স্কুলে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় শিবির
নিজস্ব সংবাদদাতা • লালগড় |
পশ্চিম মেদিনীপুর জেলায় স্কুলভিত্তিক থ্যালাসেমিয়া বাহক নির্ণয় শিবির শুরু হল। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে প্রথম শিবিরটি হয় লালগড়ের রামকৃষ্ণ বিদ্যালয়ে। এই কর্মসূচির যৌথ উদ্যোক্তা হল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ এবং থ্যালাসেমিয়া সোসাইটি অব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। এ দিন শিবিরের সূচনা করেন জেলা সভাধিপতি উত্তরা সিংহ। ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) পাপিয়া ঘোষ রায়চৌধুরী, বিনপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণগোপাল রায়, লালগড়ের বিডিও অভিজিৎ সামন্ত। এ দিন লালগড় রামকৃষ্ণ বিদ্যালয় ও লালগড় সারদামণি বালিকা বিদ্যালয়ের মোট ৩৯৬ জন ছাত্রছাত্রীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়। |
ওষুধের দাম নির্ধারণে কেন্দ্রের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুললেন ওষুধ বিক্রেতারা। তাঁদের মতে, এতে সাধারণ মানুষের নয়, বহুজাতিক সংস্থাগুলির স্বার্থরক্ষা হচ্ছে। শুক্রবার কলকাতায় ওষুধ বিক্রেতাদের এক সম্মেলনের আয়োজন করেছিল অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন। সংগঠনের সাধারণ সম্পাদক আশিস সেনগুপ্ত বলেন, “ওষুধের সর্বোচ্চ দাম নির্ধারণের পুরনো পদ্ধতি পাল্টে গড় দামকে ভিত্তি করে নতুন নীতি চালু করেছে কেন্দ্র। তাতে ওষুধের মানের সঙ্গে আপোস করা হচ্ছে। যার ফল ভুগছেন সাধারণ মানুষ।” |