টুকরো খবর
‘গুন্ডে’ বন্ধের দাবি ঢাকার

২৩ ফেব্রুয়ারি
অভিযোগ, বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব নিয়ে তথ্যবিকৃতি ঘটানো হয়েছে। তাই এখনই বন্ধ করা হোক ‘গুন্ডে’ ছবির প্রদর্শন। ভারত সরকারের কাছে রবিবার এই আবেদন জানিয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। ঢাকায় রবিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র শামীম আহমেদ বলেন, চলচ্চিত্রটি ভারতে মুক্তি পাওয়ার পর থেকেই দু’দেশে মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাই এই আর্জি।

তাইল্যান্ডে মিছিলে হামলা, নিহত ৪
দু’টি সরকার বিরোধী মিছিলে হামলার ঘটনায় তাইল্যান্ডে তিন শিশু এবং এক মহিলার মৃত্যু হয়েছে। প্রথম ঘটনাটি ঘটে শনিবার রাতে ট্র্যাট প্রদেশে। সেখানে তাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক শিনাবাত্রার পদত্যাগের দাবিতে মিছিল করছিলেন প্রায় ২০০০ মানুষ। সেই মিছিলে প্রথমে গ্রেনেড হামলা চালায় দুষ্কৃতীরা। নিহত হয় পাঁচ বছরের একটি মেয়ে। জখম ৩৪। রবিবার ব্যাঙ্ককেও একটি প্রতিবাদ মিছিলের কাছে বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতীরা। তার পর মিছিলে গ্রেনেড হামলা এবং এলোপাথাড়ি গুলি চালায়। মারা যায় নয় ও বারো বছরের দুই বালক এবং ৪০ বছরের এক মহিলা। জখম হয়েছেন ৬০ জন। তবে রাজনৈতিক মিছিলে বাচ্চাদের নিয়ে যাওয়ার সমালোচনা করেছেন অনেকেই।

কূটনীতিক জখম
কেনিয়ায় বাংলাদেশের হাইকমিশনার ওয়াহিদুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটল। ডাকাতরা তাঁর বাড়ি থেকে টাকা এবং ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে গিয়েছে। ডাকাতদের বাধা দিতে গিয়ে তাদের মারে ওয়াহিদুর সামান্য জখমও হয়েছেন। শনিবার রাতে এই ঘটনা ঘটে। রবিবার তদন্তকারী অফিসার নিকোলাস কামওয়েন্দে জানান, ওয়াহিদুর রহমানের দুই দেহরক্ষীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আমন্ত্রিত
২০১৪-র অস্কার অনুষ্ঠানে নেলসন ম্যান্ডেলার দুই মেয়ে জিন্দজিয়া এবং জেনানিকে আমন্ত্রণ জানাল অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস। এ বার অস্কারের মঞ্চে ম্যান্ডেলার বই ‘ম্যান্ডেলা: লং ওয়ে টু ফ্রিডম’ থেকে ‘অর্ডিনারি লাভ’ গানটি গাওয়া হবে। ২ মার্চ অনুষ্ঠিত হবে অস্কার অনুষ্ঠান।

হত ২১ সেনা
তালিবান হামলায় নিহত হলেন ২১ জন আফগান সেনা। সাত জনকে অপহরণ করা হয়েছে। রবিবার আফগানিস্তানের কুনার প্রদেশে একটি সেনা ছাউনির সামনে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। পরে একটি বিবৃতি দিয়ে হামলা চালানোর দায় স্বীকারে করেছে তালিবান। অপহৃত আফগান সেনাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

চার্লসের না
নিলামে জিতে সুযোগ পেলেও বাকিংহাম প্রাসাদে যাওয়ার সুযোগ পাবেন না ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ধনকুবের ভানু চৌধুরি। সম্প্রতি একটি নিলামের আয়োজন করেছিল যুবরাজ চার্লসের স্বেচ্ছাসেবী সংস্থা। ৭৫ হাজার পাউন্ড দিয়ে বাকিংহামে বরিস বেকার ও নোভাক জকোভিচের সঙ্গে টেনিস খেলার সুযোগ কিনে নিয়েছিলেন ভানু। কিন্তু সম্প্রতি দুর্নীতি মামলায় গ্রেফতার হন ভানু ও সুধীর চৌধুরি। তাই ভানুকে বাকিংহামে আসার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থাটি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.