|
|
|
|
প্রযুক্তির রথেই মোদী পৌঁছচ্ছেন প্রত্যন্ত গ্রামে |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
২৫ ফেব্রুয়ারি |
দেশের প্রত্যন্ত প্রান্তে পৌঁছে যেতে এ বারে রথে চড়ছেন নরেন্দ্র মোদী। প্রযুক্তির রথে।
ভোটের আগে এ ভাবে পনেরো দিনে উত্তরপ্রদেশের আট হাজার গ্রামে পৌঁছে যেতে চাইছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী।
এই ভোটে গোবলয়ে বাড়তি নজর মোদীর। আগামী সপ্তাহে মোদীর প্রথম ধাপের আটটি বড় জনসভার মধ্যে শেষটি হচ্ছে লখনউতে। তার পরই রাজ্যের গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়বে মোদী-রথ। রথের মূল থিম, ‘আসছে মোদী।’ বড় ট্রাকে থ্রি-ডি প্রযুক্তি ব্যবহার করে মোদীকে হাজির করা হবে গ্রামের মানুষের কাছে। গ্রামে-গ্রামে ঘুরে বলা হবে, মোদী এলে বদলে যাবে গ্রামের ছবিটা। গুজরাতে এ ভাবে মোদী-রথ ব্যবহার করে সুফল পেয়েছেন তিনি। এ বারে উত্তরপ্রদেশেও সেটি শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে।
দলের নেতাদের মোদী বলেছেন, কংগ্রেসের বিরুদ্ধে দেশে হাওয়া তৈরি হয়েছে। বিজেপির পক্ষেও একটি অনুকূল আবহ প্রস্তুত। প্রয়োজন শুধু ঘরে-ঘরে পৌঁছে যাওয়া। তাঁর পক্ষে সব জায়গায় পৌঁছনো সম্ভব নয়। সুতরাং দলের কর্মীদেরই দায়িত্ব মোদীকে সকলের কাছে পৌঁছে দেওয়া। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের দায়িত্ব নিয়ে মোদী-ঘনিষ্ঠ অমিত শাহ রাজ্যের ৬০টির বেশি জেলায় দলের কর্মীদের ঘরে রাত্রিবাস করেছেন।
দলের সভাপতি রাজনাথ সিংহ বলেন, “অতীতে যেমন পুরোদস্তুর রথযাত্রা হত, মোদীর পক্ষে এখন আর সেটা করা সম্ভব নয়। সময়ও নেই। অথচ রথযাত্রার মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছনো যায়। তাই প্রযুক্তির সাহায্যে অবিকল রথ তৈরি করে প্রচারে অভিনবত্ব আনার কথা ভাবা হয়েছে।” রাজনাথ জানান, উত্তরপ্রদেশ ছাড়া অন্য রাজ্যেও এই প্রচার-রথ ছোটানো হবে।
উত্তরপ্রদেশ থেকে এই প্রচার শুরু করা হচ্ছে। কারণ এই রাজ্যেই নিজেদের আসন অন্তত চার গুণ করার লক্ষ্য নিয়েছেন মোদী। উত্তরপ্রদেশেরই কোনও আসন থেকে মোদী যাতে লড়েন, তার জন্য দলীয় কর্মীদের চাপ রয়েছে। তাঁরা মনে করছেন, মোদী উত্তরপ্রদেশ থেকে লড়লে রাজ্যের অন্য প্রান্তেও তার প্রভাব পড়বে। অতীতে অটলবিহারী বাজপেয়ী লখনউ থেকে নির্বাচন লড়ায় যেমন উত্তরপ্রদেশ জুড়েই বিজেপি-হাওয়া তৈরি হত। রাজ্য বিজেপির দাবি, কমপক্ষে দশটি বাড়তি আসন মিলতে পারে মোদী উত্তরপ্রদেশ থেকে নির্বাচন লড়লে। সঙ্ঘের সঙ্গে একপ্রস্ত আলোচনা হলেও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। অমিত শাহ জানিয়েছেন, মোদী গুজরাত থেকেই লড়তে পারেন। তবে উত্তরপ্রদেশেও একটি নিরাপদ আসনের খোঁজ চলছে মোদীর জন্য।
মোদীর সেনাপতিরা নিরন্তর দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর ভাবমূর্তি নির্মাণের চেষ্টা করে যাচ্ছেন। আজ দিল্লিতে সংখ্যালঘুদের সভা আয়োজন করেন বিজেপি নেতারা। সেখানে মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য সংখ্যালঘুদের মন জয় করারও চেষ্টা করেন রাজনাথ সিংহ, অরুণ জেটলিরা। গুজরাত দাঙ্গা নিয়ে মোদীর ক্ষমা চাওয়া উচিত বলে বারেবারেই দাবি জানান বিরোধীরা। এই সভায় রাজনাথ তা না-করলেও কৌশলে বলেন, “কোথাও কোনও ভুল হয়ে থাকলে আমরা মাথা নিচু করে ক্ষমা চেয়ে নেব।” |
|
|
|
|
|