টুকরো খবর
কান্দিতে বোমাবাজি
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব গড়াল বোমাবাজিতে। রবিবার বিকালে বড়ঞা থানার বেলগ্রামের রাস্তায় ওই ঘটনার জেরে পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে। তাজা বোমা উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে কংগ্রেস ত্যাগ করে গোলাম কাওসার নামে এক ব্যাক্তি তৃণমূলে যোগ দেন। বড়ঞা ব্লক তৃণমূলের সহ-সভাপতি হুমায়ূন কবীর বলেন, “কাওসারের নেতৃত্বে ওই গ্রামে সংগঠন মজবুত হচ্ছিল। সেটা জেলার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক জালালউদ্দিনের পচ্ছন্দ নয়। তাই বোমাবাজি করেছে ওরা।” অভিযোগ অস্বীকার করে জালালউদ্দিন বলেন, “এখানে তৃণমূলের মধ্যে কোনও বোমাবাজি হয়নি। কংগ্রেস ও সিপিএমের মধ্যে হয়েছে।” কংগ্রেস, সিপিএম অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই বলেই মনে হচ্ছে। দু’টি দুষ্কৃতীদলের মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে বোমাবাজি হয়েছে। ঘটনাস্থল থেকে ২২টি বোমা উদ্ধার করা হয়েছে। ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।”

সাগরদিঘিতে তৃণমূলের দ্বন্দ্ব
লোকসভা নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেসে গোষ্ঠীকোন্দল চরম আকার নিল সাগরদিঘিতে। রবিবার সাগরদিঘির মনিগ্রামে এক সম্মেলনে মন্ত্রী সুব্রত সাহার বিরুদ্ধে প্রকাশ্যেই তোপ দাগলেন দলেরই ব্লক সভাপতি-সহ একাধিক নেতা। সাগরদিঘির বোখরায় উপস্থিত থেকে মন্ত্রী সুব্রতবাবুও পাল্টা সম্মেলন করলেন রবিবার, একই সময়ে। সাগরদিঘির বিধায়ক সুব্রতবাবু অবশ্য বলেন “আমার দরজা সবার জন্যই খোলা। দলের নেতারা আমার বিরুদ্ধে কোনও অভিযোগ করে থাকলে আমার জানা নেই। নেতারা দল চালাচ্ছেন, সভা করছেন। আমিও সভা করছি। এতে গোষ্ঠীদ্বন্দ্বের কি আছে?’’

ধৃত ভুয়ো পরীক্ষার্থী
অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে পরিমল সিংহ নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বাড়ি মালদহের বামনগোলায়। পরিমল তেহট্টের বাসিন্দা গোবিন্দ প্রামাণিকের হয়ে স্টাফ সিলেকসন কমিশনের পরীক্ষায় বসেছিলেন। রবিবার কৃষ্ণনগরের বিপ্রদাস পাল পলিটেকনিক কলেজে পরীক্ষা চলাকালীন পরিমল সিংহের চেহারার সঙ্গে অ্যাডমিট কার্ডের ছবির মিল না পেয়ে সন্দেহ হয় পরিদর্শকের। তারপরেই পুলিশ পরিমলকে ধরে।

গাঁজা-সহ ধৃত
সাড়ে ৩৫ কিলোগ্রাম গাঁজা-সহ দুই মহিলাকে গ্রেফতার করল সামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃত দুই মহিলার নাম ভবানী ঘোষ ও শেফালি বর্মণ। বাড়ি মালদহের সানি পার্কে। শনিবার রাতে ঝাড়খণ্ডের পাকুড় যাওয়ার জন্য ধুলিয়ান ডাকবাংলো মোড়ে অপেক্ষা করার সময় পুলিশ তাঁদের ধরে।

পুড়ে মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। শনিবার রাতে সালার থানার আওচা গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতার নাম শিবানী সাহা (২৬)। পুলিশ জানিয়েছে, ওই মহিলা বছর দু’য়েক ধরে অসুস্থ ছিলেন। সম্ভবত মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.