কড়েয়ায় পুড়ে মৃত্যু বধূর, গ্রেফতার স্বামী
নিজস্ব সংবাদদাতা |
এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার দেওয়ার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার ঘটনাটি ঘটেছে কড়েয়ার আহিরিপুকুরে। মৃতার নাম গৌশিয়া সাবা আলি (২৮)। শনিবার রাতে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে ন্যাশনাল মেডিক্যালে ভর্তি করা হয়েছিল। ওই রাতেই তিনি মারা যান। পুলিশ জানিয়েছে, ১০ বছর আগে সাবার সঙ্গে বিয়ে হয় তাবরেজের। তাঁদের ন’বছরের একটি ছেলে এবং তিন বছরের একটি মেয়ে রয়েছে। শনিবার রাতে তারা নারকেলডাঙায় সাবার বাপের বাড়িতে ছিল। পুলিশ জেনেছে, ওই সন্ধ্যায় সাবা তাবরেজের মোটরবাইকে বাড়ি ফেরেন। তার কিছুক্ষণ পরেই তাঁদের ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়েরা। এলাকাবাসীরা জানিয়েছেন, ধোঁয়া দেখে তাঁরা দরজা ভেঙে সাবাদের ঘরে ঢোকেন। দেখা যায়, মেঝেতে ওই মহিলা অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে আছেন। উদ্ভ্রান্ত ভাবে বসে রয়েছেন তাবরেজ। স্থানীয়রাই সাবাকে হাসপাতালে নিয়ে যান। সাবাদের এক প্রতিবেশী মহম্মদ সামির বলেন, “সন্ধ্যাবেলায় কোনও চিৎকার শুনিনি। আচমকা কালো ধোঁয়া বেরোতে দেখে ভেবেছিলাম শর্ট সার্কিট হয়েছে। তাড়াহুড়ো করে মিটার বন্ধ করে উপরে যাই। দরজা ভেঙে ঢুকে দেখি, মহিলা অগ্নিদগ্ধ হয়ে পড়ে রয়েছেন।” সাবার বোন জাবি বলেন, “দিদি ও জামাইবাবুর মধ্যে অশান্তি চলছিল কি না জানি না। দিদি কখনওই তেমন কিছু জানায়নি।” তবে সাবার মা এবং অন্যদের জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে, তাবরেজ সাবার উপরে চাপ দিয়েছিলেন বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য। পুলিশের অনুমান, অশান্তির জেরে ওই বধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরান। |
রাজাবাজার সায়েন্স কলেজের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষককে মারধরের অভিযোগ নিয়ে আজ, সোমবার সিন্ডিকেটের বৈঠকে আলোচনা হবে। এ কথা জানিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস বলেন, “খোঁজ নিয়ে দেখা হবে। এমন ঘটনা ঘটে থাকলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।” এ দিকে, এই ঘটনা নিয়ে কাল, মঙ্গলবার রাজাবাজার সায়েন্স কলেজের সামনে বিক্ষোভের ডাক দিয়ে রেখেছে পশ্চিমবঙ্গ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ওয়েবকুটা)। এই ঘটনায় অভিযোগের তির টিএমসিপি-র দিকে। অভিযোগ, গত বুধবার রাজাবাজার সায়েন্স কলেজে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক ভাস্কর দাসের উদ্দেশে অশ্লীল কথা বলে ও তাঁকে মারধর করে টিএমসিপি-র সমর্থকেরা। অভিযোগ অস্বীকার করে টিএমসিপি-র রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডা বলেন, “ওই শিক্ষককে কেউ মারধর করেননি।” তাঁর দাবি, ইউজিসি-র টাকা নয়ছয় করছেন একদল শিক্ষক। গত বৃহস্পতিবার তার বিরোধিতা করে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেন তাঁদের সদস্যেরা। সেই জন্য ছাত্রদের বিরুদ্ধে এমন মিথ্যে অভিযোগ জানানো হচ্ছে। |
