টুকরো খবর
শ্বশুরবাড়িতে ধর্নায় গৃহবধূ
শ্বশুরবাড়িতে ঢুকতে বাধা দেওয়ায় শুক্রবার দুপুর থেকে ধর্নায় বসল এক বধূ। ধূপগুড়ি শহরের মাস্টার কোয়ার্টার পাড়া এলাকার ঘটনা। বধূর শ্বশুরমশাই একজন প্রাক্তন শিক্ষক। পুত্রবধূর ওই কাণ্ডে বাড়িতে তালা ঝুলিয়ে এলাকা ছেড়েছে ওই শিক্ষক। চার বছর আগে ফালাকাটা ব্লকের জটেশ্বরের বাসিন্দা বাবলি বসাকের সঙ্গে ধূপগুড়ির ওই শিক্ষকের ছেলের বিয়ে হয়। ছেলে ব্যবসা করে বলে জানানো হলেও বিয়ের পরে ওই বধূ ও তার পরিবারের লোক জানতে পারেন, পাত্র কোনও কাজ করেন না। বিয়ের পর থেকে মারধর ছাড়াও একবার বধূকে পুড়িয়ে মারার চেষ্টা হয় বলে অভিযোগ। বধূর মামা উজ্জ্বল সাহার কথায়, “দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। তার পরে কিছুদিন অত্যাচার বন্ধ থাকলেও ফের তা শুরু হয়।” গত ২৫ জানুয়ারি ওই বধূ আধার কার্ডের জন্য ছবি তুলতে বাপের বাড়িতে যান। গত সোমবার সে শ্বশুরবাড়িতে ফিরলে তাঁকে বাড়ি থেকে বার করে দেওয়া হয় বলে অভিযোগ। এর পরে ওই বধূ শ্বশুরবাড়ির সামনে ধর্ণায় বসেন। তবে বিষয়টি তাঁরা পুলিশকে জানাননি।

সরকারের সমালোচনা
অণ্ণা হজারে পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভাল করে জানেনই না। তাই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে রাজি বলে মনে করছেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু। শুক্রবার শিলিগুড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে এসে এ কথা বলেন তিনি। এদিন হিলকার্ট রোডে সিপিএমের জেলা কার্যালয়ের সামনে শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন তিনি। তার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান বিমান। তিনি বলেন, “এ রাজ্য খুন, ধর্ষণ, নারী নিগ্রহে শীর্ষস্থান লাভ করতে চলেছে। তা কিন্তু অণ্ণার কানে যায়নি। তা হলে উনি সমর্থন করতেন না।” অনুষ্ঠান চলাকালীন তিনি খবর পান শিলিগুড়ির মাটিগাড়ায় তাঁদের দলীয় কার্যালয়ে দুষ্কৃতীরা বোমা মেরেছে।

বন্ধ বিদ্যুৎ পরিষেবা
শামুকতলা ও মহাকালগুড়ি এলাকার সাতটি ট্রান্সফর্মার থেকে মোট ৩৭টি কাট আউট চুরির ঘটনা ঘটল। এর জেরে বৃহস্পতিবার রাত থেকে দুটি এলাকায় শুক্রবার সকাল পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল। বিষয়টি নিয়ে শামুকতলা থানায় লিখিত অভিযোগ জানায় বিদ্যুৎ বণ্টন দফতর। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

দেহসৌষ্ঠবের আসর
আজ শনিবার হবে সপ্তম উত্তরবঙ্গ দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা। দার্জিলিং ফিজিকাল কালচার অ্যসোসিয়েশনের উদ্যোগে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক রবীন্দ্র মঞ্চে প্রতিযোগিতা হবে। মোট পাঁচটি বিভাগে প্রতিদন্দ্বিতা করবেন ৭০ জন। প্রতিটি বিভাগে পাঁচটি করে পুরস্কার। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স দলকেও পুরস্কৃত করা হবে।

শিশুকন্যা উদ্ধার
ছবি: দীপঙ্কর ঘটক।
শুক্রবার সকালে ময়নাগুড়ির সুভাষনগর লাগোয়া একটি কালভার্টের নীচ থেকে এক দিনের এই শিশুকন্যাটিকে উদ্ধার করা হয়। রাতভর নোংরায় পড়ে থাকায় অসুস্থ অবস্থায় প্রথমে তাকে ময়নাগুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি আপাতত সুস্থ বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

চোরাই মাল উদ্ধার
অসম সীমানার পাখড়িগুড়ি এলাকায় অভিযান চালিয়ে মাটি খুঁড়ে রেলের ওয়াগান থেকে চুরি যাওয়া মাল ও চোরাই কাঠ উদ্ধার হয়। গ্রেফতার করা হয় কোচবিহারের রামপুর গ্রামের নকুল দাস নামে এক ব্যক্তিকে। বন দফতর ও বারবিশা পুলিশ যৌথ অভিযান চালিয়ে চোরাই মালপত্রগুলি উদ্ধার করেছে। রেল পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মালপত্রের বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা।

গদাধর খাল সংস্কার
ছবি: সন্দীপ পাল।
গদাধর খাল সংস্কার প্রকল্পের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। মন্ত্রী বলেন, “পুরো কাজ করতে ২৫ কোটি টাকা লাগবে। প্রথম পর্যায়ের কাজ শুরু হল।” জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসুর অভিযোগ, “নিকাশি খাল তো আছেই। সেখানে কাজের সূচনার নামে লোকসভা নির্বাচনের আগে গদাধর নাটক শুরু হল।” জেলা সিপিএমের সম্পাদকমণ্ডলীর সদস্য সলিল আচার্যও বলেন, “পুরনো খাল সংস্কারের সূচনা রাজনৈতিক চমক ছাড়া কিছু নয়।”

ডাকাতির ঘটনায় জেরা
শিলিগুড়ি বাবুপাড়ায় মহিলা ডাকাতের ডাকাতির ঘটনায় কয়েক জনকে জেরা করেছে পুলিশ। শুক্রবার তাঁদের জেরা করে শিলিগুড়ি পুলিশ। যদিও তাদের মধ্যেই কেউ ডাকাতির সঙ্গে জড়িত কিনা তা এখনও নিশ্চিত নয় তাঁরা। শিলিগুড়ি পুলিশে এডিসি কে সাভারি রাজকুমার বলেন, “তদন্ত করছি। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। কয়েক জনকে জেরা করা হয়েছে।” মঙ্গলবার সন্ধ্যায় বাবুপাড়ার ডাকাতি করেন ৩ মহিলা।

প্রতিশ্রুতি
মে মাসের মধ্যে ব্লকে সাড়ে পাঁচ কোটি টাকার কাজ শেষ করার প্রতিশ্রুতি দিলেন ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণবেশ মণ্ডল। কাজের ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে। কাজও বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বলে শুক্রবার সাংবাদিক বৈঠক করে জানালেন তিনি।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.