একই দিনে দু’বার সোনা নিয়ে বিভ্রাট বিমানবন্দরে। একটি ঘটনায় এক যাত্রীকে আটকও করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিমানবন্দর সূত্রের খবর, শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ দিলীপ গুছাইত নামে এক ব্যক্তি স্পাইস জেট সংস্থার বিমানে চেন্নাই যাচ্ছিলেন। নিয়মমাফিক পরীক্ষা চালানোর সময় তাঁর হাতব্যাগে ১২ কিলোগ্রাম সোনার গয়না দেখতে পান নিরাপত্তারক্ষীরা। এর পরই গয়নার কাগজপত্র দেখতে চাওয়া হয়। দিলীপবাবু তা দেখাতে না পারায় তাঁকে পুলিশের হাতে তুলে দেন বিমানবন্দর কর্তৃপক্ষ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিকেল সাড়ে তিনটে নাগাদ জেটলাইট সংস্থার বিমানে কলকাতা থেকে বেঙ্গালুরু যাওয়ার সময়ে তিন দক্ষিণ ভারতীয় ব্যক্তির ব্যাগ দেখে সন্দেহ হয় সিআইএসএফ জওয়ানদের। ব্যাগ এক্স-রে করে দেখা যায়, তার ভিতরে সোনার পাত রয়েছে। সোনার পাত নিয়ে যাওয়ার বৈধ কাগজপত্র-ও দেখান তাঁরা। বিমানবন্দরপ সূত্রের খবর, ওই তিন জনের কাছে মোট ৫৪ কিলোগ্রাম সোনা ছিল। সেই কারণেই সিআইএসএফ পুলিশ ও ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সকে জানায়। কিন্তু গোয়েন্দারা পৌঁছনোর আগেই তিন জন বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছিলেন। পুলিশ সূত্রের খবর, কাগজগুলি পুনরায় পরীক্ষা করার জন্য বেঙ্গালুরু বিমানবন্দরে খবর পাঠানো হয়েছে। বিধাননগর কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার সন্তোষ নিম্বলকর বলেন,“এত সোনা কোথা থেকে এল তা তদন্ত করে দেখছি।”
|
বোমাবাজির জেরে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার রাতে, নারকেলডাঙা নর্থ রোডে। মৃতের নাম মহম্মদ এহেসান ওরফে আমজাদ। মৃত যুবকের বাবার অভিযোগের ভিত্তিতে ওই এলাকার চার জন দুষ্কৃতীর বিরুদ্ধে একটি খুনের মামলা শুরু করেছে পুলিশ। তাদের মধ্যে সোহেল খান নামে এক জন গ্রেফতারও হয়েছে। পুলিশ সূত্রেই জানা গিয়েছে, একাধিক অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে মৃত আমজাদের বিরুদ্ধেও। পুলিশ জেনেছে, রাত ১টা নাগাদ আমজাদ ও তার প্রতিপক্ষ গোষ্ঠীর কয়েক জন দুষ্কৃতীর কথা-কাটাকাটি শুরু হয়। শুরু হয় বোমাবাজি। আমজাদ পালাতে গিয়ে মাটিতে পড়ে যায়। তখন নিজের কাছে থাকা একটি বোমা ফেটেই মৃত্যু হয় তার।
|
পাম অ্যাভিনিউয়ের এক আবাসনে পাশাপাশি দু’টি ফ্ল্যাটে চুরি হল। শনিবার সকালে ঘটনাটি জানাজানি হয়। পুলিশ জানায়, রাতে দোতলার দু’টি ফ্ল্যাটে কেউ ছিলেন না। আবাসনের বাসিন্দা জেবা ইউসিয়া জানান, সকাল ন’টা নাগাদ তাঁর স্বামী মহম্মদ আনোয়ার দেখেন ফ্ল্যাট দু’টির তালা ভাঙা ও দরজা খোলা। তিনিই প্রতিবেশীদের ডাকেন। পুলিশ জেনেছে, একটি ফ্ল্যাট থেকে ৪ ভরি সোনা, ৪৫ হাজার টাকা এবং অন্য ফ্ল্যাট থেকে দেড় ভরি সোনা, একটি মোবাইল এবং ১০ হাজার টাকা চুরি হয়েছে। ফ্ল্যাটে কোনও রক্ষী ছিলেন না। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।
|
দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের এক বিচারধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, সৈকত গঙ্গোপাধ্যায় (২৫) নামে ওই বন্দির বাড়ি ব্যারাকপুরের ইছাপুর-মায়াপল্লিতে। অসুস্থতার জন্য তাঁকে আর জি করে ভর্তি করানো হয়েছিল। শুক্রবার রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর। পুলিশ জানায়, ১৪ ফেব্রুয়ারি নোয়াপাড়া থানার নেতাজিপল্লি এলাকায় এক মহিলার হার ছিনতাই হয়। ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে ওই রাতেই সৈকতকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ওই যুবক একটি কেটারিং সংস্থায় কাজ করতেন। ১৯ ফেব্রুয়ারি তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় ব্যারাকপুর আদালত। প্রথমে ব্যারাকপুর সংশোধনাগারে, পরে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয় বিচারাধীন ওই বন্দিকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২০ ফেব্রুয়ারি বিকেলে তাঁকে আরজি করে ভর্তি করানো হয়েছিল।
|
শনিবার সার্ভে পার্ক এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। নাম পবিত্র মণ্ডল (২২)। বাড়ি রাজাপুরে। দুপুরে পবিত্রবাবুর ছোট ভাইয়ের স্ত্রী তাঁকে খাওয়ার জন্য ডাকতে যান। দরজা বন্ধ থাকায় তিনি দরমার বেড়ার ফাঁক দিয়ে ভিতরে উঁকি দেন। তখনই পবিত্রবাবুকে ঘরের ছাদ থেকে শাড়ির ফাঁস লাগিয়ে ঝুলতে দেখেন তিনি। স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার পর থেকে অবসাদে ভুগছিলেন পবিত্রবাবু।
|
রবীন্দ্র সরোবরের একটি সেতুর উপর থেকে ঝাঁপ দিতে যাওয়া এক বৃদ্ধাকে বাঁচাল পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৬টা নাগাদ। এর পর তাঁকে নিয়ে আসা হয় পাশের পুলিশ কিয়স্কে। ওই বৃদ্ধার কথা অসংলগ্ন ছিল বলে দাবি পুলিশের। বছর পঁয়ষট্টির ওই বৃদ্ধার নাম আরতি দাস। তিনি থাকেন কালীঘাট মন্দিরের কাছে ফুটপাথে। তাঁকে কোনও হোমে রাখার ব্যবস্থা করা হচ্ছে।
|
এক নাবালিকার উদ্দেশে কটূক্তি এবং তাকে আটকে রাখার অভিযোগে গ্রেফতার হল একাদশ শ্রেণির এক ছাত্র। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে একবালপুরের রজাব আলি লেনে। কিশোরী ওই এলাকারই বাসিন্দা। |