টুকরো খবর
বাস-দুর্ঘটনা জখম ১২
বাস চালাতে চালাতেই স্টিয়ারিংয়ের উপর ঝুঁকে পড়েছিলেন চালক। যাত্রীরা দেখেন, বমি করছেন তিনি। এর পরই হঠাত্‌ বাতিস্তম্ভে ধাক্কা মারে বাসটি। আছড়ে পড়ে আহত হন চালক-সহ ১২ জন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোনা এক্সপ্রেসওয়ের উপর গরফা সেতুতে। পুলিশ জানায়, জনা তিরিশেক যাত্রী নিয়ে বড়গাছিয়া-শিয়ালদহ রুটের বাসটি শিয়ালদহের দিকে যাচ্ছিল। জখমদের মধ্যে তিন জনকে হাসপাতালে প্রাথমিক চিকিত্‌সার পর ছেড়ে দেওয়া হয়। বাকি ৯ জন এখনও হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, আহতদের অধিকাংশ হাওড়া গ্রামীণ এলাকার বাসিন্দা। প্রশ্ন উঠেছে, অসুস্থ বাসচালককে কী ভাবে বাস চালাতে দেওয়া হয়েছিল? যাত্রীরা জানান, বাস ছাড়ার পর থেকেই চালককে অসুস্থ লাগছিল। জাহিরুল শেখ নামে এক যাত্রী বলেন, “প্রথম থেকেই দেখছিলাম চালক যেন ঝিমোচ্ছেন। ঠিক মতো চালাতে পারছেন না।” ‘অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় কমিটি’র সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, “অসুস্থ অবস্থায় বাস চালানো অপরাধ। যাত্রী-নিরাপত্তার কথা ভেবে চালকের তা করা উচিত নয়। খোঁজ নিয়ে দেখছি।”

প্রতারণার নালিশ ধৃত ৪
চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চার ব্যক্তি গ্রেফতার হল। মঙ্গলবার, বৌবাজার থানার লেনিন সরণিতে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাজেশ কুমার, শৈলেশ ঘোষাল, সৌম্যপ্রতিম রায় এবং চন্দন মুখোপাধ্যায়। আরও দু’জন পলাতক। পুলিশ জানায়, ‘রাষ্ট্রীয় রোজগার যোজনা’ নামে এক ভুয়ো অফিস খুলেছিল ধৃতেরা। সংস্থার নামে একটি ভুয়ো ওয়েবসাইটও তৈরি করা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে চাকরির আবেদন করার জন্য প্রচার করে প্রার্থীদের একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলা হয়। নির্দিষ্ট দিনে প্রার্থীদের ডেকে ইন্টারভিউও করা হত। এ দিন দুপুরে মুর্শিদাবাদের আলি রেজা মণ্ডল নামে এক ব্যক্তি বৌবাজার থানায় লিখিত অভিযোগে জানান, চাকরি দেওয়ার নামে তাঁর কাছ থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা নিয়েছে সংস্থাটি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এ ভাবে অনেকের কাছ থেকেই ২-৩ লক্ষ করে টাকা নেওয়া হয়েছে। এর পরেই অফিস থেকে ধরা পড়ে অভিযুক্তেরা। আলি রেজা মণ্ডলের টাকা উদ্ধার হয়। কিন্তু বেসরকারি ব্যাঙ্কটির অ্যাকাউন্টে আর মাত্র ২ হাজার টাকা পড়ে রয়েছে বলে জেনেছে পুলিশ।

