে জানা গিয়েছে, মূলত নিার্বচনকে সামনে রেখে সকলকে শপথ গ্রহন করানো হচ্ছে যে, নির্বাচনে বিরোধীদের প্রবল ভোটে পরাস্ত করতে সকলকে এক জোটে কাজ করতে হবে। প্রত্যেকেই অবশ্য শপথ নিচ্ছেনও। অবশ্য বাড়ি ফেরার পর কী হবে তা নিয়ে যদিও সংশয় থেকেই যাচ্ছে। দলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, “আমরা প্রত্যেক ব্লক ধরে এমনই বৈঠক করব। মূলত, নির্বাচনকে সামনে রেখে আগে থেকেই যাতে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেওয়া যায়, সেই লক্ষ্যেই এই বৈঠক।” এ দিনের বৈঠকে জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ, বিধায়ক শঙ্কর দোলুই উপস্থিত ছিলেন।

দাবিপত্র পেশ
সংশোধিত ঘাটাল মাস্টার প্ল্যান মঞ্জুর করে দুই মেদিনীপুর জেলার ১২টি ব্লকে বন্যার হাত থেকে বাঁচানোর ব্যবস্থা, কেলেঘাই-কপালেশ্বরী- বাগুই অববাহিকা প্রকল্পের বাকি কাজ আগামী বর্ষার আগে শেষ করা সহ বেশ কিছু দাবিতে মঙ্গলবার সেচ দফতরের সুপারিংটেণ্ডিং ইঞ্জিনিয়রের দফতরে স্মারকলিপি জমা দিয়েছে মেদিনীপুর জেলা বন্যা- ভাঙন- খরা প্রতিরোধ কমিটি। নেতৃত্ব দেন পঞ্চানন প্রধান, নারায়ণ প্রামাণিক। কমিটির বক্তব্য, জেলাবাসীর দীর্ঘ আন্দোলনের ফলে কেলেঘাই-কপালেশ্বরী-বাগুই বেসিন প্রকল্পের কাজ শুরু হয়। যতটুকু কাজ হয়েছে, তাতেই দুই জেলার মানুষ স্বস্তি অনুভব করছেন। পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ এবং আরও কয়েকটি প্রকল্প রূপায়িত না হওয়ায় উদ্বেগও রয়েছে। সেচ দফতর যাতে প্রয়োজনীয় পদক্ষেপ করে, এ দিন সেই আর্জিই জানিয়েছে কমিটি।

স্মরণে প্রকাশ
প্রয়াত চিত্রশিল্পী প্রকাশ কর্মকারের স্মরণ সভা হল মেদিনীপুরে। মেদিনীপুর লিটল ম্যাগাজিন অ্যাকাদেমির উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়।

কাঠ নিয়ে চম্পট, অভিযুক্ত ধৃত
জঙ্গলে কাঠ কাটার কাজ চলছে। যে কাঠ বন উন্নয়ন নিগমের ডিপোতে নিয়ে আসার কথা। যে গাড়িতে কাঠ পাঠানো হয়েছিল সেই গাড়িটি ডিপোতে কাঠ না রেখে নিয়ে পালিয়ে যায় নিজের বাড়িতে। জানার পরই বন দফতরের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়। এই ঘটনায় বাবলু মাণ্ডি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে শালবনি থানা এলাকার গোদাপিয়াশালে। এ ব্যাপারে বন উন্নয়ন নিগমের (পশ্চিম) ডিভিসনাল ম্যানেজার অংশুমান মুখোপাধ্যায় বলেন, “অভিযোগ পেয়ে থানায় জানাই। পুলিশ তদন্ত করছে।”

লিগ্যাল সেলের সভা
তৃণমূল লিগ্যাল সেলের মেদিনীপুর জেলা আদালত ইউনিটের প্রথম সভা হল মঙ্গলবার। এদিন জেমসন হলে এই সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সেলের জেলা যুগ্ম আহ্বায়ক প্রশান্ত রায়, গৌতম মল্লিক। আগে গড়বেতা, ঘাটাল, ঝাড়গ্রামেও সভা হয়েছে। শীঘ্রই দাঁতনে সভা হবে। সভায় আইনজীবীদের নানা সমস্যা- অসুবিধে- দাবি নিয়ে আলোচনা হয়। মার্চের শেষের দিকে সেলের জেলা কনভেনশন হতে পারে। কনভেনশন থেকেই সেলের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন হবে। আইনজীবী তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুকুমার পড়্যা বলেন, “ভবিষ্যতে আইনি সচেতনতা শিবির-সহ কিছু কর্মসূচিও করব।”

অন্য মাঠে
ইতিহাস নিয়ে পড়াশোনার সঙ্গে ছাত্রজীবনে ক্রিকেটটাও যে বেশ ভাল খেলতেন, তা বোঝা গেল মঙ্গলবার। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একাদশ বনাম নিবন্ধক একাদশের প্রীতি ক্রিকেট ম্যাচে উপাচার্য রঞ্জন চক্রবর্তী ২৫ রানে অপরাজিত থাকলেন। তাঁর দল নিবন্ধক একাদশকে ৬ রানে হারিয়েও দেয়। নিবন্ধক একাদশের অরিন্দম চৌধুরী ৪৯ রান করে ম্যাচের সেরা হয়েছেন। উপাচার্য বলেন, “শিক্ষক, ছাত্র, আধিকারিক ও শিক্ষাকর্মীদের আরও কাছাকাছি আনতেই এই আয়োজন।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.