দুই বঙ্গসন্তান কোচেরই আজ নতুন পরীক্ষা
সুব্রতর লক্ষ্য জয়, সঞ্জয়ের চিন্তা আত্মতুষ্টি
কজনের চ্যালেঞ্জ—অর্থনৈতিক সমস্যায় জর্জরিত টিমের ফুটবলারদের নিয়েই ফুল ফোটানো।
অন্য জনের চ্যালেঞ্জ—ট্রফি জয়ের পর ধারাবাহিকতা ধরে রাখা।
দুই বঙ্গসন্তান— ইউনাইটেডের টিডি সুব্রত ভট্টাচার্য এবং মহমেডানের সঞ্জয় সেন আজ বুধবার নামছেন নতুন লড়াইয়ে। আই লিগে মর্যাদার লড়াইয়ে। দু’জনের টিমই কিন্তু এখনও অবনমনের আওতা থেকে বেরোতে পারেনি।
সুব্রত ভট্টাচার্যের বিপক্ষে অবশ্য আজ নামছেন কোনও বিদেশি কোচ নন, স্বদেশি খালিদ জামিল। জামিলের মুম্বই এফসি কিন্তু এই মুহূর্তে বেশ ভাল খেলছে। তবুও ময়দানের বহু চড়াই উতরাই পেরিয়ে আসা সুব্রত বলছেন, “ঘরের মাঠে আমার দল ইউনাইটেডই ফেভারিট। তিন পয়েন্টই লক্ষ্য।”
সঞ্জয় সেনের মহমেডান আবার পুণের বালেওয়ারি স্টেডিয়ামে স্পেনের অস্কার ব্রুজোর টিমের মুখোমুখি হবে। অ্যাওয়ে ম্যাচে নামার আগে সঞ্জয় অবশ্য সাবধানী। বলে দিলেন, “ঘরের মাঠে পুণে সব সময় শক্তিশালী। আমাদের সাবধানে পা ফেলতে হবে।”
কাকতালীয় হলেও দুই বাঙালি কোচ কিন্তু যাঁদের পরিবর্ত হিসেবে এসেছেন, তাঁরা দু’জনেই ছিলেন বিদেশি। তাই গল্ফগ্রিন এবং চেতলার বাসিন্দাকে আরও একটি পরীক্ষা দিতে নামতে হচ্ছে আজ বিদেশি কোচেদের জায়গায় দায়িত্ব পেয়ে কর্তাদের আস্থার মর্যাদা দেওয়া।

