টুকরো খবর
কলেজ ছাত্রের মৃত্যু, ধৃত তিন
প্রথম বর্ষের এক কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ‘প্রেমিকা’ এবং তাঁর বাবা-মাকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার দুপুরে হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি অঞ্চলের মালেকান ঘুমটি গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম অলোক রায় (২০)। বাড়ি দক্ষিণ মালেকানঘুমটিতে। ওই ছাত্রের বাবা তাঁর ছেলেকে পিটিয়ে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মৃত ছাত্রের ‘প্রেমিকা’, বাবা গুণধর রপ্তান ও মা গঙ্গা রপ্তানকে গ্রেফতার করে। শনিবার ধৃতদের ১৪ দিনের জেল হাজতের নির্দেশ হয়। অলোক কলকাতার একটি কলেজে বিএ প্রথম বর্ষের ছাত্র। তাঁর পরিবারের দাবি, গত দু’বছর ধরে প্রতিবেশী গ্রামের একটি মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। অলোকের বাবা সমীর রায়ের দাবি, “বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য বৃহস্পতিবার রাতে মেয়ের বাড়ি থেকে ছেলেকে ফোন করে ডেকে পাঠায়। রাতে ও বাড়ি ফেরেনি। সকালে মেয়েটির বাড়ির কাছেই ছেলের দেহ মেলে।” তাঁর অভিযোগ, মেয়েটির পরিবার তাঁর ছেলেকে পিটিয়ে খুন করে বিষয়টিকে ‘আত্মহত্যা’ প্রমাণ করতে গাছে ঝুলিয়ে দিয়েছে। অলোকের দেহ উদ্ধারের পরে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। মেয়েটির পরিবার খুনের অভিযোগ মানেনি।

জল প্রকল্পের উদ্বোধনে অমিত
দেড় মাসের মধ্যেই কথা রাখলেন রাজ্যের শিল্প, আবগারি ও অর্থমন্ত্রী অমিত মিত্র। খড়দহের বিলকান্দায় কিছু দিন আগে সরকারি অনুষ্ঠানে এসে তাঁর প্রতিশ্রুতি ছিল, এলাকায় পানীয় জল পৌঁছে দেবেন শীঘ্রই। শনিবার সেই জলপ্রকল্পের উদ্বোধন করে মন্ত্রী বলেন, “কথা রাখতে পেরে আনন্দ হচ্ছে। বেশ গর্বিত লাগছে।’’
ছবি: সজল চট্টোপাধ্যায়।
ব্যারাকপুর ২ ব্লকের বিলকান্দা ১ ও ২ পঞ্চায়েত এলাকায় পানীয় জলের সমস্যা ছিল। গত জুন মাসে বিলকান্দা ১-এ একটি ওই প্রকল্প চালু হলেও বাসিন্দারা সকলে পরিষেবা পাচ্ছিলেন না। বিলকান্দা ২ পঞ্চায়েতে ভাটপাড়ায় নতুন জলপ্রকল্পটির কাজ ধীর গতিতে এগোচ্ছিল। মন্ত্রীর চাপেই তড়িঘড়ি শেষ হয়। অমিতবাবু বলেন, ‘‘আগের প্রকল্পটিতে ৪৯ হাজার মানুষ উপকৃত হচ্ছিলেন। নতুনটি চালু হওয়ায় রবিবার থেকেই ৮৮ হাজার ৭৩ জন জল পাবেন।’’ হাজির ছিলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাংসদ সৌগত রায়।

