টুকরো খবর
আগামী অর্থবর্ষে আরও স্পেকট্রাম নিলাম করবে কেন্দ্র
আগামী অর্থবর্ষে ১৬৫ মেগাহার্ৎজ স্পেকট্রাম নিলাম করবে কেন্দ্র। টেলিকম সচিব এমএফ ফারুকি এ কথা জানিয়ে বলেন, ২০১৫ সালের ডিসেম্বরে বিভিন্ন সংস্থার হাতে থাকা এই স্পেকট্রামের লাইসেন্সের মেয়াদ শেষ হচ্ছে। এর মধ্যে রয়েছে এয়ারটেলের ৪টি, ভোডাফোনের ৬টি এবং রিলায়্যান্স কমিউনিকেশন্স ও আইডিয়া সেলুলারের ৭টি করে লাইসেন্স। এই স্পেকট্রামগুলির মধ্যে অধিকাংশই (১৪৩.৮ মেগাহার্ৎজ) ৯০০ মেগাহার্ৎজ ব্যান্ডের। বাকিটা ১,৮০০ মেগাহার্ৎজ ব্যান্ডের। এগুলি ছাড়াও, ৭০০ ও ৮০০ মেগাহার্ৎজ ব্যান্ডের স্পেকট্রাম নিলাম নিয়েও সিদ্ধান্ত নেবে কেন্দ্র। এগুলি মূলত সিডিএমএ প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এ বার নয়া পেনশন ফর্ম
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নতুন পেনশন ফর্ম চালু হল শুক্রবার। কেন্দ্রের দাবি, পেনশন ব্যবস্থাকে আরও সরল করতেই আনা হয়েছে এই নতুন ‘ফর্ম-৫’। ঝক্কি কমাতে তুলে দেওয়া হয়েছে এফিডেবিট জমা দেওয়ার শর্তটিকেও। কেন্দ্র জানিয়েছে, নয়া ফর্মে আগের থেকে অনেক কম তথ্য দিতে হবে। শুধুমাত্র নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের খুঁটিনাটি। মোবাইল নম্বর ও ই-মেল আইডি থাকলে, দিতে হবে সেটাও। এ ছাড়া, ফর্ম-৫ ভর্তি করে জমার সময় তথ্যের সত্যতার প্রমাণ হিসেবে নিজের সই থাকলেই হবে। কেন্দ্রের দাবি, এই পদ্ধতিতে স্বচ্ছতাও বাড়বে।

উঠল শেয়ার বাজার
বৃহস্পতিবার ১৮৬ পয়েন্ট পড়ার পর শুক্রবার সেনসেক্স উঠল ১৬৪ পয়েন্ট। দাঁড়াল ২০,৭০০.৭৫ অঙ্কে। এই নিয়ে গত ছ’দিনের লেনদেনে পাঁচ দিনই ঊর্ধ্বমুখী থাকতে দেখা গেল সূচককে। বাজার বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রের অন্তর্বর্তী বাজেট প্রস্তাবে লগ্নিকারীরা যে আশার আলো দেখেছেন, এটা তারই প্রকাশ। এ ছাড়া ইন্ধন জুগিয়েছে ফেব্রুয়ারিতে মার্কিন মুলুকে উৎপাদন শিল্পের বড়সড় বৃদ্ধিও। তা শুধু পূর্বাভাসকে ছাপিয়ে যায়নি, গত চার বছরে ওই হার সর্বোচ্চ। পাশাপাশি ভারতের অর্থনীতি আগের থেকে অনেক বেশি গতি পয়েছে বলে এ দিন আন্তর্জাতিক অর্থভাণ্ডারের মন্তব্যও বাজার চাঙ্গা হওয়ার অন্যতম একটি কারণ।

গাড়ির দাম কমাল আরও কিছু সংস্থা
শুক্রবারও গাড়ির দাম কমানোর কথা জানাল বেশ কিছু সংস্থা। টাটা মোটরস জানিয়েছে, তাদের যাত্রী-গাড়ির দাম কমছে ৬,৩০০ থেকে ৬৯,০০০ টাকা। আর বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে তা ১৫ হাজার থেকে ১.৫০ লক্ষ। গাড়ির দাম ২৩,৩৯৯ থেকে ১,০৬,৭৫৩ টাকা কমিয়েছে ফোর্ড। বাণিজ্যিক গাড়ি নির্মাতা ভিই কমার্শিয়াল ভেহিকলস্-ও তাদের আইশার ট্রাক ও বাসের দাম কমানোর কথা জানিয়েছে। পিছিয়ে নেই দু’চাকার গাড়ি নির্মাতারাও। ইয়ামাহা দাম ১,০৩৩-৩,০৬৬ টাকা কমিয়েছে। টিভিএস-ও ৮৫০-৩,৫০০ টাকা কমানোর কথা জানিয়েছে। উল্লেখ্য, অন্তর্বর্তী বাজেটে উৎপাদন শুল্ক কমার পর থেকেই ক্রেতা টানতে দাম কমাচ্ছে দেশের বিভিন্ন গাড়ি সংস্থা।

গুগলের প্রস্তাব খারিজ করেছিল হোয়াটস্অ্যাপ
ফেসবুকের দখলে এলেও গুগলের একই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল হোয়াটস্অ্যাপ। মার্ক জুকেরবার্গের আগে গুগলের সিইও ল্যারি পেজ হোয়াটস্অ্যাপের প্রধান প্রতিষ্ঠাতা জ্যান কউমকে হাজার কোটি ডলারে হোয়াটস্অ্যাপ কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বলে একটি সূত্রে খবর। এমনকী গত সপ্তাহেও কউমকে এক বৈঠকে ফের এক বার গুগলের প্রস্তাব বিবেচনা করে দেখতে অনুরোধ করেন ল্যারি। এ-ও বলেন, হোয়াটস্অ্যাপ যেন নিজের স্বতন্ত্র অস্তিত্ব কোনও মতেই বিসর্জন না দেয়। ওই সূত্রেরই দাবি, ফেসবুকের থেকে কম অর্থমূল্যের প্রস্তাব এবং কউমকে গুগলের পরিচালন পর্ষদে সামিল না রাখা, মূলত এই দুই কারণেই গুগলের প্রস্তাব খারিজ করেন কউম।

৩০,০০০ ছাঁটাইয়ের আশঙ্কা আরবিএস-এ
সংস্থা ঢেলে সাজতে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং এবং আন্তর্জাতিক ব্যবসা আরও কমানোর সিদ্ধান্ত নিতে চলেছে রয়্যাল ব্যাঙ্ক অব স্কটল্যান্ড (আরবিএস)। যার ফল হিসেবে বিশ্ব জুড়ে তাদের প্রায় ৩০ হাজার কর্মী ছাঁটাই হতে পারেন বলে আশঙ্কা অনেকের। এর আগে ২০১২-তেও এ ভাবেই ছাঁটাই হন ৪,৫০০-র বেশি কর্মী।

কয়লা ব্লক ফেরত
এ বার টাটা স্টিলের হাত থেকে ঝাড়খণ্ডের একটি কয়লা ব্লক ফিরিয়ে নিতে চিঠি দিল কেন্দ্রীয় কয়লা মন্ত্রক। মন্ত্রক জানিয়েছে, দেশের ৬১টি কয়লা ব্লকে কাজের অগ্রগতি নিয়ে আন্তঃমন্ত্রক গোষ্ঠী যে মতামত জানিয়েছে, তার ভিত্তিতেই এই ব্লক ফেরতের সিদ্ধান্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.