টুকরো খবর |
অপহরণ, ধর্ষণের দায়ে জেল |
নাবালিকাকে ফুঁসলিয়ে অপহরণ, জোর করে বিয়ে ও ধর্ষণের দায়ে ৭ বছরের কারাদণ্ড হল এক ব্যক্তির। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারক মধুমতি মিত্র খেজুরির বাসিন্দা দিলীপ সাহুকে ওই কারাদণ্ডের আদেশ দেন। জেলা আদালত সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার জাহানাবাদ গ্রামের বাসিন্দা, এক সন্তানের পিতা দিলীপ ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি এলাকারই ১৫ বছরের স্কুল ছাত্রীকে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে নিয়ে গিয়ে জোর করে বিয়ে ও ধর্ষণ করে। নাবালিকার খোঁজ না পেয়ে তার পরিবার খেজুরি থানায় অভিযোগ দায়ের করেন। ৬ মার্চ দিলীপ ওই নাবালিকাকে বাড়ির কাছে ছেড়ে দিয়ে যায়। পরদিন নাবালিকার পরিজনরা খেজুরি থানায় দিলীপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সে দিনই পুলিশ দিলীপকে বাড়ি থেকে গ্রেফতার করে। পরে দিলীপের বিরুদ্ধে অপহরণ, জোর করে বিয়ে, ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ। সরকার পক্ষের আইনজীবী হিমাংশুশেখর সামন্ত জানান, পূর্ব মেদিনীপুর জেলা আদালতে ওই মামলার শুনানির সময় অভিযুক্ত দিলীপের স্ত্রী-ও স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দেন। শুনানির পর জেলা ও দায়রা বিচারক মধুমতি মিত্র, দিলীপকে দোষী সাব্যস্ত করেন। এরপর দিলীপকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন জেলা ও দায়রা বিচারক। জরিমানা অনাদায়ে ৬ মাসের অতিরিক্ত কারাদণ্ডেরও নির্দেশ দেন তিনি।
|
দিঘায় মৃত দুই যুবক সম্পর্কে ভাই |
নিউ দিঘার হোটেলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া দুই যুবক সম্পর্কে ভাই বলে জানতে পেরেছে দিঘা থানার পুলিশ। সোমবার হোটেলের ঘর থেকে উদ্ধার করা হয়েছিল মুম্বইয়ের ওরলি থানা এলাকার বাসিন্দা সন্দীপগোবিন্দ যাদব (২৭) ও মীতেশপ্রকাশ পর্দ (২৯) নামে দুই যুবকের দেহ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোবাইল ফোনও উদ্ধার করেছিল। তার মাধ্যমেই পুলিশ ওই যুবকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল। তাঁর থেকেই ওই দুই যুবকের পরিচয় জানা যায়। তাঁদের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই মুম্বই থেকে রওনা দিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।
|
মহিষমর্দিনী |
|
দেবরাজ ঘোষের তোলা ছবি। |
বাংলায় বিরল এই মূর্তিটি মিলেছে পশ্চিম মেদিনীপুরের বিনপুর থেকে। দেবীর দুই কাঁধেই তির রাখার তূণীর। ডান দিকের তুনীর থেকে তির বার করছে ডান দিকেরই একটি হাত। এই মুদ্রার নাম ‘তিরস্খালন’। ধনুকটি ধরা বাঁ দিকের একটি হাতে। ডান দিকের হাতে খড়্গ। সামনের হাতে ত্রিশূল। ডান হাতে খড়্গ নিয়ে অসুরে দেবীকে আক্রমণে উদ্যত। চালচিত্রে অন্য কোনও মূর্তি নেই। পুরাতত্ত্ববিদদের অনুমান, মূর্তিটি আদি মধ্য যুগের। রাজ্য পুরাতত্ত্ব দফতরের উপ অধিকর্তা অমল রায় বলেন, “মূর্তিটি আনুমানিক অষ্টম শতকে নির্মিত।” তিনি জানান, বাংলায় অষ্টভুজা মহিষমর্দিনী মূর্তির সংখ্যা খুবই নগণ্য। সেগুলি কালো পাথরের। সবুজাভ পাথরের এই মূর্তিটি সম্প্রতি কুই গ্রামে পুকুর খুঁড়তে গিয়ে পাওয়া গিয়েছে।
|
কোথায় কী |
বুধবার
অনুষ্ঠান
মেদিনীপুর কলেজিয়েট বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল ১১টায়। বিদ্যালয় ক্যাম্পাসে ওই অনুষ্ঠান হবে।
শিলান্যাস
পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুর- ২ ব্লকের অন্তর্গত সুবর্ণরেখা নদীর বাম পাড়ের
চোরাচিতা
এবং বাঁশঝোড়া মৌজায় বোল্ডার দ্বারা নদী ভাঙন ও ভূমিক্ষয় রোধের কাজ
এবং সংলগ্ন
মোরাম রাস্তার
নির্মাণ প্রকল্পটির শিলান্যাস অনুষ্ঠান। শিলান্যাস করবেন
পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। |
|