বৃদ্ধি বাড়াতে অঙ্গীকার জি২০ গোষ্ঠীর
সংবাদ সংস্থা • সিডনি
২৩ ফেব্রুয়ারি |
ধনী ও উন্নয়নশীল দেশগুলির সংগঠন জি২০ আজ তার দু’দিনের বৈঠক শেষে আগামী ৫ বছরে নিজেদের আর্থিক বৃদ্ধি ২ শতাংশ বাড়ানোর অঙ্গীকার করেছে। কর সংক্রান্ত তথ্য বিনিময়, আইএমএফের সংস্কার কর্মসূচি রূপায়ণে অহতুক দেরি, সেখানে ভারতের কোটা বাড়ানো, আমেরিকা ত্রাণ প্রকল্প তুলে নিলে ভারতে তার প্রভাব ইত্যাদি নিয়েও বিশ্লেষণ করা হয়েছে জি২০ ঘোষণাপত্রে। বিভিন্ন রাষ্ট্রের অর্থমন্ত্রী ও শীর্ষ ব্যাঙ্কের কর্তারা বৈঠকে যোগ দেন। অর্থমন্ত্রী পি চিদম্বরম বৈঠক শেষে বলেছেন, ভারতের উদ্বেগ ও দাবির বিষয়গুলি এই ঘোষণাপত্রে প্রতিফলিত হয়েছে।
|
স্যামসাঙের স্মার্টঘড়ি
সংবাদ সংস্থা • সোল
২৩ ফেব্রুয়ারি |
বাজারে এল স্মার্টফোন নির্মাতা স্যামসাঙের তৈরি দু’টি স্মার্টঘড়ি, ‘গিয়ার টু’ এবং ‘গিয়ার টু নিও’। যেগুলি চলবে সংস্থার নিজস্ব টাইজেন অপারেটিং সিস্টেম দিয়ে। তাদের প্রথম এই ধরনের ঘড়ি ‘গিয়ার’ ছিল অ্যান্ড্রয়েড সফটওয়্যার চালিত। গিয়ার টু ঘড়িতে আছে ১.৬৩ ইঞ্চি স্ক্রিন, ২.০ মেগাপিক্সেল ক্যামেরা, হার্ট রেট মনিটর, টিভির রিমোট কন্ট্রোল, মিউজিক প্লেয়ার ইত্যাদি। গিয়ার টু নিও-তে ক্যামেরা নেই। |