টুকরো খবর
স্বাবলম্বী স্ত্রীকে খোরপোষ নয়

২৩ ফেব্রুয়ারি
আর্থিক ভাবে স্বাবলম্বী স্ত্রী বিচ্ছেদের পরে খোরপোষ চাইতে পারেন না বলে রায় দিল বম্বে হাইকোর্ট। বিচ্ছেদের পরে মাসিক ১৫ হাজার টাকা চেয়ে ৬৫ বছর বয়সি এক স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন তাঁর ৬১ বছরের স্ত্রী। স্বামী আদালতে জানান, তিনি ইতিমধ্যেই স্ত্রীকে আন্ধেরীতে একটি ফ্ল্যাট দিয়েছেন। ৫২ লক্ষ টাকাও দিয়েছেন। হাইকোর্ট জানিয়েছে, এ ক্ষেত্রে স্ত্রী প্রতি মাসে সুদ বাবদই ৩৭ হাজার টাকা পাচ্ছেন। ব্যাঙ্কেও তাঁর যথেষ্ট টাকা রয়েছে। আবার ছেলেও তাঁকে আর্থিক সাহায্য করেন। ওই মহিলার উপরে কেউ আর্থিক ভাবে নির্ভরশীল নয়। নিজের ভরণপোষণের জন্য যথেষ্ট অর্থ তাঁর আছে। বেঞ্চের মতে, খোরপোষ চাওয়ার সময়ে স্ত্রীকে প্রমাণ করতে হবে, তাঁর কোনও স্থায়ী আয়ের উৎস নেই। ফলে, তিনি আর্থিক দুর্দশার মধ্যে পড়েছেন। কোর্টের বক্তব্য, “যে স্ত্রী-র কোনও স্থায়ী আয়ের উৎস নেই তিনি খোরপোষ চাইতে পারেন। তবে স্বামীরও খোরপোষ দেওয়ার উপযুক্ত আয় থাকতে হবে। স্ত্রীকে প্রমাণ করতে হবে, উপযুক্ত আয় থাকা সত্ত্বেও স্বামী তাঁর ভরণপোষণের ব্যবস্থা করেননি।

সনিয়াকে ধন্যবাদ রাওয়ের

২৩ ফেব্রুয়ারি
দেখা করার কথা ছিল গত কাল। যাননি। আজ সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করলেন তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)-র প্রধান কে চন্দ্রশেখর রাও। পরে বললেন, “তেলঙ্গানা গঠনের জন্য সনিয়াজিকে ধন্যবাদ দিতে এসেছিলাম। রাজনীতি নিয়ে কথা হয়নি। সনিয়াজি দিগ্বিজয় সিংহের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছেন।” কংগ্রেসের দাবি, তেলঙ্গানা বিল পাশের পরে রাওয়ের টিআরএস কংগ্রেসের সঙ্গে মিশে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাও। নিজে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী হতে ও ছেলের রাজনৈতিক ভবিষ্যৎ সুনিশ্চিত করতে দর কষাকষি করছেন এখন।

বেনামে পাসপোর্ট, ধৃত বাংলাদেশি
বেনামে ভারতীয় পাসপোর্ট করাতে গিয়ে ধরা পড়ল বাংলাদেশি এক যুবক। গ্রেফতার করা হয়েছে শিলচরের এক বাসিন্দাকেও। কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব বরা জানিয়েছেন, দুলাল মিয়া লস্কর নাম দিয়ে পাসপোর্টের আবেদন করেছিল বাংলাদেশের আসলাম খান। পুলিশকর্তার সামনে হাজির হয়েও প্রয়োজনীয় কাগজপত্র পেশ করে ওই যুবক। প্যান কার্ড, ব্যাঙ্কের পাসবই, স্কুল সার্টিফিকেটের সঙ্গে তার বাবার নামে ১৯৬৬ সালের ভোটার তালিকার কপিও দেখায়। কিন্তু পুলিশের জেরার মুখে ভেঙে পড়ে আসলাম। সে স্বীকার করে, কয়েকদিন আগে বাংলাদেশ থেকে শিলচর এসেছে। পাসপোর্টের আবেদনে লেখা নামটিও তার নয়। তার কাছে ত্রিপুরা পরিবহণ বিভাগের একটি ড্রাইভিং লাইসেন্স মেলে। তাতে নাম ছিল আসলাম খান। বাড়ি বিশালগড়। ধৃত যুবক জানায়, তার নাম আসলামই। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাহাদুরপুরে। পাসপোর্টের জন্য আগেও এক বার ভারতে এসেছিল।

