মাদক পাচারে ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা |
শরৎ বসু রোডে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। হঠাৎই সামনে এসে দাঁড়াল একটি দামি গাড়ি। তাতে উঠে পড়লেন তিনি। কিছুটা যেতে না যেতেই নেমে পড়লেন গাড়ি থেকে। ফের হেঁটে এসে দাঁড়ালেন আগের জায়গায়। দিন কয়েক আগে এমনই দৃশ্য চোখে পড়েছিল স্থানীয় কয়েক জনের। সেখান থেকেই খবর যায় নার্কোটিক্স শাখার অফিসারদের কাছে। বৃহস্পতিবার শরৎ বসু রোডেরই এক হোটেল থেকে ধরা পড়েন রামকুমার রাই নামে ওই যুবক। আটক হয়েছে প্রায় ১ কেজি চরস ও ৫৪ হাজার টাকা। ধৃত যুবক আন্তর্জাতিক মাদক চক্রের সদস্য বলে পুলিশের দাবি। নেপালের বাসিন্দা রামকুমার ভারতের বিভিন্ন শহরে মাদক পাচার চক্র চালাতেন। পুলিশ জানায়, শহরের বিত্তশালী মহলে চরস পাচারের অন্যতম চাঁই রামকুমারের অনেক খদ্দের। গোয়েন্দারা জেনেছেন, নেপাল থেকে নিষিদ্ধ মাদক চলে আসে দিল্লি, কলকাতা, শিলিগুড়ি, মুম্বই-সহ বেশ কিছু শহরে। আলাদা আলাদা দলকে তা পাচারের দায়িত্ব দেওয়া হয়। পুলিশের দাবি, এই চক্রটি কয়েক মাস ধরে রাজ্যে সক্রিয়। রামকুমার প্রতি মাসে এক বার কলকাতায় আসতেন। ধরা পড়ার আগে প্রায় চার বার কয়েক লক্ষ টাকার মাদক নিয়ে কলকাতায় এসেছিলেন। |
যাত্রীদের সঙ্গে ভাল ব্যবহার, আইন মেনে অটো চালানো ও প্রশাসনের সঙ্গে সহযোগিতার শপথ নিলেন বিভিন্ন রুটের পাঁচশো অটোচালক। চালকদের চেতনা বৃদ্ধির জন্য শুক্রবার সুজাতা সদনে এক অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। অংশ নেন বারাসত থেকে গড়িয়া এবং কসবা থেকে বেহালার একাধিক রুটের অটোচালকেরা। চালকদের বিরুদ্ধে বার বার নানা অভিযোগ উঠেছে। এ দিন চালকেরা তাঁদের সমস্যার কথাও বলেন। ছিলেন আইএনটিটিইউসি-র সাধারণ সম্পাদক প্রদীপ বন্দ্যোপাধ্যায়, সংগঠনের কোর কমিটির সদস্য এ কে সিংহ। তাঁরা জানান, পরিবহণমন্ত্রীকে সমস্যা জানানো হবে। দক্ষিণ কলকাতার আইএনটিটিইউসি পরিচালিত অটো ইউনিয়নের নেতা গোপাল সুতার বলেন, “আমাদের আগামী কাজ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া।” |
ঘোষণা আগেই হয়েছিল। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে সিইএসসি-র হাতে সিটিসি-র জমি তুলে দিল রাজ্য। খিদিরপুর, কালীঘাট ও গ্যালিফ স্ট্রিটে প্রায় ৫০ কাঠা জমি প্রায় ২৮ কোটি টাকায় কিনল সিইএসসি। সংস্থার এগ্জিকিউটিভ ডিরেক্টর অভিজিৎ বসুর হাতে জমি তুলে দিয়ে পরিবহণমন্ত্রী মদন মিত্র বলেন, “ট্রাম ও বাস ডিপোর বহু পড়ে থাকা জমি দুর্বৃত্তদের আখড়া হয়ে যাচ্ছিল। তা সঠিক কাজে ব্যবহার করতেই এই সিদ্ধান্ত।” অভিজিৎবাবু বলেন, “এই তিন জায়গায় সাব-স্টেশন বসবে। এখন সিইএসসি এলাকার চাহিদা দিনে ১৯০০ মেগাওয়াট। সরবরাহ ঠিক রাখতে উৎপাদন হয় দ্বিগুণ।” তিনি জানান, ১০ বছরে এই চাহিদা বাড়বে। তাই নতুন জমি খুঁজছে সিইএসসি। |
ফের চুরি হল বাগুইআটির তেঘরিয়ায়। এ বার এশিয়ান গেমসের সোনাজয়ী অ্যাথলিট পিঙ্কি প্রামাণিকের বাড়িতে। পুলিশ জানায়, এখন পিঙ্কি পুরুলিয়ায়। বৃহস্পতিবার প্রতিবেশীরা তাঁকে ফোনে সব জানান। পিঙ্কি বলেন, “সোনার ব্রেসলেট, রুপোর পদক, ৬০,০০০ টাকা ও রুপোর কয়েন খোয়া গিয়েছে।” গত শুক্রবার তেঘরিয়ার এক আবাসন থেকে মোটরবাইক চুরির ঘটনারই কিনারা হয়নি এখনও। স্থানীয়দের অভিযোগ, “রাতে পুলিশি টহলদারির অভাব রয়েছে।” বিধাননগর কমিশনারেটের এক কর্তা বলেন, “টহলদারি হয়। তবে সব গলিতে সব সময়ে পৌঁছনো কার্যত অসম্ভব।” |
অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের ই-মেল হ্যাক করার অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। ধৃতের নাম কৌশিক চৌধুরী। শুক্রবার আদালতে তিনি জামিন পান। পুলিশ জানায়, কম্পিউটারের হার্ড ডিস্ক খারাপ হওয়ায় রূপাদেবী পরিচিত মিস্ত্রিকে ডাকেন। মিস্ত্রি তা খুলে নিয়ে যান। এর পর এক সতর্কবার্তায় রূপাদেবী জানতে পারেন, তাঁর ই-মেলের পাসওয়ার্ড বদলানোর চেষ্টা হচ্ছে। তদন্তে পুলিশ জানায়, মিস্ত্রি হার্ড ডিস্ক নিয়ে যান কৌশিকের কাছে। তা থেকে নানা তথ্য হাতিয়ে পাসওয়ার্ড বদলাতে চেষ্টা করেন কৌশিক। |