|
|
|
|
|
|
|
ইসকুলে মুশকিল |
উত্তর দিচ্ছেন পুষ্পা মিশ্র |
|
আমার বেড়াতে যেতে খুব ভাল লাগে। বাবা-মা গরমের ছুটির সময় বেড়াতে যান না, পরে যান, তখন স্কুল কামাই হবে বলে আমি যেতে চাই না এবং তার জন্য বাবা-মায়ের বকুনি খাই। কী করব?
ঋকতমা চৌধুরী। ষষ্ঠ শ্রেণি, ভবনাথ ইনস্টিটিউশন
ঋকতমা, বেড়াতে যাওয়া খুবই ভাল, তবে আমি এ ব্যাপারে তোমাকেই সমর্থন করব। স্কুল কামাই করে বেড়াতে যাওয়া ঠিক নয়। বিশেষ করে, এখন তুমি উঁচু ক্লাসের দিকে এগোচ্ছ। সাধারণত বাবা-মায়েরা স্কুলের ছুটির সঙ্গে তাল রেখেই বেড়াতে যান। আমি ধরে নেব, তোমার বাবা-মায়ের নিশ্চয় অসুবিধে আছে। গরমের ছুটিতে তাঁরা না গেলে, তুমি পুজোর ছুটি, বড় দিনের ছুটিতে যেতে পারো। না হলে ছোট ছোট কিছু ছুটি পড়ে, সে সময় কাছাকাছি ঘুরে আসার কথা বাবা-মাকে বলতে পারো। আর তুমি যদি স্কুল কামাই করে বেড়াতে না যেতে চাও, তা হলে তোমাকে কোনও আত্মীয়স্বজনের কাছে রেখে বাবা-মা ঘুরে আসতে পারেন কি না, সেটাও ভেবে দেখা যেতে পারে। সে ক্ষেত্রে তোমাকে বেড়ানোর আনন্দ বাদ দিতে হবে।
|
|
সমস্যাগুলি হল, এক, লুচি খেতে খুব ভালবাসি কিন্তু মোটা হয়ে যাচ্ছি বলে বাবা-মা বকেন। দুই, পড়তে ভাল লাগে, কিন্তু স্কুলে দেরি হয় বলে রাতে পড়তে পারি না। তিন, একই কারণে আঁকা ভাল লাগে, কিন্তু আঁকতে পারি না।
জুহিতা দাস। সপ্তম শ্রেণি, ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুল
|
|
দেখো জুহিতা, এত অল্প বয়সে তোমার মোটা হয়ে যাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল নয়। সুতরাং তুমি লুচি খাওয়া একেবারে বাদ না দিয়ে, সপ্তাহে এক দিন বা পনেরো দিনে এক দিন খেলে কেমন হয়? অথবা যখন খাবে তখন দুটো-তিনটের বেশি খেয়ো না। সেটাও একটা পথ। শরীরটা তো ঠিক রাখতে হবে। (২) রাত করে পড়লে শরীর তো ক্লান্ত হবেই। তুমি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে, সকালে উঠে পড়লে তো বেশি ভাল। (৩) আঁকাটা ছুটির দিনে বা যে দিন স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, সে সময় আঁকলে কেমন হয়। অথবা খাওয়াদাওয়া করে যখন বিশ্রাম করছ, সে সময় একটু এঁকে নিলে। যা ভাল লাগে, সেটা তো একটু সময় বের করে করাই যায়।
|
আমার কিছু বন্ধু আমার সাহায্য নিয়ে লেখে। আবার আমার সঙ্গে আড়িও করে। আমি পড়ায় মন বসাতে পারি না। ওরা তাড়াতাড়ি লেখা শেষ করে আমার কানের কাছে ‘বিদ্রুপ’ করে। তাতে আমার দেরি হয়, ভুলও হয়।
অতলীনা হাজরা। দ্বিতীয় শ্রেণি, স্কুল ডি-লাইট, কাঁথি |
|
|
অতলীনা, তুমি উঠে এসে শিক্ষিকাকে বলে অন্য জায়গায় বসে লেখো। তা হলে বন্ধুরা তোমায় বিরক্ত করতে পারবে না। আর এই বন্ধুরা আড়ি করলে তুমি এত বিচলিত হও কেন? তুমি তোমার পড়া-শোনা করতে থাক। ওরা নিজেরাই তোমার সঙ্গে আবার ভাব করবে। |
|
খামে ভরো মুশকিল
পড়াশোনা, শিক্ষক বা বন্ধুদের নিয়ে তোমার যা মুশকিল, জানাও আমাদের।
চিঠির উত্তর দেবেন সাইকো-অ্যানালিস্ট পুষ্পা মিশ্র, বেথুন কলেজের প্রাক্তন অধ্যক্ষ।
চিঠিতে তোমার নাম আর ক্লাস জানাতে ভুলো না। খামের উপরে লেখো:
ইসকুলে মুশকিল, রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|
|