টুকরো খবর |
সরব সিভিক পুলিশ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
কাজ মিললেও মেলেনি নিয়োগ পত্র, ন্যূনতম মজুরি, পোশাক। এ সবেরই প্রতিবাদে সংগঠন গড়ে সরব হয়েছেন সিভিক পুলিশকর্মীদের একাংশ। দাবি পূরণের লক্ষ্যে শুক্রবার খড়্গপুরের টাউন হলে বর্ধিত সভা করে ‘সিভিক পুলিশ স্বেচ্ছাসেবক বাহিনী সংগ্রাম কমিটি’। কমিটির অভিযোগ, নিয়োগের সময় ২৬ দিন কাজ, পোশাক, প্রশিক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূরণ করা হয়নি। সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি এবং নিয়োগপত্রের দাবিও জানিয়েছেন সিভিক পুলিশকর্মীরা। গত বছর রাজ্য জুড়ে ১ লক্ষ ৩০ হাজার সিভিক পুলিশ নিয়োগের সিদ্ধান্ত হয়। পশ্চিম মেদিনীপুরে পুলিশ জেলায় ৬২০০ জন ও ঝাড়গ্রাম পুলিশ জেলায় ৩৯০৯ জনের তালিকা প্রকাশ হয়। তারপর ছ’মাস পেরিয়ে গেলেও কাজ না পাওয়ায় আন্দোলনে নামেন সফল প্রার্থীরা। এ দিন সংগঠনের সভাপতি অনিল দাস বলেন, “মজুরি বৃদ্ধি, পোশাক, ২৬ দিন কাজের দাবিতে আমরা মুখ্যমন্ত্রী থেকে স্বরাষ্ট্র সচিবকে স্মারকলিপি দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনকারী অণ্ণা হাজারেকেও সমস্যা জানানো হবে।” |
রেলের ঠিকাশ্রমিকদের কর্মবিরতি উঠে গেল |
মজুরি বৃদ্ধির আশ্বাস মেলায় কর্মবিরতি তুলে নিল রেলের ঠিকাশ্রমিক সংগঠনগুলি। বৃহস্পতিবার রাতে খড়্গপুর ডিভিশন অফিসে ত্রিপাক্ষিক বৈঠকে মীমাংসার পরে কর্মবিরতি প্রত্যাহার করে তিনটি সংগঠন। শুক্রবার থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। খড়্গপুর শাখার লাইন ও সিভিল সেকশনের প্রায় ১০ হাজার ঠিকাশ্রমিক গত বুধবার থেকে কর্মবিরতি চালাচ্ছিলেন। তাঁদের দাবি ছিল, সিভিল ঠিকা শ্রমিকদের দৈনিক মজুরি ১৮৫ টাকা থেকে ২২০ টাকা ও লাইন শ্রমিকদের ২০৫ টাকা থেকে বাড়িয়ে ২৪০ টাকা করতে হবে। ঠিকাদার সংস্থা দাবি না মানায় শ্রমিকেরা রেল কর্তৃপক্ষের দ্বারস্থ হন। অভিযোগ, রেলও বিষয়টিতে গুরুত্ব দেয়নি। তারপরই কর্মবিরতি শুরু করে আইটাক, সিটু এবং আইএনটিটিইউসি। সমস্যা মেটাতে রেল ও ঠিকাদার সংস্থাগুলি আন্দোলনকারী শ্রমিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসে। স্থির হয়, প্রতিটি ক্ষেত্রেই ১৪ শতাংশ মজুরি বৃদ্ধি করা হবে। আইটাক নেতা বিপ্লব ভট্ট বলেন, “রেল হস্তক্ষেপ করায় সমস্যা মিটে গেল। মজুরি বৃদ্ধি ও সপ্তাহে টাকা মেটানোর দাবি পূরণ হওয়ায় আমরা কর্মবিরতি তুলে নিয়েছি।” রেলের সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার(কো-অর্ডিনেশন) এ কে শ্যামলের বক্তব্য, “বৈঠকে ওঁরা নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিয়েছেন। কাজে যোগও দিয়েছেন শ্রমিকেরা।” |
দাবি আদায়ে সভা সিভিক পুলিশের |
কাজ মিললেও মেলেনি নিয়োগ পত্র, ন্যূনতম মজুরি, পোশাক। এ সবেরই প্রতিবাদে সংগঠন গড়ে সরব হয়েছেন সিভিক পুলিশকর্মীদের একাংশ। দাবি পূরণের লক্ষ্যে শুক্রবার খড়্গপুরের টাউন হলে বর্ধিত সভা করে ‘সিভিক পুলিশ স্বেচ্ছাসেবক বাহিনী সংগ্রাম কমিটি’। কমিটির অভিযোগ, নিয়োগের সময় ২৬ দিন কাজ, পোশাক, প্রশিক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পূরণ করা হয়নি। সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি এবং নিয়োগপত্রের দাবিও জানিয়েছেন সিভিক পুলিশকর্মীরা। গত বছর