ব্যারাকপুরে গ্রেফতার মহিলা কনস্টেবল
সহকর্মীকে অপহরণের অভিযোগে গ্রেফতার হলেন এক মহিলা কনস্টেবল। ব্যারাকপুর কমিশনারেটে কর্মরত ওই মহিলা কনস্টেবলের নাম অপর্ণা ঘোষ। বেলঘরিয়ার নওদাপাড়ার বাসিন্দা অপর্ণাকে শুক্রবার রাতে পুলিশ ব্যারাকপুর থেকে ধরেছে। পুলিশ জানিয়েছে, জেরায় ওই কনস্টেবল স্বীকার করেছে ১২ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত ব্যারাকপুর লাটবাগানের সেকেন্ড ব্যাটেলিয়নের কনস্টেবল উত্তম মুদী (২২) তাঁর সঙ্গেই ছিলেন। এক সঙ্গে অটোয় চেপে চিড়িয়ামোড়ে যান। সেখানে একটি শপিং মলে ঢুকে বাজারও করেন। তারপর থেকেই উত্তমের কোনও খোঁজ নেই। তবে অপর্ণার দাবি, ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানো হচ্ছে। বিচারক তার চার দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

টাকা ছিনতাই
পুরসভার এক ঠিকাদারের কাছ থেকে ছিনতাই হল নগদ ৪০,০০০ টাকা। শনিবার, বালিতে। পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দা বাবলু বিশ্বাস বালি পুরসভার জঞ্জাল সাফাই বিভাগের ঠিকাদার। প্রতি শনিবার তিনি বালি থেকে ট্রেনে লিলুয়ার রবীন্দ্র সরণিতে পুরসভার ওয়ার্ড অফিসে যান কর্মীদের সপ্তাহের বেতন দিতে। এ দিনও সাইকেলে স্টেশন যাওয়ার সময়ে তাঁর ব্যাগ ছিনতাই হয়। তিনি পুলিশকে জানান, পঞ্চাননতলার আন্ডারপাসের নীচ দিয়ে যাওয়ার সময়ে এক যুবক ব্যাগটি ছিনিয়ে মোটরবাইকে উঠে চম্পট দেয়। পুলিশের সন্দেহ, বাবলুবাবুর পরিচিত ঘটনায় জড়িত।

পানশালা মালিকের ছেলে গ্রেফতার
ছাত্রীকে ধর্ষণের ঘটনা জেনেও গোপন করার অভিযোগে পোলবার সুগন্ধ্যায় পানশালা মালিকের ছেলেকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার পানশালার পিছনে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পরেই পানশালা মালিকের ছেলে স্বরূপ মাইতিকে জনতা মারধর করে। আহত হয়ে তিনি ইমামবাড়া হাসপাতালে ভর্তি। শনিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। পানশালাটিও বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। ওই ধর্ষণের ঘটনায় ধৃত কালু মাহাতোকে পাঁচ দিন পুলিশ হেফাজতে পাঠিয়েছে চুঁচুড়া আদালত। ইমামবাড়া হাসপাতালে ওই ছাত্রীর চিকিৎসা চলছে। জেলাশাসক মনমীত নন্দা বলেন, “মেয়েটির কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সে যাতে স্কুলের সুস্থ পরিবেশে ফিরতে পারে, প্রশাসন তার জন্য সাহায্য করবে।”

আমতায় শাকিল
রাজ্যে যেখানেই খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটবে, সেখানেই কংগ্রেসের নেতা-কর্মীদের ছুটে যেতে বললেন এইআইসিসি-র সাধারণ সম্পাদক শাকিল আহমেদ খান। শনিবার হাওড়ার আমতায় সিটিসি বাসস্ট্যান্ডে এক সভায় তিনি ওই পরামর্শ দেন। সভায় হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা সোমেন মিত্র, মানস ভুঁইয়া, প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। তাঁদের কয়েকজন আমতার মুক্তিরচক গ্রামে গণধর্ষিতা দুই মহিলাকে উলুবেড়িয়া হাসপাতালে দেখতে যান।

নাবালিকাকে ধর্ষণ
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে মারধর করে শনিবার সকালে পুলিশের হাতে তুলে দিল জনতা। ধৃত আফসার আলি মণ্ডল আরামবাগের হরিণখোলা ২ পঞ্চায়েতের কাঁটাবনির বাসিন্দা। অসুস্থ ওই নাবালিকাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশের দাবি, জেরায় ধৃত তার দোষ কবুল করেছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.