স্কুলের পাশের পুকুরে মিলল প্রচুর চাল। তা দেখে গ্রামবাসীদের একাংশ অভিযোগ তুললেন, স্কুল কর্তৃপক্ষ মিড-ডে-মিলের চাল পুকুরে ফেলে দিয়েছেন। রবিবার এই ঘটনার জেরে বিক্ষোভ শুরু হুগলির বলাগড়ের ডুমুরদহে। প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, এ দিন ডুমুরদহের ধ্রুবানন্দ উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুর থেকে পচা গন্ধ পান গ্রামবাসীরা। পরে দেখা যায় বেশ কয়েক বস্তা চাল পচেই ওই অবস্থা। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, ওই স্কুলে মিড-ডে-মিলে নিম্নমানের চাল দেওয়া হয়। তারাই চালের বস্তা পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ ওঠে। বিডিও রঞ্জিৎ সেনগুপ্ত ঘটনাস্থলে এসে স্কুলের খাতাপত্র পরীক্ষা করে দেখেন। প্রধান শিক্ষক সন্দীপন চট্টোপাধ্যায়কে ডেকে আনা হয়। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন বিডিও। তিনি বলেন, “চালের সব হিসেব মেলেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।” স্কুল পরিচালন সমিতির সদস্য পরিতোষ ঘোষ বলেন, “চাল নিয়ে প্রধান শিক্ষক কোনও আলোচনা করেন না আমাদের সঙ্গে। কত চাল এসেছে, কত খরচ হয়েছে উনিই তা বলতে পারবেন।” প্রধান শিক্ষক সন্দীপন চট্টোপাধ্যায় অবশ্য অভিযোগ মানেননি। তিনি বলেন, “পরিকল্পিত ভাবে ওই সমস্ত অভিযোগ করা হচ্ছে। স্কুলে চালের বস্তা ঠিকঠাকই রয়েছে। ডিআইকে সব জানিয়েছি।”
|
বদনগঞ্জ সোস্যাল অ্যাকশন ক্লাবের উদ্যোগে বদনগঞ্জ স্কুল মাঠে ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল হয়ে গেল। জয়পুর জুনিয়র ইলেভেনকে হারিয়ে টুর্নামেন্টে জয়ী হয়েছে পাণ্ডুগ্রাম মুনস্টার। এই উপলক্ষে উপস্থিত ছিলেন গোঘাট ২ বিডিও শিবপ্রসাদ দাশগুপ্ত, গোঘাট ২ পঞ্চায়েত সমিতির সভাপতি তপন মণ্ডল, বদনগঞ্জ বিটহাউসের এএসআই গোকুলচন্দ্র পণ্ডিত প্রমুখ।
|
শনিবার রাতে গোঘাটের ছোটডোঙ্গল গ্রামে প্রাচীন রক্ষাকালী মন্দিরে গ্রিলের তালা ভেঙে মূর্তির গয়না চুরি গেল। রবিবার তদন্তে নামে পুলিশ। এই মন্দিরে এমন ঘটনা প্রথম ঘটল, জানিয়েছেন গ্রামবাসীরা। |