রাজ্য জুড়ে ১ লক্ষ ৩০ হাজার সিভিক পুলিশ নিয়োগের সিদ্ধান্ত হয়। পশ্চিম মেদিনীপুরে পুলিশ জেলায় ৬২০০ জন ও ঝাড়গ্রাম পুলিশ জেলায় ৩৯০৯ জনের তালিকা প্রকাশ হয়। তারপর ছ’মাস পেরিয়ে গেলেও কাজ না পাওয়ায় আন্দোলনে নামেন সফল প্রার্থীরা। এ দিন সংগঠনের সভাপতি অনিল দাস বলেন, “মজুরি বৃদ্ধি, পোশাক, ২৬ দিন কাজের দাবিতে আমরা মুখ্যমন্ত্রী থেকে স্বরাষ্ট্র সচিবকে স্মারকলিপি দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনকারী অণ্ণা হাজারেকেও সমস্যা জানানো হবে।” |
আইন কর্মশালা |
|
তথ্য জানার অধিকার নিয়ে কর্মশালা। |
তথ্য জানার আইন নিয়ে কর্মশালা হল শুক্রবার। মেদিনীপুরে এই কমর্শালায় উপস্থিত ছিলেন জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের আধিকারিক শম্পা হাজরা। গত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে পরিবর্তন হয়েছে। বহু নতুন মুখ পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন। তাঁদের অনেকেরই এই আইন সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। তাঁদের এই আইনের খুঁটিনাটি জানাতেই এই কর্মশালা। কোন কোন তথ্য কতদিনের মধ্যে জানাতে হবে, না জানালে কী সমস্যা হতে পারে, সবই জানানো হয়। |
জলের উৎস দেখভালে জোর |
জলের উৎস দেখভাল করার ক্ষেত্রে সকলকে আরও সচেতন হতে হবে। শুক্রবার মেদিনীপুরে এক প্রশিক্ষণ শিবিরে এই বার্তাই দিলেন প্রশাসনিক আধিকারিকেরা। তাঁদের মতে, জলের উৎস যথাযথ ভাবে দেখভাল করা হলে জলবাহিত রোগের প্রকোপ কমবে। জাতীয় বিশুদ্ধ পানীয় জল ও স্বাস্থ্য বিধান সপ্তাহ উপলক্ষে এ দিন জেলা পরিষদের সভাকক্ষে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে জনস্বাস্থ্য কারিগরি এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। উপস্থিত ছিলেন সভাধিপতি উত্তরা সিংহ, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) পাপিয়া ঘোষ রায়চৌধুরী, মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা। শিবিরে পঞ্চায়েত সমিতির সভাপতিরাও যোগ দেন। |
ডাকাতির চেষ্টা |
মেদিনীপুর শহর ঘেঁষা ধর্মা ও কেরানীতলার মাঝে ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে বসে চার দুষ্কৃতী ডাকাতির ছক কষছিল বৃহস্পতিবার রাতে। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় কোতয়ালি থানার পুলিশ। চার জনকেই ধরে ফেলে। ধৃতদের মধ্যে রয়েছে মেদিনীপুর শহরের তিনজন, রাজা সিংহ, মৃণাল দে ও রাজু মাজি। টোটন রায় নামে অন্য জনের বাড়ি খড়্গপুরে। |
ওল বীজ বিলি |
বিকল্প চাষে উৎসাহ বাড়াতে ওলের বীজ দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা প্রকল্পে শুক্রবার থেকেই নিখরচায় ওলের বীজ দেওয়া শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। এ দিন শালবনি পঞ্চায়েত সমিতিতে এক কৃষি প্রশিক্ষণ শিবিরের আয়োজিত হয়। যেখানে বিভিন্ন চাষ সম্বন্ধে চাষিদের সচেতন করা হয়। |
কোথায় কী |
শনিবার
রক্তদান: বালিচক নবারুণ সঙ্ঘের উদ্যোগে রক্তদান শিবির।
সকাল ৯টায়। শিবির শেষে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের চমক।
রবিবার
স্বাস্থ্য শিবির: খড়্গপুর শহরের সাউথ সাইড প্রাথমিক বিদ্যালয়ে
স্বাস্থ্য পরীক্ষা শিবির। সকাল ৯টায়। স্নায়ু, অস্থি, হৃদযন্ত্র, শিশু, স্ত্রীরোগ বিশেষজ্ঞরা থাকবেন। |
|