|
|
|
|
সংবাদমাধ্যমকে কিছু বলিনি: শিন্দে |
সংবাদ সংস্থা • শোলাপুর
২৫ ফেব্রুয়ারি |
ফের বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে। অভিযোগ, বৈদ্যুতিন সংবাদমাধ্যমের একাংশকে তুলোধোনা করেছেন তিনি। যা ধরা রয়েছে ভিডিও রেকর্ডিংয়েও। কিন্তু সে ঘটনার এক দিন পরেই নিজের মন্তব্য থেকে ১৮০ ডিগ্রি সরে গিয়ে শিন্দে বললেন, “আমি সোশ্যাল মিডিয়াকে নিয়ে কথাগুলো বলেছিলাম।”
বিতর্কের সূত্রপাত রবিবার সন্ধেয়। অভিযোগ, মহারাষ্ট্রের শোলাপুরে যুব কংগ্রেসের একটি অনুষ্ঠানে বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে আক্রমণ করে শিন্দে বলেন, “বৈদ্যুতিন সংবাদমাধ্যমে কি চলছে, তার বেশিরভাগটাই আমি জানি। গত চার মাস ধরে সংবাদমাধ্যম আমাদের(কংগ্রেস) তাতানোর চেষ্টা করছে। বৈদ্যুতিন সংবাদমাধ্যমের যাঁরা এই মিথ্যা প্রচার করছেন, তাঁরা যদি এখনই না থামেন, শেষ করে দেব।” একই সঙ্গে তিনি এ-ও বলেন, “গোয়েন্দা দফতর আমারই অধীনে। আমি জানি এ সব কে করছেন।”
নাম না করলেও একাংশের অনুমান, বিজেপি এবং তাঁর প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর দিকেই ইঙ্গিত করেছিলেন শিন্দে। আসলে, লোকসভা নির্বাচনের আগে বৈদ্যুতিন চ্যানেলগুলিতে যে সব জনমত সমীক্ষা হয়েছে, তার প্রায় প্রত্যেকটিতেই বিজেপির জয়ের ও কংগ্রেসের ধরাশায়ী হয়ে পড়ার ছবি উঠে এসেছে। তার প্রেক্ষিতে রবিবার শিন্দে দাবি করেছিলেন, গত চার মাস যাবৎ তাঁর ও তাঁর দল সম্পর্কে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিকৃত’ খবর প্রচার করছে বৈদ্যুতিন সংবাদমাধ্যম। তার পরেই বৈদ্যুতিন সংবাদমাধ্যমের একাংশকে তুলোধোনা করেন বলে অভিযোগ। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার রাতেই জানিয়েছেন, বৈদ্যুতিন সংবাদমাধ্যম নয়, সোশ্যাল মিডিয়ার সৌজন্যে যে ভাবে হিংসা ছড়িয়ে পড়ছে, তার বিরুদ্ধেই ওই কথাগুলি বলেছিলেন তিনি। তাঁর স্পষ্ট দাবি, “সাংবাদিকতার বিরোধিতা করে মন্তব্য করিনি।” বিজেপির রবিশঙ্কর প্রসাদ অবশ্য বলেন, “এত গুরুত্বপূর্ণ পদে কাজ করে এ রকম কথা কি ভাবে বললেন আপনি? দুর্নীতি, সরকার পরিচালনায় গাফিলতির জেরেই আপনারা জনপ্রিয়তা হারাচ্ছেন। সংবাদমাধ্যমকে এ জন্য দায়ী করে লাভ নেই।” এ দিন অবশ্য বিভিন্ন চ্যানেলে তাঁর বিতর্কিত মন্তব্যের ভিডিও ফুটেজ-সহ সোমবারের ব্যাখ্যাও প্রচার করা হয়। |
|
|
|
|
|