প্রশিক্ষণের পরে শিক্ষিকা হিসেবে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠল দুর্গাপুরে। এমএএমসি মিনি মার্কেট এলাকায় অভিযুক্তের কার্যালয়ে গিয়ে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন বেশ কিছু মহিলা। পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ার বিভিন্ন জায়গায় কিন্ডার গার্টেন, প্রি-নার্সারি ও নার্সারি স্কুল খোলার বিজ্ঞাপন দেয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল, আগ্রহী শিক্ষিকারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। বিজ্ঞাপনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে আগ্রহী মহিলারা জানতে পারেন, উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে তাঁদের শিক্ষিকা হিসেবে নিয়োগের ব্যবস্থা করে দেবে সংস্থাটি। সেই মতো তাঁরা সংস্থার সভাপতি বাবলু পালের সঙ্গে যোগাযোগ করেন। ইতি পাইন, সরোজ সিংহ, রীনা দাঁ, পদ্মা সূত্রধরেরা অভিযোগ করেন, বাবলুবাবু তাঁদের সাড়ে পাঁচ হাজার টাকা করে জমা দিতে বলেন। বিনিময়ে তিনি প্রশিক্ষণ শেষে তাঁদের সংস্থার বিভিন্ন স্কুলে শিক্ষিকা হিসেবে নিয়োগের প্রতিশ্রুতি দেন। |
পুলিশ জানায়, ওই সংস্থা ইতিমধ্যে দুর্গাপুরের করঙ্গপাড়া, বিজড়া মহুয়া বাগান, কমলপুর ইত্যাদি এলাকায় স্কুল খুলেছে। কাঁকসার গোপালপুরেও মার্চে আর একটি নতুন স্কুল খোলার কথা। অভিযোগ, সেই সমস্ত স্কুলে যাঁরা শিক্ষিকা হিসেবে রয়েছেন, তাঁদেরও বেতন দেওয়া হচ্ছে না। যাঁদের নিয়োগ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাঁদের দাবি নিয়েও কর্ণপাত করছেন না বাবলুবাবু। মঙ্গলবার এমএএমসি মিনি মার্কেটে ওই সংস্থার কার্যালয়ে বাবলুবাবু পৌঁছতেই বেশ কয়েক জন মহিলা বিক্ষোভ দেখাতে শুরু করেন। যাঁরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন, তাঁরা মাইনে দাবি করেন। যাঁরা এখনও কাজ পাননি, তাঁরা নিয়োগের দাবি জানাতে থাকেন। পুলিশ গেলে তাঁরা লিখিত অভিযোগ জানাতে চান। পুলিশ বাবলুবাবুকে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, বাবলুবাবু বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলে শেষ পর্যন্ত মহিলাদের তরফে পুলিশে আর কোনও লিখিত অভিযোগ জানানো হয়নি। তবে দ্রুত তিনি প্রয়োজনীয় পদক্ষেপ না করা হলে তাঁরা লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। সে ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশও। গোটা ঘটনা নিয়ে বাবলুবাবু কোনও মন্তব্য করতে চাননি। |