টুকরো খবর
মাধ্যমিক ১৪
• মোট পরীক্ষার্থী: ৮৫৪৮৮ জন।
• ছাত্র: ৩৬৭১৩। • ছাত্রী: ৩৯২১১
• পরীক্ষাগ্রহণ কেন্দ্র: ১১৪টি।
• নতুন পরীক্ষা কেন্দ্র: আসানসোলের শ্রীপুর কেতুগ্রামের দধিয়া, খণ্ডঘোষের কেন্দুর এবং ভাতারের আমারুন
• কোনও অভিযোগ থাকলে: কেন্দ্রীয় কন্ট্রোল রুম (০৩৩) ২৩৫৯-২২৭৭/৭৮,
কল্যাণময় গঙ্গোপাধ্যায় (প্রশাসক, মধ্যশিক্ষা পর্ষদ) ৯০৫১৪১৪১১১

আজ, থেকে শুরু মাধ্যমিক। তার আগে রবিবার
বিভিন্ন স্কুলে চলছে প্রস্তুতি। ছবি তুলেছেন উদিত সিংহ।
আসানসোলের স্কুলে বসানো হয়েছে সিসিটিভি।
শৈলেন সরকারের ছবি।

“ স্পর্শকাতর কেন্দ্রগুলিতে মোবাইল ও ভিডিও ক্যামেরা বসানো ভ্যান থাকবে। গণটোকাটুকি রুখতেই
এই ব্যবস্থা। কিছু নতুন নিয়মও করা হয়েছে। যেমন, শিক্ষক-শিক্ষিকারাও পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন,
ব্যাগ ইত্যাদি নিয়ে ঢুকতে পারবেন না। পরীক্ষা চলাকলীন কোনও শিক্ষক শিক্ষিকা, যিনি
নজরদারের ভূমিকায় রয়েছেন, তাঁরা ছুটি নিতে পারবেন না ইত্যাদি।”


কৃষি বিপণন কেন্দ্র হবে ধাত্রীগ্রামে
ধাত্রীগ্রাম বাজারে আধুনিক কৃষি বিপণন কেন্দ্র গড়তে চলেছে রাজ্য কৃষি বিপণন দফতর। শনিবার বিকেলে ওই প্রকল্পের শিলান্যাস করেন কৃষি বিপণন দফতরের মন্ত্রী অরূপ রায়। প্রকল্পটি তৈরির জন্য খরচ হবে প্রায় ৭৬ লক্ষ টাকা। এই প্রকল্পের আওতায় ২৮টি ঘর, ৪টি সব্জি রাখার শেড, মাছের শেড, ভিতরের রাস্তা তৈরি করা হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৮ জানুয়ারি ধাত্রীগ্রাম বাজারে একটি সুলভ শৌচাগার উদ্বোধনে এসেছিলেন অরূপবাবু। সেখানেই এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ তাঁর কাছে ধাত্রীগ্রাম বাজারে কৃষি বিপণন কেন্দ্র গড়ার আবেদন জানান। সেখান থেকেই বিভাগীয় আধিকারিকদের প্রস্তুতি নিতে বলেন অরূপবাবু। এ দিন শিলান্যাসের পরে অরূপবাবু জানান, রাজ্যে ৯৩টি কৃষক বাজারের কাজ চলছে। সিঙ্গুর, পূর্বস্থলী ১ ও কালনা ১ ব্লকে কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। এই বাজারগুলিতে চাষিরা নিজেরাই নিজেদের পণ্য বিক্রি করতে পারবেন। এছাড়া ‘আমার ফসল আমার গাড়ি’ ও ‘আমার ফসল আমার গোলা’ নামে দুটি প্রকল্প চালু করা হয়েছে। প্রথমটিতে চাষিদের ভ্যান ও ছ’টি করে বাক্স দেওয়া হবে। যেখানে ফসল রেখে ভ্যানে করে চাষিরা বিক্রি করতে পারবেন। আর আমার ফসল আমার গোলা প্রকল্পে পেঁয়াজ ও ধানের গোলা তৈরির জন্য সরকারি ভাবে আর্থিক সাহায্য করা হবে চাষিদের। এর জন্য ব্লক কৃষি দফতর থেকে ফর্ম নিতে হবে। মন্ত্রীর দাবি, পেঁয়াজের জন্য ভিন রাজ্যের উপরে নির্ভর করতে হয়। তাই পেঁয়াজ চাষ বাড়ানোর চেষ্টা চলছে। এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন কালনার মহকুমাশাসক সব্যসাচী ঘোষ, কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল-সহ বিশিষ্টেরা।

