টুকরো খবর
শুরু হল হুজুর সাহেবের মেলা
মঙ্গলবার হলদিবাড়িতে শুরু হল একরামিয়া ইসাবে সওয়াল ধর্ম সম্মেলন। এ দিন বিকেল চারটের সময় সম্মেলনের উদ্বোধন করেন সম্মেলন কমিটির সভাপতি সৈয়দ খন্দকার আফজালুল হক। এই সম্মেলন চলবে বুধবার দুপুর দুটো পর্যন্ত। এই উপলক্ষে হলদিবাড়িতে দু’দিনের বিরাট মেলা অনুষ্ঠিত হয়। সেই মেলা হুজুর সাহেবের মেলা নামেই খ্যাত। ধর্ম সম্মেলন এবং মেলা উপলক্ষে লক্ষাধিক জন সমাগম হয়েছে। হলদিবাড়িতে কমিটির দেওয়া তথ্য অনুসারে মোট ৪ হাজার ৮০০ নথিভুক্ত দোকান এবার মেলায় আছে।

হুজুর সাহেবের মেলা শুরু হল হলদিবাড়িতে। মঙ্গলবার ছবি তুলেছেন রাজা বন্দ্যোপাধ্যায়।
এ ছাড়াও সমসংখ্যক আরও দোকান মেলায় চারপাশে দেওয়া হয়েছে। ধর্ম সন্মেলনের শেষে দুপুর দুটোর পর তৌবারক (প্রসাদ) বিতরণ করা হবে। গত বছর পর্যন্ত বিরিয়ানি প্রসাদ দেওয়া হত। এ বছর থেকে নিরামিষ খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। একরামিয়া ইসালে সওয়াব কমিটির সম্পাদক লুফর রহমান বলেন, “ধর্ম সম্মেলন উপলক্ষে মেলায় বিভিন্ন ধমার্বলম্বী মানুষের সমাগম হয়। সকলে যাতে তৌবারক নিতে পারেন সেই জন্য নিরামিষ খিচুড়ি বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে।”

উন্নয়নে আশ্বাস কংগ্রেসের
দক্ষিণ দিনাজপুরে রেল যোগাযোগের উন্নতি থেকে সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ সহ একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা করল কংগ্রেস। গত তিন মাস ধরে বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রতি বুথ এলাকায় সভা করেছে কংগ্রেস। মঙ্গলবার গঙ্গারামপুরে নির্বাচনী জনসভার মধ্যে দিয়ে সেই কর্মসূচি শেষ হল। গঙ্গারামপুরের ফুটবল মাঠের সভায় প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ওমপ্রকাশ মিশ্র বলেন, “যাঁরা বলেন কংগ্রেস সাইনবোর্ডে পরিণত হয়েছে তাদের এমন পরিণতি হবে।” এ দিনের সভায় ভিড় দেখে দলের জেলা নেতারা সন্তোষ প্রকাশ করেছেন। রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা অবনতির অভিযোগ করে ওমপ্রকাশবাবু বলেন, “রাজ্যে তৃণমূল গণতন্ত্রকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। রাজ্যে গণতন্ত্র নেই, বিরোধী দলের অধিকারও হরণ করা হয়েছে।” এ দিন সভায় উপস্থিত এআইসিসির সাধারণ সম্পাদক সাকিল আহমেদ খান বলেন, “রাজ্যের জেলাগুলিতে হাওয়া ঘুরছে। কংগ্রেসকে শেষ করার বৃথা চেষ্টা করে লাভ হবে না। কংগ্রেস ঘুরে দাঁড়াবে।” সভায় জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় বলেন, “জেলায় কোনও শিল্প হয়নি। তিন বছর কেটে গেলেও রাজ্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি। প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর উদ্যোগে সীমিত বাজেটের মধ্যে এই জেলা এক এক্সপ্রেস ট্রেন পেয়েছে। বালুরঘাট, গঙ্গারামপুর রেল স্টেশনের উন্নতির পদক্ষেপ চলছে। হিলি সীমান্ত বাণিজ্যে উন্নতির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কাজ কংগ্রেসই করতে পারে।” সারদা কাণ্ডে সিবিআই তদন্ত, জেলায় অবিলম্বে খাদ্য সুরক্ষা আইন চালু, প্রাথমিক শিক্ষক নিয়োগে এ জেলায় দুর্নীতি ও স্বজনপোষনের বিরুদ্ধে তদন্ত কমিশন গঠনের দাবি তোলে কংগ্রেস।

