পুরসভার বোর্ড মিটিং চলার সময় সভা ঘরে পুলিশের ভিডিও ক্যামেরা নিয়ে বির্তক তৈরি হল শিলিগুড়িতে। শুক্রবার দুপুর একটা নাগাদ শিলিগুড়ি পুরসভার বোর্ড মিটিং শুরু হয়। এক সময়ে নিজের বক্তব্য শেষ করে, বিরোধী দলনেতা সিপিএম কাউন্সিলর মুন্সি নুরুল ইসলাম চেয়ারম্যানকে অভিযোগ করে বলেন, “সভায় যাঁরা ক্যামেরা নিয়ে রয়েছেন, তাঁরা সকলেই সাংবাদিক নয়। পুলিশেরও লোক রয়েছে।”
বাম-কংগ্রেস এবং তৃণমূল সব দলের কাউন্সিলররাই ঘাড় ঘুরিয়ে চারদিক দেখতে থাকেন। সে সময়ে এক ব্যক্তি ভিডিও ক্যামেরা হাতে ঘর ছেড়ে দ্রুত বের হয়ে যান। পুরসভার চেয়ারম্যান অরিন্দম মিত্র বলেন, “কে বা কারা পুলিশে খবর দিয়েছে। কেন পুলিশ সভার ভিতরে এসেছে। তা খতিয়ে দেখার জন্য পুর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হল।’’ কংগ্রেসের মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “পুরসভার তরফে পুলিশকে কোনও খবর দেওয়া হয়নি।”
তৃণমূলের দলনেতা কৃষ্ণ পাল বলেন, “পুরসভার ভবনে ঢোকার মুখেও পুলিশ দেখেছি। কারা খবর দিল তা খোঁজ নিতে হবে।” শিলিগুড়ির পুলিশ কমিশনার জগ মোহন বলেন, “কী ঘটেছিল, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশ দিয়ে কাউকে ক্যামেরা নিয়ে পুরসভায় পাঠানো হয়নি। পুলিশের কেউ যদি সেখানে গিয়ে ছবি তুলতে যায় তবে ব্যবস্থা নেওয়া হবে।”
যদিও পুলিশের এক সূত্রে জানা যায়, এ দিন বোর্ড মিটিং চলাকালীন অস্থায়ী কর্মীদের বিক্ষোভ থাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। সেখানে পুলিশের কর্মী অত্যুৎসাহে ক্যামেরা হাতে সভা ঘরে চলে গিয়ে থাকবে। |