চিৎপুরে ট্রাকের ভিতর ভবঘুরে মহিলাকে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও চার যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে চিৎপুর ও কাশীপুর এলাকা থেকে তাদের ধরা হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম হরি পাসোয়ান, কাজী মহম্মদ আলি ওরফে রকি, শেখ সরফরাজ আলি ওরফে ভোম্বল এবং শাহরুখ খান। তাদের বয়স ২০-২৫ বছরের মধ্যে। তারা কেউ ট্রাকচালক, কেউ বা খালাসি। এর আগে সোমবার সকালে ট্রাকচালক রামমুরাত গুপ্তকে গ্রেফতার করেছিল পুলিশ।
সোমবার চিৎপুর থানা এলাকার খগেন চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা রাজেশ যোশী পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, তাঁর বাড়ির নীচে চিনিকল গুদামের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ভিতর এক মহিলাকে গণধর্ষণ করা হয়। পুলিশের কাছে একই অভিযোগ করেন, গুদামের নিরাপত্তারক্ষী সতীশ তিওয়ারিও। রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে ওই মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। রাজেশ ও সতীশের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রথমে রামমুরাত, পরে বাকি চার জনকে গ্রেফতার করে চিৎপুর থানার পুলিশ।
মঙ্গলবার ধৃতদের শিয়ালদহ আদালতে হাজির করানো হলে বিচারক তাদের ৫ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজত দেন। আদালতে সরকারি আইনজীবী জানান, এ দিন আর জি করে নির্যাতিতা মহিলার শারীরিক পরীক্ষা করানো হয়। যদিও পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও পুলিশের হাতে আসেনি। একই সঙ্গে সরকারি আইনজীবী বিচারককে জানান, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। তাই বিচারকের কাছে তাঁর গোপন জবানবন্দি দেওয়ার ব্যাপারে এক সহায়ক দরকার। বিচারক নির্দেশ দেন, মহিলা শারীরিক ভাবে সুস্থ হয়ে উঠলে সহায়কের মাধ্যমে তাঁর গোপন জবানবন্দি নিতে হবে। |