বকেয়া পেনশন চেয়ে গণআত্মহত্যার হুমকি
বকেয়া পেনশন মেটানর দাবিতে ‘গণ আত্মহত্যা’র হুমকি দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের অবসরপ্রাপ্ত কর্মীরা। মঙ্গলবার নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট রিটায়ার্ড স্টাফ অ্যাসসিয়েশন -এর পক্ষ থেকে নিগমের ম্যানেজিং ডাইরেক্টরকে দেওয়া স্মারকলিপিতে ওই হুমকির উল্লেখ রয়েছে। সংগঠনের অভিযোগ, ২০১১-র নভেম্বর থেকে ২০১২-র অক্টোবর পর্যন্ত সংস্থার প্রায় তিন হাজার কর্মীকে পঞ্চাশ শতাংশ টাকা দেওয়া হয়। ডিসেম্বর ও জানুয়ারি মাসের পেনশন পুরো বকেয়া রয়েছে। সাড়ে ৭ মাসের বকেয়া পেনশনের পরিমাণ দাঁড়িয়েছে ২০ কোটির টাকা বেশি। সংগঠনের সভাপতি গুণেন্দ্র চন্দ্র মিত্র বলেন, “নিয়মিত পেনশন না পেয়ে সংসার চালানো মুশকিল হয়ে পড়েছে। অনেকে অর্ধাহারে রয়েছেন। দ্রুত বকেয়া না মেটান হলে মার্চ মাসে সংগঠনের সম্মেলনে গণ অ্যাত্মহত্যার দিন তারিখ চূড়ান্ত করা হবে।”

কর্মশালা হল কোচবিহারে
তথ্য জানার অধিকার নিয়ে কর্মশালা হল কোচবিহারে। মঙ্গলবার কোচবিহার সার্কিট হাউসে জেলা প্রশাসনের ওই অনুষ্ঠানে রাজ্য তথ্য কমিশনের মুখ্য অধিকর্তা সুজিত সরকার, তথ্য সচিব কাজল বন্দোপাধ্যায় উপস্থিত ছিলেন। স্বাস্থ্য, বন, পুলিশ, শিক্ষা সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা কর্মশালায় উপস্থিত ছিলেন। তথ্য জানার অধিকার আইন নিয়ে কাজ করার ক্ষেত্রে উদ্ভুত সমস্যা সমাধানের ব্যাপারে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাজ্য তথ্য কমিশন সচিব কাজল বন্দোপাধ্যায়। তিনি বলেন, “তথ্য জানতে চেয়ে কমিশনে আবেদন জানানর প্রবণতা বাড়ছে। ফি মাসে গড়ে চার শতাধিক আবেদন কমিশনের দফতরে জমা পড়ছে।”

দুর্ঘটনায় মৃত পুলিশ
পুলিশ ভ্যানে টহলদারির সময় ট্রাকের ধাক্কায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। আহত আরও দুই পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় চোপড়ার ধুমডাঙি মোড়ে ৩১ নং জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। মৃত কনস্টেবলের নাম বিকাশ সিংহ (৩৫)। তাঁর বাড়ি দার্জিলিং জেলার বিজনবাড়িতে। তিনি চোপড়ায় কর্মরত ছিলেন। এদিন সন্ধ্যায় একজন এএসআই-সহ পাঁচ জন পুলিশ কর্মী জাতীয় সড়কে টহল দিচ্ছিলেন।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.