বাংলা দলের অনুশীলন রানীডাঙ্গায় এসএসবির মাঠে।—নিজস্ব চিত্র। |
তিন বলেন, “মাঠ নিয়ে কোনও অভিযোগ আমার কাছে আসেনি। তবে এই মাঠে ইস্টবেঙ্গল, মোহনবাগানের মত দেশের প্রথম সারির ক্লাব দল অনুশীলন করে গিয়েছে। সুতরাং সমস্যা হওয়ার কথা নয়।” মাঠের বিষয়ে কোনও কোনও দলের কোনও সমস্যা রয়েছে বলে জানেন না বলে জানিয়েছেন ম্যাচ কমিশনার ওয়াল্টার পেরিরাও। তিনি বলেন, “প্রতিটি দলের ম্যানেজারের সঙ্গে রবিবার সন্ধ্যায় আমার বৈঠক হয়েছে। কেউ অভিযোগ করেননি।”
আজ সোমবার সকালে শিলিগুড়ি পৌঁছে যাওয়ার কথা দলের টিডি বিশ্বজিত ভট্টাচাযের্র। যদিও তাঁর অনুপস্থিতিতেও পুরোদস্তুর অনুশীলন সারল বাংলা। বাংলার প্রথম খেলা ২৭ তারিখ হলেও, কঠিন গ্রুপে পড়ায় পরিশ্রমে কোনও ঘাটতি রাখতে নারাজ তাঁরা। এদিন সন্ধ্যায় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের খেলোয়াড় সাজঘরে বৈঠক হয় সমস্ত দলের ম্যানেজার, ম্যাচ কমিশনার এবং রেফারিদের নিয়ে। টুর্নামেন্ট সুষ্ঠুভাবে চালানোর ব্যপারে কথা হয়েছে বলে ক্রীড়া পরিষদ সূত্রের খবর।
এই দিন একই মাঠে অনুশীলন সারেন উত্তরাখণ্ড দলও। কদমতলার বিএসএফ মাঠে এ দিন অনুশীলন করে মহারাষ্ট্র এবং মিজোরামও। আজ প্রথম খেলায় মহারাষ্ট্রের মুখোমুখি হবে উত্তরাখণ্ড। খেলা শুরু হবে দুপুর আড়াইটে। মূল উদ্বোধনী অনুষ্ঠান হবে সন্ধ্যা ৬টায়। সেখানে উপস্থিত থাকার কথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবেরও। রাতের ম্যাচটিতে মুখোমুখি হবে মিজোরাম ও কেরল। খেলা শুরু হবে সন্ধে সাড়ে ৬টায়। |