ফের দলাই লামার সঙ্গে বৈঠক মার্কিন প্রেসিডেন্টের। এবং তা নিয়ে চিনের কড়া প্রতিক্রিয়া। তিব্বতি ধর্মগুরুকে নিয়ে কূটনৈতিক টানাপোড়েনের ঐতিহ্য বজায় রইল।
বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেয়ে আমেরিকায় এসেছেন দলাই। আজ হোয়াইট হাউসে তাঁর সঙ্গে বৈঠকে বসেন বারাক ওবামা। প্রত্যাশিত ভাবেই এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বেজিং। এই বৈঠক বাতিল না হলে মার্কিন স্বার্থও বিপন্ন হতে পারে বলে প্রচ্ছন্ন হুমকি দিয়েছে চিনা বিদেশ মন্ত্রকও।
১৯৫০-এর দশকে তিব্বত চিনের অধিকারে যাওয়ার পরে ভারতে পালিয়ে আসেন দলাই। চিনের দাবি, দলাই লামা চিন থেকে তিব্বতকে বিচ্ছিন্ন করার জন্য হিংসাত্মক কার্যকলাপে মদত দেন। বিদেশি রাষ্ট্রনেতা বা কূটনীতিকদের সঙ্গে দলাইয়ের বৈঠকে তাই বরাবরই আপত্তি জানিয়ে এসেছে বেজিং। আগেও ওবামার সঙ্গে দলাইয়ের বৈঠকে নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল তারা। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কাইটলিন হেডেন জানিয়েছেন, ওবামা এক জন বিশিষ্ট ধর্মীয় নেতা হিসেবে দলাই লামার সঙ্গে দেখা করছেন। আমেরিকা মনে করে তিব্বত চিনের অংশ। তবে তিব্বতের জন্য আরও স্বায়ত্তশাসনের যে দাবি দলাই করেছেন তাও মার্কিন সরকার সমর্থন করে।
চিনা বিদেশ মন্ত্রক সাফ জানিয়েছে, দলাইয়ের উস্কানিতেই তিব্বতি যুব সংগঠন গোলমাল পাকাচ্ছে। আমেরিকার উচিত চিনা স্বার্থের কথা মাথায় রেখে এই বৈঠক বাতিল করা। কেউ বেজিংয়ের স্বার্থের কথা মাথায় না রাখলে তাদের স্বার্থও ক্ষুণ্ণ হতে পারে। |