প্রধানের বিরুদ্ধে নালিশ
নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
অর্থ ও স্থায়ী সমিতির বৈঠক চলাকালীন উপপ্রধানের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকানোর অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই মর্মে সোমবার সন্ধ্যায় মাড়গ্রাম থানা ও বিডিও-র কাছে লিখিত অভিযোগও হয়েছে। কংগ্রেস ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া দুনিগ্রাম পঞ্চায়েতের প্রধান হুমায়ুন কবীর অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। সম্প্রতি প্রধান হুমায়ুন কবীর, উপপ্রধান অসিত মাল-সহ ৫ জন তৃণমূলে যোগ দেন। পরে অসিত মাল এবং আর এক কংগ্রেস সদস্য সান্ত্বনা লেট ফের পুরনো দলে ফিরে আসেন। প্রধান জোর করে তৃণমূলে যোগ দেওয়া করেছিলেন তাঁদের অভিযোগ। অসিতবাবুর অভিযোগ, “কেন কংগ্রেসে ফিরে এলাম, তা জানতে চেয়ে সোমবার আমার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে কেন মিথ্যা অভিযোগ করছেন, তা জানতে উপপ্রধানের কাছে গিয়েছিলাম। তখন ওঁরাই লোকজন নিয়ে এসে মারতে আসেন। ভয়ে আমি একটি ঘরে ঢুকে যাই। পুলিশ এসে উদ্ধার করে।” রামপুরহাট ২-এর বিডিও (ভারপ্রাপ্ত) অনির্বাণ সাহু বলেন, “ওই দিন ঠিক কী হয়েছিল, আমি প্রধানের কাছে বিস্তারিত ভাবে জানতে চাইব।”
|
নিখোঁজের দেহ মিলল নদীতে
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে তাঁর মৃতদেহ মিলল নদী থেকে। দুবরাজপুর থানা এলাকার পলাশডাঙা গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম নন্দ বাউড়ি (৪৫)। বাড়ি ওই গ্রামেই। গত তিন দিন ধরে তাঁরা কোনও খোঁজ মিলছিল না। এ দিন সকালে স্থানীয় বাসিন্দারা অজয় নদের জলে নন্দবাবুর দেহটি ভাসতে দেখেন। পরে পুলিশ এসে তা উদ্ধার করে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। |