নতুন জলপ্রকল্প পূর্বস্থলীতে
আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন হল পূর্বস্থলী ২ ব্লকে। বহু দিন ধরেই আর্সেনিক মুক্ত জলের চাহিদা ছিল এলাকায়। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, প্রকল্পটিতে জল বিশুদ্ধ করার জন্য ৪টি রিজার্ভার রয়েছে। সেখান থেকে প্রায় পাঁচ হাজার লিটার জল পাবেন এলাকাবাসী। এ দিন প্রকল্পটির উদ্বোদন করেন পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। এছাড়া লক্ষপুর ঘোষপাড়া থেকে তামাঘাটা গ্রাম পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা, পূর্বস্থলী গ্রামীণ হাসপাতালে রোগীর আত্মীদের বসার জায়গা, পানীয় জলের ব্যবস্থা ও পূর্বস্থলী পাঠাগার লাগোয়া পার্কেরও উদ্বোধন হয় এ দিন। তপনবাবু জানান, পার্কটি গড়তে ৫ লক্ষ টাকা খরচ হয়েছে। তার মধ্যে ৩ লক্ষ টাকা পঞ্চায়েত দিয়েছে, বাকি টাকা বিধায়ক তহবিল থেকে দেওয়া হয়েছে। তপনবাবু আরও জানান, এলাকায় আইটিআই কলেজ গড়ার বিষয়ে সবুজ সঙ্কেত মিলেছে। মাজিদা গণবিদ্যাভবন ১০ বিঘা জমিও দান করেছে। কলেজ গড়ার জন্য মাটি পরীক্ষার কাজ সম্প্রতি শেষ হয়েছে বলে জানান তিনি।

সোমেনের দাবি
পরপর অপরাধের প্রতিবাদ করেও ফল মিলছে না বলে দাবি করলেন কংগ্রেস নেতা সোমেন মিত্র। রবিবার কাটোয়া রবীন্দ্র ভবনে আইএনটিইউসি প্রভাবিত কাটোয়া পুর মজদুর ইউনিয়নের সভায় তিনি বলেন, “এই সরকারের আমলে খুন, ধর্ষণ-সহ একের পর এক অসামাজিক ঘটনা ঘটছে। মানুষ প্রতিবাদ করেও ফল পাচ্ছেন না। তাই প্রতিরোধ গড়তে হবে।” সম্প্রতি কাটোয়া কলেজের ভোটের আগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কংগ্রেস বিধায়কের বাড়িতে চড়াও হওয়ার হুমকি দেন। সে প্রসঙ্গ টেনে সোমেনবাবু বলেন, “পড়ুয়ারা কলেজের ৪২টি আসনেই ছাত্র পরিষদকে জিতিয়ে তার জবাব দিয়েছেন।”

গোপীনাথ নিয়ে সভা কাটোয়ায়
গোপীনাথ বিগ্রহকে বর্ধমানের অগ্রদ্বীপের বাসিন্দারা ছাড়তে চাইছেন না বলে প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান উত্তরাধিকারীরা। তার ভিত্তিতে বর্ধমানের জেলাশাসক সৌমিত্র মোহনের নির্দেশে শনিবার বৈঠক করেন কাটোয়ার মহকুমাশাসক মৃদুল হালদার। যদিও কোনও সমাধানসূত্র মেলেনি। বৈঠকে অগ্রদ্বীপ গ্রামের বাসিন্দারা দাবি করেন, গোপীনাথ তাঁদের ‘ভূমিপুত্র’। তাই কোনও ভাবে বিগ্রহ কৃষ্ণনগর রাজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে না। অন্যদিকে কৃষ্ণনগর রাজ পরিবারের ম্যানেজার গৌতম মালাকার বলেন, “এত দিন গোপীনাথ সাত মাস রাজবাড়ি ও পাঁচ মাস অগ্রদ্বীপে থাকত। আমরা সেই নিয়মই চাই।” মহকুমাশাসক বলেন, “সাত দিন অপেক্ষার পর বিষয়টি উচ্চ কর্তৃপক্ষকে জানাব।”

তৃণমূল শিক্ষকদের বার্ষিক সভা
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের শিল্পাঞ্চলের বার্ষিক সভা অনুষ্ঠিত হল দুর্গাপুরের গোপালমাঠে। রবিবার এই সভায় ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক অশোক রুদ্র। সভায় শিল্পাঞ্চলের ১৭টি চক্রের কয়েকশো শিক্ষক এসেছিলেন। তাঁরা প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন। সংগঠনের সদস্যরা তাঁদের নানা দাবি-দাওয়া পেশ করেন।

সাইকেল বিলি
অসংগঠিত শ্রমিকদের ব্যবহারের জন্য সাইকেল তুলে দিলেন রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। রবিবার বর্ধমানের পূর্ত ভবনে অনুষ্ঠানটি হয়। পূর্ণেন্দুবাবু বলেন, “আগে নথিভুক্ত অসংগঠিত শ্রমিকদের সাইকেল কেনার জন্য কয়েকবার ৩ হাজার করে টাকা দেওয়া হচ্ছিল। কিন্তু খবর পেয়েছি ওই টাকায় অনেকেই সাইকেল কেনেননি। তাই এ বার সাইকেল দেওয়া হল। এ ছাড়াও শ্রম দফতর থেকে মহিলা শ্রমিকদের বিয়ে, সন্তানপালন, দুর্ঘটনার বিষয়ে টাকা দেওয়া হচ্ছে।” পূর্ণেন্দুবাবু জানান, রাজ্য সরকার ৫৮ রকমের পেশায় নিযুক্ত শ্রমিকদের অসংগঠিত হিসেবে নথিভুক্ত করেছে। শ্রমমন্ত্রী দাবি করেন, “গত এক বছরে রাজ্যে কোথাও শ্রমিক বিক্ষোভে কারখানা বন্ধ হয়নি। যে ক’টি বন্ধ হয়েছে, সেগুলি মালিকদের দোষে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.