নতুন দায়িত্ব। ইউনাইটেড প্র্যাকটিসে সুব্রত। —নিজস্ব চিত্র।
সাদা-কালোর কোচ হয়ে সঞ্জয় অবশ্য ইতিমধ্যেই আইএফএ শিল্ড জিতে ফেলেছেন। কিন্তু মোহনবাগানকে আই লিগ দেওয়া কোচ সুব্রত শুরু করছেন নতুন ইনিংস। তাও রফিক-বেলোদের মাত্র একদিন প্র্যাকটিস করানোর পরই ইউসিফ ইয়াকুবুদের আটকানোর স্ট্র্যাটেজি তৈরি করতে হচ্ছে তাঁকে। আসলে ইউনাইটেডের টিডি হওয়ার পর সোমবার অনুশীলন দেখতে মাঠে এলেও, কার্যত মঙ্গলবার থেকেই অনুশীলনে নেমেছেন তিনি।
মুম্বই এফসি এই মুর্হূতে লিগ তালিকার দশে (১৪ ম্যাচে পয়েন্ট ১৬) রয়েছে। ইউনাইটেড রয়েছে ঠিক এক ধাপ ওপরে, নয় নম্বরে। মুম্বইয়ের থেকে এক ম্যাচ বেশি খেলে ১৮ পয়েন্ট এখন তাদের। স্বভাবতই এই পরিস্থিতিতে লিগ তালিকায় ওপরের দিকে উঠতে তিন পয়েন্টই লক্ষ্য থাকছে ‘টিম সুব্রত’-র। খালিদ নিজের টিমকে আন্ডারডগ বললেও ইয়াকুবুরা কিন্তু এ বার ইস্টবেঙ্গল, পুণে এফসি-র মতো শক্তিশালী দলকে হারিয়েছেন। কলকাতায় এসে মোহনবাগানকেও আটকে দিয়েছে মুম্বইয়ের দলটি। স্বভাবতই প্রথম ম্যাচ সহজ হবে না ইউনাইটেডের নতুন টিডির।
মুম্বইয়ের টিমে কোনও বিদেশি ডিফেন্ডার নেই। এই সুযোগ কাজে লাগাতে আক্রমণের রাস্তাই বেছে নিচ্ছেন সুব্রত। নতুন যোগ দেওয়া নাইজিরিয়ান ওয়াহিদ এবং ভাল ফর্মে থাকা বলদীপ সিংহকে সামনে রেখে, তাঁদের ঠিক নীচে এরিক এবং রফিককে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে তাঁর। যাতে আক্রমণের ঢেউয়ে শুরুতেই খেই হারিয়ে ফেলে মুম্বই এফসি। ইয়াকুবুদের আটকানোর দায়িত্বে থাকছেন বেলো, অনুপম, ধনচন্দ্র এবং দীপক। অনুশীলনের পর সুব্রত বললেন, “ইউনাইটেড খুব ভাল অবস্থায় আছে। ছেলেরা সবাই ফিট। তবে একদিন অনুশীলন করিয়েছি বলে দলে কোনও পরিবর্তন করতে চাইছি না। কম্বিনেশনে কোনও সমস্যা আমার চোখেও পড়েনি। আমি এই দল নিয়ে আশাবাদী।” খালিদ শুরু থেকেই গুরুত্ব দিচ্ছেন এরিক-বেলোদের। বিকেলে যোগাযোগ করা হলে বললেন, ‘‘ইউনাইটেড ভাল দল। আমার লক্ষ্য থাকবে ম্যাচ না হারা। তাই ঘর গুছিয়ে আক্রমণে যাব।” সঙ্গে যোগ করলেন, “আমার দলে নতুন বিদেশি এসেছে। আর প্রত্যেকেই ভাল ফর্মে রয়েছে।”
পুণেতে সঞ্জয় সেনকে চিন্তায় রাখছে— ঘাসের মাঠ, শিশির এবং শিল্ড জেতার পর ফুটবলারদের আত্মতুষ্টি। নিজেদের মাঠ-সমস্যার জন্য পুরো মরসুমটাই যুবভারতীর কৃত্রিম ঘাসের মাঠে অনুশীলন করেছেন জোসিমার, পেনরা। যদিও ফেড কাপে ঘাসের মাঠেই খেলেছে মহমেডান। সন্ধ্যায় খেলা হওয়ায় পুণের মাঠে শিশির পড়ার সম্ভাবনা থাকছে। ফলে ঘাসের মাঠ পিচ্ছিল হয়ে পড়তে পারে। ফুটবলাররা এর সঙ্গে অভ্যস্ত না থাকায় সমস্যা হবে বলে মনে করছেন সঞ্জয়। বললেন, “ফুটবলারদের সব মাঠেই খেলতে হবে। কিছু করার নেই। কিন্তু শিশির পড়লে সমস্যা হতে পারে।” পাশাপাশি তাঁর মন্তব্য, “কোনও টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার পর ফুটবলারদের যেমন আত্মবিশ্বাস বাড়ে, তেমনই আত্মতুষ্টিও আসতে পারে। আমি অবশ্য সবাইকে এই বিষয়ে সতর্ক করছি বার বার।” পুণের কোচ অস্কার ব্রুজোও শিল্ড চ্যাম্পিয়নদের সমীহ করছেন। এ দিন বললেন, “মহমেডানের ম্যাচ আমরা দেখেছি। ভাল দল।”
এখন দেখার, মর্যাদার লড়াইয়ে সুব্রত এবং সঞ্জয় শেষ পর্যন্ত সফল হন কি না!

মোহনবাগানে অবশেষে সভা
মোহনবাগান ফের আই লিগেও অবনমনের মুখে চলে যাওয়ায় চিন্তিত বাগান কর্তারা সভা ডেকে দিলেন। সচিব অঞ্জন মিত্র দীর্ঘদিন অসুস্থ। মুম্বইয়ের হাসপাতালে ভর্তি। তাঁর অনুপস্থিতিতে ২২ ফেব্রুয়ারি শনিবার কর্মসমিতির সভা ডেকে দিলেন সহ-সচিব সৃঞ্জয় বসু। দিল্লি থেকে ফোনে বললেন, “ফুটবল নিয়ে শেষ পরিস্থিতি কর্মসমিতির সদস্যদের জানাব। ক্লাবের উন্নয়ন নিয়েও আলোচনা হবে।” সামনে নির্বাচন। তাই দল নিয়ে আলোচনার পাশাপাশি গ্যালারি সংস্কার, তাঁবু সংস্কার-সহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে সভায়। সভার আগের দিন অবশ্য করিম বেঞ্চারিফার দল গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে চার্চিল ব্রাদার্সের সঙ্গে। আবার কোনও অঘটন ঘটলে তার জের পড়তে পারে সভায়। আজ বুধবার থেকে ওই ম্যাচের প্রস্তুতি শুরু করছেন করিম। তবে সুভাষ ভৌমিকের টিমের বিরুদ্ধে ওডাফা ওকোলির খেলার সম্ভাবনা নেই।

বুধবারে আই লিগ ফুটবল

ইউনাইটেড স্পোর্টস: মুম্বই এফ সি (কল্যাণী ২-৩০)।
মহমেডান: পুণে এফ সি (পুণে ৬-৩০)।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.