আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে দেশ জুড়ে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দিল রান্নার গ্যাসের ডিস্ট্রিবিউটরদের দু’টি সংগঠন। এ রাজ্যে রান্নার গ্যাসের প্রায় ৭০ লক্ষ গ্রাহকের অনেকেই এর ফলে সমস্যায় পড়তে পারেন। অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটর্স ফেডারেশন এবং ফেডারেশন অব এলপিজি ডিস্ট্রিবিউটর্স অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, রান্নার গ্যাসের বিপণন নীতি নিয়ে তেল সংস্থাগুলির জারি করা নির্দেশিকা সংশোধনের দাবিতেই ওই ধর্মঘট ডাকা হয়েছে। এলপিজি ডিস্ট্রিবিউটর্স ফেডারেশনের অতিরিক্ত সাধারণ সম্পাদক বিজনবিহারী বিশ্বাস বলেন, “বিপণন নিদের্শিকা আমরা মানতে রাজি। কিন্তু তা বাস্তববাদী হতে হবে।” তাঁদের অভিযোগ, তেল সংস্থাগুলি এমন সব ত্রুটির দায় চাপিয়ে দিচ্ছে যা আদৌ ডিস্ট্রিবিউটারদের উপরে বর্তায় না। পাশাপাশি তাঁদের দাবি, সিলিন্ডারে এমন এমন ‘সিল’ ব্যবহার করা হোক, যা পলকা নয়।
|
আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য অর্থ লগ্নি সংস্থা টাওয়ার ইনফোটেকের সম্পত্তি সেবি বা অন্য কোন সংস্থা বাজেয়াপ্ত করে বিক্রি করবে, কলকাতা হাইকোর্ট ২৬ ফেব্রুয়ারি তা জানিয়ে দেবে। টাওয়ার আগেই আদালতে বলেছিল, তারা ৫০০ কোটি টাকার আমানত সংগ্রহ করেছে। তাদের সম্পত্তি রয়েছে ৭০০ কোটি টাকার। চন্দ্রা মুখোপাধ্যায় নামে এক মহিলা মামলা করে বলেন, টাওয়ারের সম্পত্তি বেচে প্রাপকদের টাকা ফেরতের ব্যবস্থা করার জন্য সেবি-কে নির্দেশ দিক হাইকোর্ট। শুক্রবার তার শুনানিতে আবেদনকারিণীর আইনজীবী অমৃতা পাণ্ডে বলেন, এর আগে হাইকোর্টের নির্দেশে সঞ্চয়িতার সম্পত্তি বাজেয়াপ্ত ও বিক্রি করা হয়েছিল। তাই হাইকোর্ট মনে করলে যে-কোনও সংস্থাকে দিয়ে টাওয়ারেরও সম্পত্তি বাজেয়াপ্ত এবং বিক্রি করাতে পারে। তবে সেবি প্রথম থেকেই টাওয়ারের সম্পত্তি নিয়ে কাজ করছে। তাই তারা যদি টাওয়ার গোষ্ঠীর সম্পত্তি বাজেয়াপ্ত ও বিক্রির দায়িত্ব নেয়, কাজটা সহজ হবে। বিচারপতি বলেন, সেবি বা আর কোন সংস্থাকে দিয়ে টাওয়ারের সম্পত্তি বিক্রি করানো যায়, নথি দেখে ২৬ তারিখে তার রায় দেওয়া হবে।
|
তৃণমূল ক্ষমতায় এসেই সব পুলিশ অ্যাসোসিয়েশন বাতিল করে দেয়। তিনটি পুলিশ সমিতি কলকাতা হাইকোর্টে যায়। ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশে জানায়, ওই সব সমিতির অফিস বা অন্যান্য ঘর দখল করা যাবে না। কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ সমিতির অফিস দখল করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে আদালত অবমাননার মামলা করা হয়েছে। ডিভিশন বেঞ্চ শুক্রবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ কয়েক জনকে ‘শো-কজ’ বা কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে। ছ’সপ্তাহের মধ্যে তাঁদের জানাতে হবে, আদালতের নির্দেশ অমান্য করে কেন ওই সব পুলিশ সমিতির ঘর দখল করা হল।
|
দক্ষিণেশ্বর সারদা মঠের প্রবীণা সন্ন্যাসিনী প্রব্রাজিকা সন্তোষপ্রাণা (৮৬)-র দেহাবসান হয়েছে বৃহস্পতিবার। বেলুড় মঠের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দের কাছে তিনি মন্ত্রদীক্ষা লাভ করেন। সারদা মঠে যোগ দেন ১৯৫৭ সালে। ’৭২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে রামকৃষ্ণ সারদা মিশনের বিভিন্ন শাখা কেন্দ্রের কর্মী ছিলেন। পরে অরুণাচলের টিরাপ জেলার খোনসা শহরে একটি বালিকা বিদ্যালয় গড়ার ভার দেওয়া হয় তাঁকে। ’৯৫ সাল পর্যন্ত সেই বিদ্যালয়ের দায়িত্ব পালন করেন তিনি।
|
রাজ্যে নতুন ২৭৩টি রেশন দোকানের লাইসেন্স দেবে রাজ্য সরকার। জেলার যে সব গ্রামগুলিতে রেশন দোকান নেই, সেই সব গ্রামকে অগ্রাধিকার দেওয়া হবে। এর বেশির ভাগই উত্তরবঙ্গের নানা প্রত্যন্ত এলাকা, বন্ধ চা বাগান এবং জঙ্গলমহলের গ্রাম। রেশন দোকান খুলতে চাইলে ব্যক্তিদের সঙ্গে আবেদন করতে পারে স্বনির্ভর গোষ্ঠীগুলিও। |