আজ শুরু মাধ্যমিক
পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর
• পরীক্ষাগ্রহণ কেন্দ্র- ৯৪টি পরীক্ষার্থী- ৫৮,২৪৯ (ছাত্র ২৭,৮৭১, ছাত্রী ৩০,৩৭৮)
সব পরীক্ষাকেন্দ্রে পুলিশি নজরদারি, পর্যাপ্ত মহিলা পুলিশকর্মী। পরীক্ষাকেন্দ্র সংলগ্ন রাস্তায় যান নিয়ন্ত্রণের ব্যবস্থা।

• প্রতিটি পরীক্ষাকেন্দ্রে তিন-চারজনের মেডিক্যাল দল থাকবে। পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র আনা এবং উত্তরপত্র নিয়ে যাওয়ার সময় পুলিশি নিরাপত্তা থাকবে। বাংলা, ইংরেজি ও অঙ্ক পরীক্ষার দিন প্রতিটি কেন্দ্রের বাইরে থাকবে ভিডিও ক্যামেরায় নজরদারি।
সমরেন্দ্রনাথ সাঁতরা
সহকারী বিদ্যালয় পরিদর্শক,
পূর্ব মেদিনীপুর
পরীক্ষাগ্রহণ কেন্দ্র- ১৪৮টি পরীক্ষার্থী- ৬৯,৩৩১ (ছাত্র ৩৪১৫৬, ছাত্রী ৩৫,১৭৫) পরীক্ষা দেবেন মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ২২ জন বন্দিও। প্রতিটি পরীক্ষাগ্রহণ কেন্দ্রে পুলিশ মোতায়েন থাকবে। আশপাশেও থাকবে নজরদারি।

• পরীক্ষার্থীরা যাতে কোনও সমস্যায় না পড়ে, তার জন্য প্রস্তুতি সেরে রেখেছি। কিছু পরীক্ষাগ্রহণ কেন্দ্র ‘স্পর্শকাতর’। সেখানে বিশেষ নজরদারি থাকছে। গত বছর যে সব কেন্দ্রে সামান্য উত্তেজনা ছিল, সেই সব কেন্দ্রেও বিশেষ নজরদারি থাকবে। আশা করি, সুষ্ঠু ভাবেই পরীক্ষা-পর্ব সম্পন্ন হবে।
নির্মলেন্দু দে
আহ্বায়ক,
মধ্যশিক্ষা পর্ষদের পশ্চিম মেদিনীপুর জেলা নজরদারি দল

মাধ্যমিকের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষক-শিক্ষাকর্মীরা। এগরার স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ে। ছবি: কৌশিক মিশ্র।


মাধ্যমিকের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা। মেদিনীপুর কলেজিয়েট গার্লসে। ছবি: সৌমেশ্বর মণ্ডল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.