টুকরো খবর |
রেল ওভারব্রিজ নিয়ে আশ্বাস পূর্তমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বহরমপুরে রেল ওভারব্রিজ তৈরির কাজে দ্রুত সবুজ সঙ্কেতের আশ্বাস দিলেন রাজ্যের পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তী। বহরমপুর কোর্ট স্টেশনের কাছে ওই ওভারব্রিজ তৈরি করছে রেল। বছরখানেক আগে ওই ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ হয়ে গিয়েছে এবং কাজের টেন্ডারও হয়ে গিয়েছে। শুধুমাত্র পূর্ত দফতরের সম্মতির অভাবে কাজ শুরু হয়নি শুনে গত বুধবার তৎপর হন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বহরমপুরের কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী বিষয়টি ওই দিন উল্লেখ-পর্বে তোলার পরে তাঁর কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে নেন স্পিকার। পূর্তমন্ত্রীকে বিষয়টি দেখার অনুরোধ জানিয়ে তাঁর দফতরকে চিঠিও পাঠানো হয়। শুক্রবার মনোজবাবুর সঙ্গে এই বিষয়ে কথা হয় শঙ্করবাবুর। ওই ওভারব্রিজের কাজ শুরুর জন্য দফতরের এনওসি বা সম্মতি যাতে দ্রুত দেওয়া যায়, সে ব্যাপারে মন্ত্রী তাঁকে আশ্বাস দেন বলে মনোজবাবুর দাবি। তাঁর বক্তব্য, “পূর্তমন্ত্রী যথেষ্ট গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করছেন। এই ওভারব্রিজ হলে উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগে সুবিধা হবে।” |
লড়াই কঠিন, মানলেন হুমায়ুন
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
রাজ্য জুড়ে শাসকদলের বেনজির আধিপত্যের মধ্যেও মুর্শিদাবাদে কংগ্রেসের বিরুদ্ধে লড়াইটা যে বেশ কঠিন তা স্বীকার করলেন জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি হুমায়ুন কবীর। শুক্রবার বিকেলে ভরতপুর বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবীর বলেন, “জেলায় তিনটি লোকসভার আসনই কংগ্রেসের দখলে। অতএব লড়াইটা শক্ত। ফুলের হাওয়া খেয়ে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করলে হবে না।” মুর্শিদাবাদে মাঝেমধ্যেই শাসকদলের অন্তদ্বর্ন্দ্ব প্রকাশ্যে এসেছে। দিন কয়েক আগে বেশ কয়েকটি ব্লকের সভাপতি বদল হয়। এই অবস্থায় সকলকে এককাট্টা হয়ে লড়াই করার আবেদন জানিয়ে হুমায়ুন বলেন, “আমরা মমতাদিদির আদর্শে দল করি। তাঁর সম্মান রক্ষার্থে সকলে মিলে সংগঠনকে চাঙ্গা করতে হবে।” |
ধৃত ২ বাংলাদেশি
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
আগ্নেয়াস্ত্র-সহ দুই বাংলাদেশিকে গ্রেফতার করল চাপড়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি দেশি একনলা বন্দুক ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের দর্শনা থানার পার কেষ্টপুরের বাসিন্দা হাসান শেখ ও দৌলতপুর থানার শ্যামপুরের বাসিন্দা বিল্লাল আলি বিশ্বাসকে বৃহস্পতিবার রাতে চাপড়া থানার লক্ষ্মীপুর গ্রামের নিয়ামত শেখের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। নিয়ামত শেখ পলাতক। |
ভাষা শহিদের জন্মভিটেয় একুশে |
গত কয়েক বছরের মতো এ বারও সালার থানার বাবলা গ্রামে ভাষাশহিদ আবুল বরকতের জন্মভিটের দুই প্রান্তে পৃথক দু’টি মঞ্চ বেঁধে ‘একুশে’ উদযাপন করল কংগ্রেস ও সিপিএম। সিপিএম প্রভাবিত ‘শহিদ আবুল বরকত কেন্দ্রে’ বৃহস্পতিবার রাত ১২টায় পতাকা উত্তোলন, শহিদ বেদিতে মাল্যদান ও মশাল মিছিল করে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। শুক্রবার বিকালে ভাষা দিবসের তাৎপর্য ব্যাখা করেন অধ্যাপক অনিন্দিতা বন্দ্যোপাধায় রুদ্র ও