খামখেয়ালি ইনিংস শেষ করল শীত |
কলকাতা থেকে অবশেষে বিদায় নিল শীত। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তুরে হাওয়ার আর মহানগরে ফিরে আসার সম্ভাবনা নেই। এ বার দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে বলেই মনে করছেন আবহবিজ্ঞানীরা। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা এ সময়ের স্বাভাবিক। আজ, সোমবার তা আরও বাড়বে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। ডিসেম্বরের শেষ দফায় শীত হাজির হয়েছিল মহানগরে। তার পর থেকে বার বার মুখ থুবড়ে যেমন পড়েছিল সে, তেমন কখনও কখনও দাপটও মিলেছিল তার ব্যাটে। ফেব্রুয়ারির গোড়াতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছিল শীত। মিলছিল দখিনা বাতাস। কিন্তু বায়ুপ্রবাহের হেরফেরে গত সপ্তাহে ফের ফিরেছিল শীত। এক লাফে স্বাভাবিকের চেয়ে ৫-৬ ডিগ্রি নেমে গিয়েছিল পারদ। আবহবিজ্ঞানীরা জানান, মধ্য ভারতের একটি ঘূর্ণাবর্তের জেরে উত্তুরে হাওয়া দক্ষিণবঙ্গে ঢুকতে পারছে না। বরং সাগর থেকে দখিনা হাওয়া ঢুকছে। বাড়ছে জলীয় বাষ্পও। ফলে উপগ্রহ-চিত্রে দক্ষিণবঙ্গের একাংশে মেঘের আস্তরণও দেখতে পেয়েছেন আবহবিদেরা। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ বলেন, “কলকাতার তাপমাত্রা আর কমবে না। আকাশে যে মেঘ রয়েছে, তা থেকে বৃষ্টির সম্ভাবনাও আর নেই।”
|
বিদ্যাসাগর হাসপাতালের কাছে কর্তব্যরত এক হোমগার্ডকে মারধরের অভিযোগ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম মৃণালকান্তি হালদার। তার দুই সঙ্গী পলাতক। রবিবার সন্ধ্যায় মৃণাল-সহ তিন যুবক পবনকুমার ঝা নামে ওই হোমগার্ডের কাছে গিয়ে কাজে গাফিলতির অভিযোগ তোলে। বচসা বাধে। পবনবাবুর অভিযোগ, তিন যুবক তাঁকে মেরেধরে তাঁর পোশাক ছিঁড়ে দেয়। |
চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। রবিবার, সার্ভে পার্ক থেকে। ধৃত কৃষ্ণকুমার মোদী সন্তোষপুরের বাসিন্দা। এ দিন প্রতারিত দুই ব্যক্তিই তাঁকে থানায় নিয়ে আসেন। পুলিশ জানায়, কৃষ্ণ পাবলিক সার্ভিস কমিশনের কর্মী পরিচয়ে পূর্ব মেদিনীপুরের ভোলানাথ পাত্র ও সুকুমার মান্নাকে প্রথমে পাবলিক সার্ভিস কমিশন ও পরে রেলে চাকরির প্রতিশ্রুতি দেন। অভিযোগ, কয়েক দফায় লক্ষাধিক টাকা নিয়ে বেপাত্তা হন। এ দিন ওই দুই ব্যক্তি বাড়ির ঠিকানা খুঁজে কৃষ্ণকে ধরেন।
|
অন্য অস্ত্র, ভিন্ন নিশানা। এবং ক্রিকেটার হিসেবেও রবিবার সকলকে পিছনে ফেলে দিলেন কলকাতার পুলিশ কমিশনার সুরজিৎ করপুরকায়স্থ। ব্যাটে এল তিরিশ রান। বল-এ শিকার তিন উইকেট। কলকাতা পুলিশ এবং চিকিৎসকদের যৌথ উদ্যোগে রবিবার ইডেন গার্ডেন্স-এ আয়োজিত ডাক্তার-তারকা একাদশ বনাম পুলিশ কমিশনার একাদশের ক্রিকেট ম্যাচে তাই ম্যান অব দ্য ম্যাচ হলেন তিনিই। উইকেট কিপার ডেরেক ও’ব্রায়েন। |