তিন দুষ্কৃতী ধৃত
পরিচিত দুষ্কৃতীকে লেনিন সরণি ও রফি আহমেদ কিদোয়াই রোডের মোড়ে বাস থেকে নামতে দেখেই সন্দেহ হয়েছিল লালবাজারের নজরদারি শাখার দুই কর্মীর। পুলিশ দেখে সঙ্গে থাকা অন্য দুই দুষ্কৃতীও পালাতে যায়। তিন জনই ধরা পড়ে। উদ্ধার হয় বাসের এক যাত্রীর ব্যাগ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ জানান, প্রণয়কুমার সরকার ও পুলককুমার মণ্ডল নামে ওই দুই কনস্টেবল যে তিন জনকে গ্রেফতার করেন, তাদের নাম দিলু আহমেদ, শেখ আনোয়ার এবং রহিম শেখ। ব্যাগে ২৪ হাজার টাকা ছিল। ব্যাগটি প্রবীরকুমার ঘোষ নামে এক ব্যক্তির। পুলিশ তাঁকে ব্যাগটি ফেরত দেয়।

ট্যাক্সিচালকের ‘মার’ যাত্রীকে
অটোর পরে ট্যাক্সি। বেশি ভাড়া চাওয়া নিয়ে বচসার জেরে যাত্রীর মুখে ঘুষি মারার অভিযোগ উঠল চালকের বিরুদ্ধে। মঙ্গলবার, টি-বোর্ডের কাছে। মহম্মদ আলমাস আলি নামে ওই চালক গ্রেফতার হন। পুলিশ জানায়, দুপুরে হাওড়া থেকে ট্যাক্সিতে টি-বোর্ডে আসেন এজরা স্ট্রিটের বাসিন্দা সঞ্জিত সাউ। অভিযোগ, নামার পরেই তাঁর থেকে বেশি ভাড়া চায় আলমাস। এ নিয়ে বচসা হলে আলমাস সঞ্জিতকে ঘুষি মারে বলে অভিযোগ। স্থানীয়েরা ধরে আলমাসকে ধরে হেয়ার স্ট্রিট থানায় জানান।

ব্যাগ কেটে চুরি
শহরের ভিড় বাসে ব্যাগ কেটে টাকা চুরির অভিযোগ উঠল। মঙ্গলবার মুচিপাড়া থানায় লিখিত অভিযোগে কপিলকুমার ঘোষ নামে এক ব্যক্তি জানান, এ দিন দুপুরে মৌলালিতে এজেসি বসু রোড এবং এস এন ব্যানার্জি রোডের মোড়ে তিনি বাস থেকে নামেন। এর পরেই তিনি হঠাত্‌ খেয়াল করেন, কাঁধের ব্যাগটি কাটা। ব্যাগের মধ্যে আর একটি চামড়ার ব্যাগে ৩৫ হাজার টাকা, তাঁর এবং তাঁর স্ত্রীর ভোটার কার্ড, প্যান কার্ড এবং দু’টি গয়না বিপণির পাশ বই ছিল। সেই ব্যাগটিই খোয়া গিয়েছে বলে অভিযোগে জানিয়েছেন কপিলবাবু।

হচ্ছে জলাধার
কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের দু’টি এলাকায় (বাগমারি সিআইটি বিল্ডিং ও বিআরএস-১০) সাংসদ কোটার টাকায় হচ্ছে জলাধার ও গভীর নলকূপ। এই কাজে ৩৫ লক্ষ টাকা দিয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। রবিবার তারই অনুষ্ঠানে সুদীপবাবুর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক ও মন্ত্রী সাধন পাণ্ডে। স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিন জলকষ্ট ছিল। প্রকল্প হলে প্রায় আট হাজার মানুষ উপকৃত হবেন।

মৃতদেহ উদ্ধার
নিখোঁজ থাকা এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। মঙ্গলবার, জয়নগর থানা এলাকার সরবেড়িয়া থেকে। মৃতের নাম শুভজিত্‌ নস্কর (২২)। বাড়ি সোনারপুর থানা এলাকায়। পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় শুভজিত্‌ গোচারণ যাবেন বলে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বেরোন। এর পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। তাঁর বাবা গৌর নস্করকে জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে, শুভজিত্‌ মাদকাসক্ত ছিলেন। মাস তিনেক ধরে চিকিত্‌সা চলার পরে গত শনিবারই তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.