দুর্নীতি, উন্নয়ন আর মেরুকরণে জমজমাট প্রচার

২৩ ফেব্রুয়ারি
তূণীরে বাছাই করা বাণ। কারও অস্ত্র উন্নয়ন। কারও মেরুকরণ। কেউ বা বিরোধীদের কুপোকাত করতে ছুড়ছেন দুর্নীতির বাণ।
সংসদে অধিবেশন শেষের পর এ বারে লক্ষ্য ভোট। সব দলই তাই ঝাঁপিয়ে পড়ল যুদ্ধক্ষেত্রে। নিজ নিজ অস্ত্র নিয়ে। পঞ্জাবের লুধিয়ানায় নরেন্দ্র মোদী আক্রমণ করলেন রাহুল গাঁধীকে। আবার দেহরাদূনে রাহুলের নিশানায় মোদী। আর এই প্রথম দিল্লির বাইরে পা রেখে হরিয়ানার রোহতকে অরবিন্দ কেজরীবাল একই বাণে বিঁধতে চাইলেন মোদী ও রাহুলকে।
ভোট-পার্বণে এ কোনও নতুন ছবি নয়। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক দলগুলির কর্মসূচি স্পষ্ট হয়ে আসছে। প্রত্যেক দলই চাইছে, তাদের কর্মসূচি মেনেই এগোক লোকসভা ভোটের গতিপথ।
এর আগে মোদীর নাম না করে সনিয়া গাঁধী বলেছেন, বিজেপি ‘বিষের চাষ’ করে। ক’দিন আগে মোদী সম্পর্কে নরম সুর নিলেও এখন অবস্থান বদলে গুজরাতের ‘গণহত্যা’র প্রসঙ্গ তুলে আনছেন শরদ পওয়ার।
আবার আজ দিল্লি থেকে সাইকেল র্যালির সূচনা করে ইউপিএ-পর আর এক সমর্থক দল সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব উস্কে দিয়েছেন মেরুকরণের রাজনীতি। জানিয়েছেন, মোদী ক্ষমতায় এলে সঙ্ঘ ফের রামমন্দির নির্মাণ করতে চায়।
আজ রাহুল গাঁধীও মোদীর নাম করেননি। তবে তিনি এ দিনও দাবি করেছেন বিজেপি বিভেদের রাজনীতি করছে। আর অন্যদের দুর্নীতি নিয়ে আক্রমণ করলেও গুজরাতে খোদ মুখ্যমন্ত্রী মোদীই লোকায়ুক্তের অধীনে নেই। রাহুলের দাবি, কংগ্রেস দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চায়। অথচ বিজেপি সংসদে দুর্নীতি-বিরোধী বিলগুলির বিরোধিতা করছে।
কংগ্রেস ও তাদের সমর্থক দলগুলির মেরুকরণের রাজনীতির ফাঁদে পা দিতে চায় না বিজেপি। বরং দুর্নীতি নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে মোদী নিজের উন্নয়নের মডেল তুলে ধরতে চাইছেন। তাই আজ লুধিয়ানায় রাজীব গাঁধীর উক্তি উদ্ধৃত করে মোদী বলেন, “রাজীব গাঁধী বলতেন, কেন্দ্র থেকে ১ টাকা অনুমোদন হলে তৃণমূল স্তরে গিয়ে ১৫ পয়সা পৌঁছত। ১ টাকা এত কমে যাওয়ার পিছনে কার ‘হাত’ (কংগ্রেসের প্রতীক) ছিল?”
মোদীর কথায়, “কংগ্রেস এখন ‘এ-বি-সি-ডি’র সংজ্ঞাই বদলে দিয়েছে। এ মানে আদর্শ, বি মানে বফর্স, সি মানে কয়লা কেলেঙ্কারি..।” তার জবাবে কংগ্রেসও মোদীকে এক হাত নিয়ে বলেছে, “এ মানে ‘অহঙ্কার’, বি মানে ‘ব্র্যাস’ (নিষ্ঠুর), সি কমিউনাল (সাম্প্রদায়িক), ডি হল ডিক্টেটর (একনায়ক)।” রাহুল ও মোদীর পাশাপাশি আজ আসরে নেমেছেন আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরীবালও। দিল্লির বাইরে এই প্রথম জনসভা করলেন তিনি। হরিয়ানার রোহতকে মুকেশ অম্বানীকে হাতিয়ার করেই রাহুল ও মোদীকে আক্রমণ করেছেন তিনি। তাঁর দাবি, মুকেশের এক পকেটে রাহুল। অন্য পকেটে মোদী। যে-ই প্রধানমন্ত্রী হোন না কেন, দেশ চালাবেন মুকেশই।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.