টুকরো খবর
বিমান ভাড়ায় ছাড় এয়ার এশিয়ার
ভারতের আকাশে তাদের অভ্যন্তরীণ উড়ানের ডানা মেলা নিয়ে জলঘোলা চলছে। এর মধ্যেই ভাড়ায় বিশেষ ছাড়ের কথা ঘোষণা করল এয়ার এশিয়া। কলকাতা থেকে কুয়ালা লামপুরের ভাড়া ৭ হাজার টাকায় নামিয়ে এনেছে মালয়েশিয়ার এই সংস্থা। সংস্থা জানিয়েছে, ২ মার্চের মধ্যে কিনলেই মিলবে সস্তার এই টিকিট। যাতে এ বছরের অক্টোবর থেকে সামনের বছর এপ্রিল পর্যন্ত যাওয়া যাবে মালয়েশিয়া-সহ নানা দেশে। শুধু মালয়েশিয়া যাওয়ার খরচ ৭ হাজার টাকা। কলকাতা ছাড়াও চেন্নাই, বেঙ্গালুরু, কোচি, যেখান থেকে তাদের আন্তর্জাতিক উড়ান আছে, সেখানে এই সুযোগ মিলবে। মোট পাঁচ লক্ষ এমন সস্তার টিকিট বাজারে ছেড়েছে তারা। টাটা-র সঙ্গে জোট বেঁধে ভারতে উড়ান চালুর কথা এয়ার এশিয়ার। সেই মর্মে বিমান মন্ত্রকের অনুমতিও চেয়েছে তারা। কিন্তু মন্ত্রককে পাল্টা চিঠি দিয়ে জোট নিয়ে আপত্তি জানিয়েছে ইন্ডিগো, জেট, স্পাইসজেটের মতো সংস্থা।

রাজ্য জুড়ে থ্রিজি পরিষেবা বাড়াচ্ছে ভোডাফোন
রাজ্যে থ্রিজি পরিষেবা সম্প্রসারণ করছে ভোডাফোন। সংস্থার দাবি, কলকাতা-সহ পশ্চিমবঙ্গ সার্কেলে তারা থ্রিজি-র ৪০৬টি নতুন টাওয়ার বসানোর ফলে আরও বেশি এলাকায় পাওয়া যাবে পরিষেবাটি। মোবাইল ফোনে কথা বলা বা এসএমএস পরিষেবা থেকে আয় বৃদ্ধির সুযোগ কমছে। ফলে ফোনে ইন্টারনেট পরিষেবার দিকেই এখন বেশি নজর সংস্থাগুলির। ভোডাফোনের কলকাতা ও পশ্চিমবঙ্গ সার্কেলের শীর্ষ কর্তা আনন্দ সহায়-ও মঙ্গলবার জানান, ইন্টারনেট পরিষেবাই এখন ব্যবসা বাড়ানোর জায়গা। তাই কলকাতায় থ্রিজি পরিষেবার উপযোগী ৩২৪টি ও পশ্চিমবঙ্গ সার্কেলে ৮২টি নতুন টাওয়ার বসিয়েছেন তাঁরা।

সস্তায় ট্যাবলেট
শীঘ্রই বাজারে আসবে কম দামি ও উন্নত আকাশ ট্যাবলেট। যাতে মিলবে থ্রিজি ও ফোরজি পরিষেবা। পড়ুয়াদের সস্তায় ট্যাবলেট দিতেই অ্যান্ড্রয়েড প্রযুক্তির আকাশ তৈরির পরিকল্পনা নেয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। মঙ্গলবার অ্যাসোচ্যামের সভায় কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী কপিল সিব্বল জানান, ৩৫০০ টাকায় নতুন ওই ট্যাবলেট তৈরির জন্য জানুয়ারিতে দরপত্র খোলা হয়েছে। ইন্টেল-সহ ৪ বহুজাতিক সংস্থা প্রকল্পে যুক্ত।

ই-ডায়াল টোন ফেসবুক
জনপ্রিয় মোবাইল অ্যাপ্লিকেশন হোয়াটস্অ্যাপ কেনার জন্য ১৯০০ কোটি ডলার খরচ করতেও দ্বিধা করেননি তিনি। ভ্যালেন্টাইন্স ডে’তে সব সইসাবুদ হয়ে যাওয়ার পর সোমবারই প্রথম সকলের সামনে এলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ। ই-দুনিয়ায় হালহকিকত এখনও যাঁরা জানেন না, ইন্টারনেটকে তাঁদের নাগালের মধ্যে আনাই তাঁর লক্ষ্য এ কথা বরাবরই বলে এসেছেন জুকেরবার্গ। হোয়াটস্অ্যাপ তাঁদের সেই কাজটাই এখন সহজ করবে, আশাবাদী ফেসবুকের এই ২৯ বছর বয়সি সিইও। তাঁর কথায়, “আমেরিকায় যেমন ৯১১-য় ফোন করলেই সাহায্য মেলে, তেমনি এক দিন ইন্টারনেটের ডায়াল টোন হবে ফেসবুক।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.