মোরিনহো ফের মোরিনহো। বিতর্কে থাকতে ভালবাসা চেলসি কোচ হোসে মোরিনহো আবার চলে এলেন প্রতিটা দৈনিকের শিরোনামে। এ বার তাঁর কটাক্ষের শিকার বার্সেলোনা।
মেসি-নেইমারদের ক্লাবকে গত কয়েক বছরের মধ্যে ‘সবচেয়ে খারাপ বার্সেলোনা’ বলে চিহ্নিত করলেন ‘দ্য স্পেশ্যাল ওয়ান’। ম্যাঞ্চেস্টার সিটি বনাম বার্সেলোনা ম্যাচের আগেই মোরিনহো বলেন, “ইতিহাস দিয়ে বিচার করলে বার্সেলোনাই ফেভারিট। তবে এই মরসুমের বার্সেলোনা কিন্তু আগের কয়েক বছরের মতো শক্তিশালী নয়।” মোরিনহো আরও বলেন, “হ্যাঁ বার্সেলোনায় মেসি আছে। ও ম্যাচের রঙ পাল্টাতে পারে। কিন্তু এই বার্সেলোনা গত কয়েক বছরের তুলনায় সবচেয়ে খারাপ দল।” ফুটবল বিশেষজ্ঞরা যখন বেছে নিচ্ছে বার্সেলোনাকে, মোরিনহোর ফেভারিট কিন্তু ম্যান সিটি। ম্যাচ শুরু হওয়ার কিছু ঘণ্টা আগে চেলসির পর্তুগিজ কোচ বলেন, “ম্যাঞ্চেস্টার সিটির কিন্তু দারুণ সুযোগ আছে বার্সেলোনাকে হারানোর।” সঙ্গে তিনি যোগ করেন, “সিটি ঘরের মাঠে বার্সেলোনাকে হারাতে না পারলে একটা দারুণ সুযোগ হাতছাড়া করবে। আর যদি হারিয়ে দেয় তবে আমি খুব অবাক হব না।” |
মোরিনহো যখন বার্সেলোনাকে কটাক্ষ করতে ব্যস্ত, তখন ম্যান সিটি কিন্তু নেইমারের নিশানায়। দলবদলের বাজারে নেইমারকে সই করানোর জন্য অনেকটাই এগিয়ে ছিল ম্যান সিটি। কিন্তু বার্সেলোনাকেই বেছে নেন ‘ওয়ান্ডারকিড’। “আমি চাইলে অনেক আগেই ব্রাজিল ছেড়ে ইউরোপ আসতে পারতাম। অনেক ক্লাব আমায় সই করাতে চেয়েছিল। কিন্তু তা বলে আমি ম্যাঞ্চেস্টার সিটিতে কোনও দিন আসতাম না। আমার পছন্দ সব সময় বার্সেলোনা,” বলেন নেইমার। সঙ্গে যোগ করেন, ছোটবেলা থেকেই বার্সেলোনায় খেলা স্বপ্ন ছিল তাঁর। “যখন শুনলাম বার্সেলোনা আমায় সই করাতে চায় আর কোনও দ্বিধা করিনি। আমি এই ক্লাবের জার্সিই পরতে চেয়েছিলাম।” কিন্তু মহারণের কয়েক ঘণ্টা আগেও ম্যান সিটিকে সমীহ করেই নেইমার বলেছেন, “ম্যাঞ্চেস্টার সিটি দুর্দান্ত দল। প্রতিটা পজিশনে ওদের দারুণ ফুটবলার আছে।” নেইমার আরও বলেন, “গত কয়েক বছরে প্রতি মরসুমেই কোনও বিশ্বমানের তারকাকে দলে নিয়েছে ম্যান সিটি। ওরা সব সময়ই একটা শক্ত চ্যালেঞ্জ। দুটো পর্বেই আমাদের খুব ভাল খেলতে হবে। কারণ ইউরোপের সেরা দলগুলোর মধ্যে ওরাও আছে।” |
ম্যাচের আগে আবার স্প্যানিশ প্রচারমাধ্যমের কটাক্ষের শিকার হলেন বার্সেলোনা কোচ জেরার্ডো মার্টিনো। গত শনিবার লা লিগায় রায়ো ভালেকানোকে ৬-০ হারালেও বার্সেলোনার খেলার পদ্ধতি নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে মার্টিনোকে। স্প্যানিশ দৈনিকগুলোর মতে মার্টিনোর কোচিংয়ে তিকিতাকার ছন্দ হারিয়ে যাচ্ছে। তার বদলে প্রতিআক্রমণেই খেলার চেষ্টা করছে বার্সা। বল দখলে রাখতে পারছে না। এমনকী এখন থেকেই জল্পনা তুঙ্গে যে, কোনও ট্রফি জিতলেও হয়তো মার্টিনোকে সরিয়ে অন্য কোচ আনা হতে পারে। |