দিল্লিতে ফের ধর্ষণ
ফের ধর্ষণ দিল্লিতে। শনিবার দক্ষিণ দিল্লির মহিপালপুর এলাকায় অসমের এক তরুণীকে ধর্ষণ করে অসম থেকে আসা দুই তরুণ। অভিযুক্তদের নাম রাহুল ও হারুন। পুলিশ জানিয়েছে, তারা তেজপুরের বাসিন্দা। রাহুলের সঙ্গে ওই তরুণীর আগে থেকেই পরিচয় ছিল। গত এক বছর ধরে তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করছিলেন রাহুল। শনিবার মহিপালপুর এলাকার একটি বাড়িতে তাঁকে ধর্ষণ করে দুই তরুণ। বসন্ত কুঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। পরে রাতে দুই অভিযুক্তকেই গ্রেফতার করে পুলিশ।

খুদে-ইস্তাহার
ছোটদের ইস্তাহার। লোকসভা ভোটের আগে নিজেদের দাবিদাওয়া জানাতে নজির গড়ল গুজরাতের কিছু খুদে। গুজরাতের আটটি জেলার ৬৪ জন শিশু সব বড় রাজনৈতিক দলের হাতে তাদের ইস্তাহার তুলে দিল। তাতে ছোটদের বিশেষ করে মেয়েদের স্কুলে পাঠানো বাধ্যতামূলক করা, যে বাবা-মা তাঁর সন্তানকে স্কুলে পাঠাবেন না তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, ৫ কিলোমিটার ব্যবধানে স্কুল তৈরি, উপকূল-পাহাড়-মরু অঞ্চলে বিশেষ নজর দেওয়া, প্রতিটি স্কুলে শৌচাগার, পানীয় জলের বন্দোবস্ত করার মতো দাবিদাওয়ার কথা আছে।

জাদু বিদ্যালয় জাদু-মন্ত্র
সপরিবার সংবর্ধনা পি সি সরকারকে। অসমে। ছবি: উজ্জ্বল দেব।
জাদু ও ভোজবাজির ‘আঁতুড়ঘর’ হিসেবে পরিচিতি মরিগাঁওয়ের মায়ং গ্রামে জাদু বিশ্ববিদ্যালয় গড়তে চান জাদুকর প্রদীপচন্দ্র সরকার (পি সি সরকার, জুনিয়র)। এখন গুয়াহাটিতে মেয়ে মানেকা সরকারের সঙ্গে অনুষ্ঠান করছেন তিনি। প্রদীপবাবু জানান, তাঁর পূর্বপুরুষরা মায়ং গ্রামেই জাদুবিদ্যা শিখেছিলেন। তাঁর স্বপ্ন, সেখানে জাদু প্রশিক্ষণের বিশ্ববিদ্যালয় গড়বেন।

গাড়িতে ধর্ষণ
গাড়ির মধ্যে বছর পঁচিশের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল ব্যবসায়ীর বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে জয়পুর বিমানবন্দরের কাছে। অভিযুক্ত মহেন্দ্র সোনি গয়নার ব্যবসার সঙ্গে যুক্ত। অভিযোগ, পানীয়ে মাদক মিশিয়ে তাঁকে অচেতন করা হয়েছিল। পুলিশের অনুমান, ওই ব্যক্তি তরুণীর পরিচিত। অভিযুক্তকে গ্রেফতার করেছে করা হয়েছে।

গুলিতে হত
মাওবাদীদের গুলিতে মৃত্যু হল এক গাড়ি চালকের। শনিবার গয়ার অমস থানা এলাকায় ঘটনাটি ঘটে। প্রথমে থানায় হামলা চালায় শ’খানেক জঙ্গি। জিটি রোডে দাঁড়িয়ে গুলি চালাতে থাকে তারা। একটি গাড়ির চালকের গুলি লাগে।

৫টি ঘর ছাই
আগুনে ছাই হল পাঁচটি ঘর। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। আহত ৪ জন। শনিবার রাতে ধুবুরি জেলার গৌরীপুর থানা এলাকার কাউনবাড়ি গ্রামে। মৃতার নাম হাজিরা বেওয়া (৭৫)। রাতে তাঁর বাড়ির রান্না ঘরে প্রথমে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে। সেই আগুন ছড়িয়ে পড়ে আরও ৪টি ঘরে।

বিস্ফোরক
মাওবাদী ডেরায় অভিযান চালিয়ে বিপুল বিস্ফোরক উদ্ধার করল পুলিশ। ছত্তীসগঢ়ের রাজনন্দগাঁওয়ের ঘটনা। শনিবার পুলিশ জাক্কে ও কুমুরকাট্টা বনসংলগ্ন গ্রামে অভিযান চালায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.