টুকরো খবর
সান্তোসের বিরুদ্ধে তোপ নেইমারের

২১ ফেব্রুয়ারি
প্রাক্তন ক্লাব সান্তোসের বিরুদ্ধে তোপ দাগলেন বার্সেলোনার ওয়ান্ডারকিড নেইমার। বার্সেলোনার সঙ্গে চুক্তিতে কর ফাঁকি দেওয়া প্রসঙ্গে নেইমারের বাবাকে কটাক্ষ করে সান্তোসের প্রেসিডেন্ট ওডিলিও রডরিগেজ বলেছিলেন, “নৈতিক দিক দিয়ে নেইমার সিনিয়র খুব খারাপ কাজ করেছেন।” জবাবে সান্তোস প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে নেইমার বললেন, “অনেক হয়েছে। ওডিলিওকে খুব সম্মান করতাম। চাইলে আমিও অনেককে দোষী সাব্যস্ত করতে পারি। সান্তোস তো এখন একটা রাজনৈতিক ক্লাব। তবে এ রকম লোকের জন্য ক্লাবের প্রতি আমার ভালবাসা কমবে না।”

রাহুলের পরামর্শ
মেরি কমের ছেলে প্রিন্সকে রাহুল গাঁধীর আদর।
শুক্রবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই।
দেশের ক্রীড়া সংস্থা থেকে রাজনীতিবিদদের দূরে রাখার পরামর্শ দিলেন রাহুল গাঁধী। কংগ্রেসের সহ-সভাপতি এ দিন বলেন, “খেলাধুলো নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার হলে সেই ক্ষমতাটা ক্রীড়াবিদদেরই দেওয়া উচিত। সোজা কথায়, খেলাধুলো থেকে রাজনীতিবিদদের দূরে রাখুন।” নয়াদিল্লিতে ‘ন্যাশনাল ইয়ুথ পলিসি ২০১৪’ এবং রাজীব গাঁধী খেল অভিযানের উদ্বোধনে রাহুলের সঙ্গে উপস্থিত ছিলেন মেরি কম, বিজেন্দ্র সিংহ, গোপীচন্দের মতো ভারতীয় ক্রীড়া জগতের নক্ষত্ররা।

অবাক মুনাফ
আইপিএল সেভেন নিলামে তাঁকে কোনও ফ্র্যাঞ্চাইজিই না কেনায় অবাক মুনাফ পটেল। ২০১১-এ সাত লক্ষ ডলার দিয়ে ভারতীয় পেসারকে কেনে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু তাঁকে সে ভাবে খেলানো হয়নি। “জানি না আটটা ফ্র্যাঞ্চাইজির কেউই আমাকে কিনল না কেন। এ বার রঞ্জিতে একটা ম্যাচে দশ উইকেট তুলেছি। আমি ফিট আর ভাল গতিতে বল করছি,” এ দিন বলেছেন মুনাফ। আইপিএল সেভেনে অবিক্রিত আর এক ভারতীয় পেসার প্রবীণ কুমার আবার বলেছেন, ২০১৫ বিশ্বকাপে জাতীয় দলে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

সাকিবের নির্বাসন
লাইভ টিভিতে অশালীন অঙ্গভঙ্গি করার জন্য তিন ম্যাচ নির্বাসিত হলেন সাকিব আল হাসান। প্রায় চার হাজার ডলার জরিমানাও হয়েছে বাংলাদেশি অলরাউন্ডারের। মীরপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ঘটনাটি ঘটান সাকিব। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-র পাশাপাশি এশিয়া কাপে প্রথম দুটো ম্যাচে ভারত এবং আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন না সাকিব।

নেই বালোতেলি
কাঁধের চোটের জন্য দশ দিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন মারিও বালোতেলি। গত বুধবার আটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ০-১ হারের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় এসি মিলানের স্ট্রাইকারকে। মেডিক্যাল রিপোর্টে জানা গিয়েছে, দশ দিন মাঠের বাইরে তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে ১১ মার্চ আটলেটিকোর বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ ফিরতি ম্যাচে খেলতে পারবেন তিনি।

কালীঘাট, ইস্টবেঙ্গল জয়ী
ইডেনে শুক্রবার সকালে বিরল দৃশ্য। এক দিকে টস করতে নেমেছেন ইস্টবেঙ্গল ও মহমেডানের ক্যাপ্টেন। অন্য দিকে নেট প্র্যাকটিস করছেন বাংলা দলের ক্রিকেটাররা। মনোজ তিওয়ারি (৪ বলে ৬) এ দিন কালীঘাটের হয়ে খেলেন পাইকপাড়ার বিরুদ্ধে। কালীঘাট জেতে ন’উইকেটে। ইডেনে ইস্টবেঙ্গল (২৭৮-৯) ১১৫ রানে হারায় মহমেডানকে (১৬৩)। ভবানীপুর (৩৪৬-৬) ঐক্য সম্মিলনীর (২৩৩-৭) বিরুদ্ধে জেতে ১১৩ রানে। ভবানীপুরের অভিষেক দাস ১৫৩ ও রশ্মি রঞ্জন দাস অপরাজিত ১১৮।

অন্য খেলায়
অনূর্ধ্ব ১৬০০ রেটিং অল ইন্ডিয়া ফিডে রেটিং চেস চ্যাম্পিয়নশিপ ৪-৬ এপ্রিল, পুরীতে। এই বিভাগে এটাই ভারতের সর্বোচ্চ পুরস্কারমূল্যের (সব মিলিয়ে পাঁচ লক্ষ টাকা) টুর্নামেন্ট।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.