রুপোলি পর্দায় তাঁদের জীবনকাহিনি অবলম্বনে তৈরি ‘সাউন্ড অব মিউজিক’ অমরত্ব পেয়েছে। কিন্তু বাস্তবের ভন ট্র্যাপ পরিবারের সাত শিশুর সর্বশেষ সদস্য মারিয়া ভন ট্র্যাপ মারা গেলেন গত মঙ্গলবার। বয়স হয়েছিল ৯৯। রবিবার মারিয়ার পরিবার জানিয়েছে, বয়সজনিত কারণেই মৃত্যু হয় তাঁর।
ইতিহাস বলছে, ১৯১৪ সালে অস্ট্রিয়ার নৌবাহিনীর ক্যাপ্টেন জোহানেস ভন ট্র্যাপ এবং তাঁর প্রথমা স্ত্রী আগাথে
|
পর্দায় |
|
বাস্তবে |
হোয়াইটহেড ভন ট্র্যাপের তৃতীয় সন্তান মারিয়ার জন্ম। ১৯৩৮ সালে অস্ট্রিয়া নাৎসি দখলে চলে গেলে দেশে ছেড়ে পালাতে বাধ্য হয় ভন ট্র্যাপ পরিবার। নানা জায়গা ঘুরে শেষমেশ তাঁরা এসে পৌঁছন নিউ ইয়র্কে। সেখানেই প্রবল জনপ্রিয় হতে শুরু করেন তাঁরা। গানবাজনার মাধ্যমেই শ্রোতাদের মনোরঞ্জন করতেন মারিয়া ও তাঁর ছয় ভাই বোন। তাঁদের জীবনকাহিনির উপরে ভিত্তি করে পরিচালক রবার্ট ওয়াইস তৈরি করেন ‘সাউন্ড অব মিউজিক।’ সেখানে অবশ্য মারিয়ার চরিত্রের নাম বদলে করা হয়েছিল লুইসা। অভিনয় করেছিলেন হিথার মেনজিস। কী ভাবে মা আগাথের মৃত্যুর পর মারিয়া ও তাঁর ছয় ভাইবোনের জীবনে আসেন গানের শিক্ষিকা মারিয়া, কী ভাবে ধীরে ধীরে তিনিই হয়ে ওঠেন ভন ট্র্যাপ শিশুদের দ্বিতীয় মা, তা-ই নিয়েই ছবির গল্প। আর অনবদ্য সাতটি গান। ১৯৬৫ সালের সেই ছবি পাঁচটি অস্কারও পেয়েছিল।
বাস্তবের ভন ট্র্যাপ শিশুদের সর্বশেষ জীবিত সদস্য ছিলেন মারিয়া। সুন্দর অ্যাকর্ডিয়ান বাজাতে পারতেন। শেখাতেন অস্ট্রিয়ার নাচও। প্রথমে নিউ ইয়র্কে পৌঁছলেও পরে তাঁর পরিবার ভারমন্টেই বসবাস শুরু করেছিল। সেখানেই শেষ দিন পর্যন্ত কাটিয়ে গেলেন মারিয়া। |