দার্জিলিঙের ভানু ভবনে গত শনিবার নেপালি সিনেমা ‘বিতাঁয়ে পল’-এর বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা হয়। এতে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি তথা জিটিএ-এর চিফ বিমল গুরুঙ্গের ছেলে অবিনাশ অভিনয় করেছেন। সিনেমার প্রদর্শনীতে গুরুঙ্গও উপস্থিত ছিলেন। সিনেমার প্রযোজক সংস্থার তরফে জানানো হয়েছে, গত জানুয়ারি মাসে নেপাল সহ বিভিন্ন দেশে ওই সিনেমাটি মুক্তি পায়। সেন্সর বোর্ডের ছাড়পত্র সংগ্রহ করে দ্রুত দার্জিলিঙেও ওই সিনেমা মুক্তি পাবে বলে জানানো হয়েছে। দু’সপ্তাহের মধ্যে সিনেমাটি দার্জিলিঙে মুক্তি পেতে পারে। প্রায় ২ কোটি টাকা বিনিয়োগ করে প্রেমের একটি গল্পের ভিত্তিতে সিনেমাটি তৈরি হয়েছে বলে জানানো হয়েছে।
নেপাল ছাড়াও লন্ডন, ইউরোপ, অস্ট্রেলিয়ায় ‘বিতাঁয়ে পল’ মুক্তি পায়। ইতিমধ্যেই সিনেমাটি বিনিয়োগের টাকা তুলে নিতে পেরেছে বলে প্রযোজক সংস্থার তরফে দাবি করা হয়েছে। এটাই অবিনাশের প্রথম ছবি। অবিনাশ ছাড়া দার্জিলিঙের বেশ কিছু অভিনেতা আছেন। প্রযোজক রাজেশ ঘাতানি বলেন, “সিনেমার বেশির ভাগটাই দার্জিলিঙে শু্যটিং। দার্জিলিঙের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে সিনেমায়। বিদেশেও সিনেমাটি খুবই প্রশংসিত হয়েছে।” প্রথম ছবি সাফল্য পাওয়ায় অবিনাশ আরও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করার প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, “প্রথম ছবি সফল হওয়ায় বেশ উত্তেজিত মনে হচ্ছে। অভিনয়ে আরও নজর দিতে চাই। ছোটবেলায় স্কুলে নাটক করেছি।” পঁচিশ বছরের অবিনাশের কথায়, “ছোট বেলা থেকেই জনপ্রিয়ই ছিলাম। এখন সবার প্রশংসা পাচ্ছি।” ছেলের অভিনীত সিনেমা দেখে কী বললেন, জিটিএ চিফ? তাঁর কথায়, “ছেলেকে সিনেমায় অভিনয় করতে দেখা সত্যি ভাল অনুভূতি। প্রথম সিনেমায় অবিনাশ হয়ত কিছু ভুল করেছে। পরের নিশ্চই শুধরে নেবে।” |