গ্যাসের সিলিন্ডার যাচ্ছে না বাড়িতে। যেখান থেকে পাওয়া যাচ্ছে, সেখানেও বারবার গিয়ে ফিরে আসতে হচ্ছে বলে অভিযোগ। প্রতিবাদে মঙ্গলবার সকাল ন’টা নাগাদ কৃষ্ণনগরের রাধানগর-কারবেলা মাঠের পাশে কৃষ্ণনগর-মাজদিয়া রাজ্য সড়ক অবরোধ করলেন এলাকার গ্রাহকরা। পুলিশি হস্তক্ষেপে বেলা ১১টা নাগাদ অবরোধ তুলে নেন ক্ষুব্ধ গ্রাহকরা। কিন্তু কিছু সময় পরেই ওই একই রাস্তায় কিছুটা দূরে ফের অবরোধ শুরু হয়। সেখানে প্রায় দুপুর ১টা পর্যন্ত অবরোধ চলে। বিক্ষোভকারীদের অভিযোগ, কৃষ্ণনগরে গত কয়েক মাস ধরে গ্যাসের সিলিন্ডার গ্রাহকদের বাড়ি-বাড়ি সরবরাহ না করে কিছু এলাকায় ‘সেন্টার’ করে সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে বিলি হচ্ছে। তা-ও অনিয়মিত। গ্যাসের ডিস্ট্রিবিউটর সংস্থার অন্যতম মালিক রাজ্যের কারিগরি দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী মীনাক্ষিদেবী। তিনি বলেন,“আগে ভ্যানরিকশা চালকরা মোটা টাকায় গ্যাস বিক্রি করে দিত। সেই কারণে আমরা ওদের কাজ থেকে ছাড়িয়ে দিয়েছি। মানুষ যাতে সঠিক মূল্যে গ্যাস পান তার জন্যই আমরা এই ব্যবস্থা করেছি। আমার বিরুদ্ধপক্ষের লোকেরা চক্রান্ত করছে।” ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড-এর তরফে রবীন্দ্রনাথ বসু বলেন, “গ্যাসের সিলিন্ডার বুক করার তিন দিনের মধ্যে গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া বাধ্যতামূলক। যদি কোথাও সেই নিয়ম না মানা হয়ে থাকে এবং গ্রাহকরা লিখিত অভিযোগ করেন, তা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এই নিয়ে মন্তব্য করতে চাননি। মীনাক্ষিদেবীর বক্তব্য, “আমাকে যে ভাবে সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, আমি সেই ভাবেই বিলি করছি। গোডাউনে সিলিন্ডার না থাকলে আমি কী করব?”
|
বিচারকের সিদ্ধান্তের বিরোধিতা করে মঙ্গলবার লালবাগ আদালতে কর্মবিরতি পালন করলেন আইনজীবীরা। আদালত সূত্রে জানা গিয়েছে, ১৫ ফেব্রুয়ারি এক অভিযুক্তের ব্যক্তিগত জামিনের জন্য আইনজীবী মৃণালকান্তি সরকার গিয়েছিলেন লালবাগ থানায়। অভিযোগ, ওই আইনজীবীকে গালিগালাজ করে থানা থেকে বের করে দেন লালবাগের আইসি দেবাশিস চট্টরাজ। দেবাশিসবাবুর বিরুদ্ধে গত সোমবার লালবাগ আদালতে মামলা করেন মৃণালকান্তিবাবু। কিন্তু ওই দিনের ভারপ্রাপ্ত এসিজেএম সুসঙ্গীত দাস ওই মামলাটি গ্রহণ না করে ১৫ ফেব্রুয়ারির ঘটনার বিষয়ে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে আদালতে রির্পোট জমা দিতে বলেছেন। লালবাগ শ্যামা সুন্দরী বার অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল হক বলেন, “বিচারকের ওই সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার লালবাগ আদালতের সব আইনজীবী কর্মবিরতি পালন করেন। বিচারক সুসঙ্গীত দাসের এজলাস বুধবার থেকে লাগাতার বয়কট করা হবে।” তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে লালবাগের আই সি মন্তব্য করতে চাননি। ব্যস্ত আছেন বলে তিনি এড়িয়ে যান। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “আমার কাছে ওই বিষয়ে কেউ অভিযোগ করেননি। তবে আমি খোঁজ নেব।’’
|
শিক্ষিকাদের চুড়িদার পড়ার বিরোধিতা করে মঙ্গলবার ফুলিয়া বালিকা বিদ্যালয়ে বিক্ষোভ দেখাল ছাত্রী-অভিভাবকরা। খবর পেয়ে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ। স্কুলের প্রধান শিক্ষিকা পদ্ম বসাক বলেন, “কয়েক জন শিক্ষিকা চুড়িদার পড়ে স্কুলে আসছিলেন। এটা নিয়ে স্থানীয় ভাবে আপত্তি হচ্ছিল। এদিন স্কুলেরই কিছু ছাত্রী ওই শিক্ষিকাদের বাধা দেয়।” পরে স্কুলে বৈঠক করে মিটমাট হয়। বৈঠকে উপস্থিত তৃণমূলের তফসিলি জাতি ও উপজাতি সেলের শান্তিপুর ব্লক সভাপতি সৈকত দাস বলেন, “ঠিক হয়েছে ওই শিক্ষিকারা চুড়িদার পরে আসবেন, ক্লাস করবেন শাড়ি পড়ে।”
|
শহরের ভূমিহীন বাসিন্দাদের পাট্টা দেওয়ার দাবিতে মঙ্গলবার জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরে বিভোক্ষ দেখাল বহরমপুর টাউন কংগ্রেস। দফতরের মুর্শিদাবাদ জেলা আধিকারিক নিরঞ্জন কুমারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা। সেই সঙ্গে ৪৭৫১টি পরিবার পাট্টা চেয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরের জেলা কার্যালয়ে আবেদনপত্র জমা দেয়। নিরঞ্জন কুমার বলেন, “ রাজ্যস্তরে ওই স্মারকলিপি পাঠিয়ে দেওয়া হবে।”
|
রাস্তা মেরামতির দাবিতে বড়ঞায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল তৃণমূল। মঙ্গলবার প্রায় এক ঘণ্টা ডাকবাংলো-পানুটিয়া রাজ্য সড়ক অবরুদ্ধ থাকায় সমস্যায় পড়েন সাধারণ মানুষ। বড়ঞার বিধায়ক কংগ্রেসের প্রতিমা রজক বলেন, “ওই রাস্তা মেরামতির অনুমোদন পাওয়া গিয়েছে। মানুষকে বিভ্রান্ত করতে রাজনীতি করছে তৃণমূল।” তৃণমূলের বক্তব্য, বরাদ্দ করলেই হবে না, রাস্তার কাজ শুরু করতে হবে দ্রুত।
|
প্রস্তুতি |
|
|
বৃহস্পতিবার মুর্শিদাবাদে আসছেন
রাষ্ট্রপতি
প্রণব মুখোপাধ্যায়। আহিরণে হেলিকপ্টারের মহড়া। |
নবগ্রামে অস্থায়ী রাস্তা
তৈরিতে ব্যস্ত সেনা। |
—নিজস্ব চিত্র। |
|