বোলপুর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক কুন্তল রুদ্র। বরকত মেলা চলবে তিন দিন। কংগ্রেস প্রভাবিত ‘শহিদ আবুল বরকত স্মৃতি সঙ্ঘে’র কার্যালয়ের সামনে এ দিন আবুল বরকতের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করার কথা ছিল রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরীর। জেলা কংগ্রেসের সম্পাদক শাহানাজ বেগম বলেন, “এ দিন ছিল লোকসভার অধিবেশনের শেষ দিন। এই কারণে রেল প্রতিমন্ত্রী বাবলা গ্রামে যেতে পারেননি।” তবে দিল্লি থেকে অধীর চৌধুরী মোবাইল ফোনে ভাষণ দেন। সেই ভাষণ সরাসরি বাবলা গ্রামের মাইকে শোনানো হয়। রাজ্যের সর্বত্র আদালত ও প্রশাসনিক ক্ষেত্রে বাংলা ভাষায় কাজের দাবিতে এ দিন নদিয়ার কল্যাণীতে পশ্চিমবঙ্গ ল-ক্লার্কস অ্যাসোসিয়েশন পদযাত্রা ও আলোচনাচক্র করে। |
নাবালিকা খুন, ধৃত ২ |
নাবালিকাকে অপহরণ করে খুন করার প্রতিবাদে শনিবার নদিয়ার পলাশিতে তিন ঘণ্টা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে সড়ক যোগাযোগ স্তব্ধ হয়ে যায়। বেলা দেড়টা নাগাদ অবরোধ উঠলেও ওই জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হতে বিকেল গড়িয়ে যায়। শুক্রবার রাতে নদিয়ার পলাশিতে বাড়ির পাশের জমি থেকে সনিয়া সরকারের (৯) দেহ উদ্ধার করে পুলিশ। বুধবার থেকে সে নিখোঁজ ছিল। ওই ঘটনায় পুলিশ অভিযুক্ত আলি মহম্মদ শেখ ওরফে পিয়ার ও সাধন ঘোষকে গ্রেফতার করেছে। |
ছাত্রীর ঝুলন্ত দেহ |
এক কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে শুক্রবার। মৃতার নাম রেজাউন্নেশা খাতুন (২১)। বাড়ি খড়গ্রামের জটারপুরে। বীরভূমের রামপুরহাট কলেজে তৃতীয় বর্ষের ওই ছাত্রী রামরামপুরে আত্মীয় বাড়িতে থাকতেন। অপমৃত্যু। বিষক্রিয়ায় মৃত্যু হল তরুণীর। নাম রিক্তা ঘোষ (১৮)। বাড়ি বড়ঞার মহিষায়। পুলিশের অনুমান, কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। |
মদের দোকান বন্ধই |
কান্দির মোহনবাগানে সরকার অনুমোদিত সেই মদের দোকান খুলতে গিয়ে বাধার মুখে পড়তে হল পুলিশকে। গত বুধবার রাতে এক মদপ্য যুবক এলাকার এক মহিলার শ্লীলতাহানি করলে ওই মদের দোকানে ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেয় প্রমীলাবাহিনী। শুক্রবার পুলিশ ওই মদের দোকান খুলতে গেলে ফের বাধা দেন মহিলারা। বাধ্য হয়ে ফিরে আসে পুলিশ। |
অবরোধ |
সীমান্ত পেরিয়ে আসা দুষ্কৃতীদের ক্রমাগত দৌরাত্ম্য এবং এই ব্যাপারে বিএসএফের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রানিনগর ও জলঙ্গি সীমান্তের চাষিরা শুক্রবার সকালে সাগরপাড়া-বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করলেন। দুপুর একটা নাগাদ ওঠে অবরোধ। স্থানীয় চাষি সালাউদ্দিন শেখ বলেন, ‘‘বাংলাদেশি দুষ্কৃতীরা ফসল নষ্ট করছে। বিএসএফ জিরো পয়েন্ট থেকে অনেকটা দূরে টহল দেওয়ায় কিছু করতে পারছে না।” |
জাল নোট, জেল |
জাল নোট-সহ ধৃত এক যুবকের পাঁচ বছর জেল হল। জঙ্গিপুরের ফাস্ট ট্র্যাক আদালত শুক্রবার এই নির্দেশ দেয়। আলমগীর শেখ নামে সাজাপ্রাপ্ত ওই যুবকের বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানার শিমুলতলা ভৈরবটোলা গ্রামে। |
|
|
ভাষা দিবসে শহিদ স্মরণ। কৃষ্ণনগরে সুদীপ ভট্টাচার্যের ছবি।
|
|
বৃহস্পতিবার রাতে শিয়ালদহ-বহরমপুরগামী মেমু ট্রেনে বছর তিনেকের এক শিশু উদ্ধার হয়েছিল। বহরমপুর
জিআরপি-র
কাছে আধো-আধো ভাবে সে জানিয়েছে, নাম সুব্রত বিশ্বাস (ডান দিকে)। শুক্রবার
চাইল্ড লাইনের মাধ্যমে
বহরমপুরের হোমে তাকে পাঠানো হয়। —নিজস্ব চিত্র। |
|